SL# প্রশ্ন উত্তর
701 আমাদের এলাকায় সকল গরুর একে একে মুখে ক্ষত হচ্ছে,লালা পরছে কয়েক দিনের মধ্যে মারা চাচ্ছে।চোখের কোনায় ক্ষত হচ্ছে।এখন কি ব্যাবস্থা নেওয়া দরকার। FMD Cure/ Povisep dia pa o muk o pa dua diben 5-7 din + SP vet injection diben
702 ALL TAIM MURGI VALO RAKHAR JONNO KON OSOD KHAYATE HBE সময়মরতা টিকা দিবেন, সুষম খাবার বা রেডিফিড এবং মাঝেমধ্যে পানিতে ডব্লিউএস ভিটামিন দিবেন। প্রয়োজন না হলে কোন এ্যাণ্টিবায়োটিক বা ঔষধ ব্যবহার করবেন না।
703 মুরগিরা "Dust Bath" কেন করে ?? আমার পোষা মুরগি গুলোকে মাঝেমধ্যেই ধুলায় গড়াগড়ি করতে দেখা যায় !! উকুন হতে পারে অথবা গরমের জন্য। যে কারণ মনে হয় তার জন্য ব্যবস্থা নিবেন।
704 মা ছাগি বাচ্চা দিছে ১মাস এর উপরে হইছে কিন্তু এখনো হিটে আসেনি? এর সমাধান কী জানাবেন কৃমি ডোজ করা আছে ধন্যবাদ কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন।
705 আমার ছোট গরুর খামারে লচের হার অনেক বেশি পরিবার থেকে খামারটি বাদ দিয়ে দিতে চায়।আমি কি সরকারি কোন সহয়তা পেয়ে খামারটা টিকে রাখতে পারি?এবং কিভাবে সরকারি সেবা পাব? www.dls.gov.bd ওয়েবসাইটের যোগাযোগ মেনু থেকে নম্বর নিয়ে আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করলে ভাল হবে।
706 ৫ মে ২০২৪ রবিবার, গরুর বাচ্চা হয়। কিন্তু বাছুর উঠে দারাচ্ছে না, মাথা তুলছে না এবং ঠিক মত খাইতেছে না। করনীয় কি জানাবেন। এখনও কোন মেডিসিন খাওয়ানো হয়নি। আজ ২ দিন। dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন ‍এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন।
707 দেশি গরুর বযস তিন বছর গাব হযনা কি করা যায কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
708 দেশি জাতের গরু তার বযস আরাই বছর কিন্তু গাব হয না কি করব এবং কি ঔষধ খাযাব কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
709 আমার ছাগল পাঁচ মাস হইছে বাচ্চা দিছে। কিন্তু মা ছাগল এখনো গর্ভবতী হওয়ার ডাক দেয়নি। এছাড়া আমি সাগরকে কোনো ঔষধ এখনো খাওয়াইনি কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
710 আসসালামু আলাইকুম অনলাইন চাকরির আবেদন করেছি। কিন্তু আবেদন পত্রে ছবি স্বাক্ষর আপলোড হয় নাই। এখন করণীয় কি? পরে লিংক দিলে ছবি ও স্বাক্ষর যোগ করতে পারবেন।
711 ৬৩৮ পদে প্রানীসম্পদ অধিদপ্তরের নিয়োগে আবেদন করেছি। কিন্তু আবেদন কপিতে ছবি এবং সিগনেচার আসছেনা।এতে কি আবেদন কম্পিলিট হবে?? এমন অনেকের সমস্যা হচ্ছে। পরে লিংক দিলে ছবি ও স্বাক্ষর যোগ করতে পারবেন।
712 কিন্তু দানাদার খাবারটা কি হবে? কোন ধরণের পশুর জন্য লিখতে হবে।
713 ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় মুরগির ডিম কত দিন ভালো থাকে ?? ফারটাইল ডিম হলে ০৭ দিন এবং ফারটাইল ডিম না হলে ১ মাস পর্যন্ত ভাল থাকে।
714 Amar 50 pes tiger layer murgi ache dui ek din por por dim dichhe amotaobosthay Ami ekti murgi jobai kori tar por Dekhi dim nali tel chorbi diye bondho Hoye ache Restricted Feeding হতে হবে। ডিম দেয়া মুরগিকে ড়র্যাপ্ত পরিমানে খাবার দেয়া ঠিক না।
715 আমার পোষা বিড়ালের লেজে হাত দিলে খুব জোরে রাগী অবস্থায় ডাকে এখন কী করণীয় লেজে ব্যাথা পেয়ে থাকলে ব্যাথা নাশক ঔষধ দিবেন। www.dls.gov.bd ওয়েবসাইটের যোগাযোগ মেনু থেকে আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করলে ভাল হবে।
716 Gorur patlapykana Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ১ টি/৩৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন ৩-৫ দিন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
717 আসসালামুয়ালাইকুম, স্যার আমি প্রকল্পের চাকরি করি,বেতন পাইনা,১১০বেজিংহাস অসুস্থ পা পরে মারা যাচ্ছে, আপনার সাহায্য কামনা করছি, দয়া করে সাহায্য করুন প্লিজ স্যার। Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন।
718 ৩ মাস গরুর এলএসডি তাপমাত্রা ১০৩ স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা।
719 ছাগলের জ্বর ১০৪ Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo
720 আসসালামু আলাইকুম, আমি dls এ করার সময় অনার্স, hsc, ssc এই ক্রমে যোগ্যতা দেয়ার কথা ছিল কিন্তু আমি ssc, hsc, hons এই ক্রমে দিয়েছি এতে সমস্যা হবে? নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাছাই কমিটি বাছাই করবে।
721 প্রাণী সম্পদ অধিদপ্তরে অফিস সহকারি কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিক পোস্টে এ আবেদন করছি পরীক্ষা সাধারনত কতদিন পর হয়ে থাকে এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে যখনই হোক, পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে।
722 আমি আমার আবেদনে ফরম নাম্বার পাচ্ছি না।তাই আবেদন পত্রটি পিন দিতে পারছি না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষায় আসলে ডাউনলোড কপি দেয়া যাবে।
723 ফরম পূরণ করছে কিন্তু। ডাউনলোড করতে পারিনাই এখন আমার করণীয় কি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষায় আসলে ডাউনলোড কপি দেয়া যাবে।
724 ছোট বাছুরের নাভি ফুলে গেছে । করণীয় কি? Povisep লাগাবেন দিনে ৩ বার ৭ দিন, পুঁজ হলে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
725 ষাড়ের ক্ষুরা রোগ হয়েছে ৩ দিন। ওজন ১৫০ কেজি। কি করব এখন? FMD Cure/ Povisep dia pa o muk o pa dua diben 5-7 din + SP vet injection diben
726 ছাগলোর শুধু কাশ এর জন্য কি ঔষধ এর দরকার Loveless Ahosan Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
727 পি পি আর এর ভ্যাক্সিন দেওয়ার পর,কতোদিন পরে আবার ভ্যাক্সিন দেওয়ার সময় হয়? বছরে ১ বার।
728 মুরগী পরিপুর্ন সুস্ত রাখার জন্য কি ঔষাদ খাওতে হবে সময়মতো টিকা দিবেন, খামার পরিস্কার পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত রাখবেন। সুষম খাবার দিবেন মাঝে মধ্যে পানিতে ডব্লিউ এস ভিটামিন দিবেন।
729 আসসালামু আলাইকুম। আজ দুই বছর হলো নিজে উদ্যেগ নিয়ে ছোট একটা গরুর খামার করেছি। কিন্তু খামারে লচের হার বেশি।কিভাবে সরকারী সহয়তা পেয়ে খামারটি টিকে রাখতে পারি? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইটের যোগাযোগ মেনু থেকে।
730 আমি একটা ছোট আকারে দেশী মুরগির ফার্ম করতে চাইতেছি তাই আমি ট্রেনিং করতে চাইতেছি আর মুরগি সম্পর্কে সব কিছু জানতে চাই, কিভাবে কি করতে হবে সমস্ত কিছু,, আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
731 dls চাকরি আবেদন করার সময় আবেদন কপি প্রিন্ট করতে পারি নাই। এখন কিভাবে প্রিন্ট করতে পারব। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষায় আসলে ডাউনলোড কপি দেয়া যাবে।
732 নারিভুরা সহ চারশত কেজি ওজনের গরুকে কতটুকু ইউরিযা সার খাযাব ইউরিযা সার সরাসরি খাওয়ানো যাবে না। ইউরিযা মলাসেস স্ট্র থেরী করে খাওয়াতে পারবেন। সরাসরি খাওয়ালে নাইট্রেট পয়জনিং হতে পারে।
733 Bolodh Goru kibave muta thaja korbo? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
734 গাভীর ২৯১ দিন চলতেছে বাচ্চা হওয়ার কোন লক্ষ্মণ নাই এতদিনে হয়ত বাচ্চা হয়ে গেছে। না হয়ে থাকলে স্যালাইনের সাথে পিটন এস বা অন্য যেকোন অক্সিটোসিন হরমোন দিলে দিলে তাড়াতাড়ি প্রসব হবে।
735 আমার গরুর বাছুর এর বাম পায়ের গিট টা ফুলে গেছে, করনীয় কি? কোনো আঘাত ছাড়াই ফুলে গেছে। বাছুর এর বয়স ৬ মাস গরুর পা ফুলে গেলে Arthrivet injection 1 ml/25 kg তিন দিন।
736 আমার একটি দেশি গরু গর্ববতী । এটাই প্রথম বাচচা ।শাহীওয়াল জাতের বীচ দেওয়া হয়েছে ।এখন ৫ মাস চলমান ।সমস্যা হলো (১) খাবার রুচি কম । প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
737 ৭ দিন আগে ছোট বাছুরটির খুরা রোগ দেখা দিলে, ১৫ মাসের বাছুরটি মুখে ঘা সারছে না ও এখন শ্বাসকষ্ট হচ্ছে। আজকে একটু বেশি হচ্ছে। আপনার পরামর্শ চাচ্ছি। Gorur khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
738 ছাগলোর কাশ এর জন্য কি ঔষধ দরকার Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
739 Bachur er patla paikhana Streptosulpha অথবা Sulphadin-S ট্যাবলেট প্রতি ৩৫ কেজি ওজনের জন্য ১ টি ট্যাবলেট ৩ দিন এবং Glucolyte পাউডার ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
740 আমাদের এলাকায় সকল গরুর মুখে ক্ষত হচ্ছে,লালা পরছে,চোখের কোনায় ক্ষত হচ্ছে কিছুদিন পরেই মারা যাচ্ছে।এখন কি ব্যাবস্থা নিতে পারি? Gorur khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
741 হাড্ডি স্যার মোটা তাজা করা পদ্ধতি প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে খাবারের সাথে ভিটামিন ডিবি পাউডার খাওয়াবেন।
742 গরুর আটালি,মাইট ও উকুন প্রতিরোধে কি করব? Ivermectin injection 1ml/50 kg weight hisabe prothom din.
743 গরুর আটালি,মাইট ও উকুন প্রতিরোধে কি করব? Ivermectin injection 1ml/50 kg weight hisabe prothom din.
744 গরুর আটালি,মাইট ও উকুন প্রতিরোধে কি করব? Ivermectin injection 1ml/50 kg weight hisabe prothom din.
745 ৫ এপ্রিল ২৪, গরুর বাচ্চা হয়। কিন্তু বাছুর উঠে দারাতে পারছে না। কিছু খায় না। এমন কি মাথা তুলে না। কোন ঔষধ খাওয়ানো হয় নি। কি করবো। জানালে উপক্রিত হব। ধন্যবাদ। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
746 Amr sagoler 3 ta baby ase,boys 2 mash.e obosthay abr hit e esese, to akhn ki patha dekhale baby gulor kono osubidha hobe না, অসুবিধা হবে না। দেশি ছাগী সাধারণত বছরে দুইবার বাচ্চা দেয়।
747 নতুন খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে কি, ভ্যাকসিন সরকারিভাবে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা আছে কি, ডাক্তার ও উদ্বোধন কর্মকর্তাদের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
748 পি পি আর এর ভ্যাক্সিন দেওয়ার পর,কতোদিন পরে আবার ভ্যাক্সিন দেওয়ার স *text missing* বছরে ১ বার।
749 *আমার দুটি পাটি ছাগল হিটে আসতেছে না। 1.একটির বয়স দশ মাস,জাত যমুনাপারী এর সাথে কোর্স 2.অন্যটির বয়স আট মাস,জাত তোতাপুরি এর কোস। *আশাকরি সঠিক চিকিৎসা বলবেন। কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
750 পি পি আর এর ভ্যাক্সিন দেওয়ার পর,কতোদিন পরে আবার ভ্যাক্সিন দেওয়ার সময় হয়? বছরে ১ বার।
751 মুরগীর চোখে সমস্যা ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবএবং পটাশ পানি দিয়ে চোখ ধুয়ে দিবেন।
752 Murgir Dairia Hole Ki Osud Dibo Cosumix Plus 2 gm প্রতি লিটার পানিতে এবং সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
753 মুরগির ঝিমানো ঠান্ডা লেগে খাকলে Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
754 ৫ মাসের গর্ভবতী গাভী পাতলা পায়খানা কি ঔষধ খাওয়াতে হবে? Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
755 3 din jabot Chagoler khuskhushi kashy o shordi Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
756 ছাগলের পেট ফুলা পেট কামড়ানো সমস্যা হয়েছে ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
757 ছাগলের শুধু কাশি জন্য কি দরকার Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
758 ফিজিয়ান বকনা ৭ + (মাস) গর্ভবতী,মাঝে মাঝে নাক দিয়ে সর্দির মত স্লেমা /লালা পড়ে করণীয় কি গরম ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা করবেন। প্রয়োজনে Histavet injection 1ml/10 kg 5 days diben
759 Bolodh Goru kibave muta thaja korbo? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
760 গরু মোটা তাজা করণের উপায় কি? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। ওষুধ ব্যবহার করবেন না।
761 Murgir ROKTO AMASOY ESB-3 30% অথবা Coccicure পাউডার ২ গ্রাম প্রতিলিটার পানিতে মিশিয়ে ২৪ ঘন্টা ৩-৫ দিন খাওয়াবেন।
762 আমার প্রিয় পোষা মুরগির খুব সুন্দর একটি ছানার এক চোখ বন্ধ হয়ে গিয়েছে, আর চোখের পাতা ফুলে গিয়েছে,আমি এ নিয়ে খুব চিন্তিত :( এখন আমার করণীয় কি ?? পানিতে ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন। চোথ পটাশ িপানি দিয়ে ধুয়ে দিবেন।
763 আমাদের বাসার ৪ তলায় এক মহিলা ৩২ টা খরগোস,২২ টা পাখি আরো অনেক কিছুই *text missing* করছি।ওই মহিলা পশু নিয়ে বিক্রি করে ব্যবসা করছে আর আমরা এতোগুলো পশুর দুর্গন্ধে থাকতে পারছিনা।বাসার জানালা দরজা খুলতে পারিনা। শ্বাস কষ্ট *text missing* য়ে আপনাদের আর আমাদের কি করণীয়। সিটি কর্পোরেশনে যোগাযোগ করবেন।
764 দুগ্ধবতী ছাগল দুই দিন ধরে পাতলা পায়খানা করছে। কি করা যায়? Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ১ টি/৩৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন ৩-৫ দিন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
765 Murgir phakha jula Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। তাপমাত্রা ঠিকমতো রাখবেন।
766 খুরা রোগহলে কোন ঔষধ খাওযাব FMD Cure/ Povisep dia pa o muk o pa dua diben 5-7 din + SP vet injection diben
767 গরু মোটা তাজা করণের উপায় কি? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। ওষুধ ব্যবহার করবেন না।
768 গরুর সর্দি জ্বর আছে, কি করতে হবে? Gorur Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo + Histavet injection 1ml/10 kg 5 days diben
769 গাভি বাচ্চা দেওয়ার কত দিন পরে গাভি হিটে আসে ১ মাসের পরে হিটে আসে এবং ২ মাসেও না আসলে ব্যবস্থা নিতে হবে।
770 Amar madi chagol protom 1 ti bacca die 3 mas hoi ekon porjonto hite ase na hit anar upai ki কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
771 ami,munafa chara govrnment theke loan nia,goru or mach/fish er sheed/chash korte chai,,goru sheed er jonno amer jaiga ache.mach er jonno 2 ti pukur ache,amon ko Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
772 Amar madi chagol protom 1 ti bacca die 3 mas hoi ekon porjonto hite ase na hit anar upai ki কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
773 ১৫ দিন বয়সী বেশ কিছু দেশি মুরগির বাচ্ছা এই তীব্র তাপদাহ ও রোগ প্রতিরোধ রক্ষানা বেক্ষন ও সুস্থ রাখতে কি কি করা যেতে পারে? Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। মাঝে মাঝে স্ট্রেসকিল ভিটামিন দিবেন।
774 8861 গরুর গায়ে গোটা গোটা হয়ে ফুলে উঠেছে, এবং ফেটে যাচ্ছে। সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
775 আস্ সালামুয়ালাইকুম।মাঠ পর্যায়ে কর্মরত ভিএফএ রা কি পদবী লিখার সময় ভিএফএ(সম্প্রসারন) এভাবে লিখতে পারবেন?এ সংক্রান্ত কোন নীতিমালা কি আছে?,দয়া করে জানাবেন।ধন্যবাদ। পদবি সব সময় জিও অনুযায়ী লিখতে হয়।
776 আমার একটি ফিজিয়ান ৭ মাসের গর্ভবতী বকনা গাভীর চোখ দিয়ে মাঝে মধ্যে পানি পরে, কি করনীয় পানিতে ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন এবং eyedrop-civodex vet ১ ফোটা দিনে ২ বার দিবেন।
777 ১৭ দিনের ৭০০ বাচ্চার মধে্য ৭*৮টি বাচ্চা ডগের মত ঝিমায় এবং প্রায় বাচ্চার ডোনা খালি ,বেড়ায় ভাল এবং খুব ঠুকরা ঠুকরি করে এখন চিকিৎসা কি খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
778 ৬৭২০, গরুর গায়ে গোটা গোটা হয়ে ফুলে উঠেছে, এবং ফেটে যাচ্ছে। সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
779 মুরগির চোখে থেকে পানি পরা এবং কফ এর মতো হওয়া Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
780 সরি সরি আনটি আমার বেড়ালে জর হইছে যখন জ্বর থাকে তখন নাপা সিরাপ ২ চা চামচ করে খাওয়াবেন, জ্বর না থাকলে খাওয়াবেন না।
781 কোক্সিডোস করাতে কি কি মেডিসিন লাগে মেডিসিনের তালিকা দিবেন প্লিজ Coccidia ব্যাকটেরিয়া দ্বারা Coccidiosis রোগ হলে ESB-3 30% অথবা Coccicure পাউডার ২ গ্রাম প্রতিলিটার পানিতে মিশিয়ে ২৪ ঘন্টা ৩-৫ দিন খাওয়াবেন।
782 মুরগির চোখে বন্ধ হয়ে যাওয়া ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন। ঠান্ডা লেগে খাকলে Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
783 আমার কিছু হাঁস অসুস্ত ২টি জিমিয়ে মারা গেছে কি করবো? জানতে চাই Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
784 বীজ দেওয়ার ২১ দিন পর ভারী মিউকাস পরলে কি গর্ভধারণের কোনো সম্ভাবনা আছে? বি.দ্র:গরুটি হিটে আসলে অন্য গরুর উপর লাফায় কিন্তু এইবার লাফায়নাই শুধু ভারী মিউকাস পরসে আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। এটা দেখে বলতে হবে।
785 বড় ডিম পাড়া মুরগিকে কি ফাউল পক্সের ভ্যাকসিন দেওয়া যায়??? ফাউল পক্স ভ্যাকসিন বছরে একবার দেয়া হয়, সুতরাং প্রধমবার দেয়ার পরে ১ বছর পর রড় মুরগিকেই দিতে হবে।
786 রোমানটিক কথা বলার জন্য তোমার নামবারটা দাও? আমাদের রোমানটিক কথা বলার সময় নেই।
787 আমার ছাগলের বাচচা হচছে না কেন পেটে বাচ্চা ধরে না নাকি বাচ্চা প্রসবের সময় আটকে গেছে? স্পষ্ট করে লিখুন।
788 Ai pp roger ing. Ta ki vabe dite hobe?... পিপিআর টিকার ট্যাবল্টে ১০০ মিলি পানিতে মিশিয়ে ১ মিলি করে গলার চামড়ার নীচে ইনজেকশন দিবেন।
789 Sir, assalamualaikum, gorur chokher chanir jonno silver nitrate er misron bananor niom jante chai Ekhon Silver Nitrate eye drop paoa zai
790 Lsd hoise,gorur khura theke gira porjonto chamra fete geya kos portese. Ki korbo. স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
791 Lsd hoise,gorur khura theke gira porjonto chamra fete geya kos portese. Ki korbo. স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
792 pp roger lokkon ki ki hote pare?. Nak die gondho jukto slesha pore, jor hoi, paikhana amasoy, lom khara o kujo hoe darie thake.
793 আসসালামু আলাইকুম স্যার, ২ মাস বয়সের উপরের ছাগলকে কি E Sel খাওয়ানো যাবে? যদি যায় কতটুকু পরিমাণ এবং কতদিন খাওয়াতে হবে। দয়া করে জানাবেন। প্রাপ্ত বয়স্ক না হলে E Sel খাওয়ানোর প্রয়োজন নেই। সুষম খাবার দিলেই হবে।
794 আমার প্রিয় সাদা পোষা মুরগির পালকে ময়লা লেগে ওর সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে :( এখন কিভাবে ওর পালকের ময়লা পরিষ্কার করে ওর সৌন্দর্য আবার ফিরিয়ে আনা যায় ?? পরিস্কার স্থানে রাখবেন। ভিটামিন এডিই খাওয়াবেন।
795 মেয়েদের শরীক সমস্যা গুলো কি স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করুন।
796 ভ্রুন কি কিভাবে হয় ডিম্বানু ্ও শুক্রানু একত্রে মিলিত হয়ে ভ্রুন তৈরী হয়।
797 ক্যারেক্টার সংখ্যা নির্ধারিত থাকায় অনেক সময় লম্বা প্রশ্ন গুছিয়ে করা যায় না, তাই অনুরোধ রইলো এসএমএস সার্ভিস এর ওয়েবসাইটের ক্যারেক্টার সংখ্যা বাড়ানোর জন্য। এটা ফোন অপারেটরদের সাথে বিটিআরসির বিষয়। আপনি প্রয়োজেনে ১৬৩৫৮ নম্বরে অফিস সময়ে ফোন কল করবেন।
798 ডিম পারার কতদিন পর মুরগী বাচচা নিয়ে বেড় হয় মুরগীর ডিম থেকে বাচচা ২১ দিন পর হয়।
799 সকাল থেকে গরু মাথা উঠাচ্ছে না এই মুহূর্তে করণীয় কি ? dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন ‍এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন।
800 ১০ কেজি খাদে্য কত গ্রাম হারে লবন মিশাতে হবে ঠুকরাঠুকরি জন্য সাধারণ হিসাবে ১০০ গ্রাম দিতে হয়, কিন্ত ৫-৭ দিন ১৫০ গ্রাম জিসাবে দিবেন।