SL# প্রশ্ন উত্তর
301 ছাগলের বাচ্চা ঘাস খায় কিন্তু ওদের পেট একটু বড় বড় লাগে মানে ফোলা নয় তিনমাস পরপর কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
302 আমার একটা শুধু খাসি আছে উন্নতি জাতের, উচ্চতা ৩০ ইঞ্চি ৮ মাস+ বয়স, এখন কৃমির জন্য কোন কোন পদক্ষেপ গুলো নিব এবং কোন ভিটামিন গুলো অ্যাড করব ??? তিনমাস পরপর কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
303 হাসেকে শুধু শামুক খাবার দিলে কি হাস পূষ্টি জনিত কোন সমস্যা দেখা দিবে? শুধু শামুক দিলে খাবার সুষম হয়না। প্রোটিন সোর্স হিসাবে খাওয়ানো যাবে। এরসাথে দানাদার খাবার, ভিটামিন, লবন ইত্যাদি মিশিয়ে খাওয়াতে হবে।
304 মুরগী ঝিম ধরে থাকে এবং মারা যাচ্ছে কি করবো Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে।
305 দেশী হাঁসের বয়স কত দিন হলে ডিম দিবে? দেশী হাঁসের বয়স ২২ সপ্তাহ হলে ডিম দেয়া শুরু করে।
306 *text missing* *text missing* *text missing* কিছু এক্সাম্পল বা রেশন ডাটা আমাকে দিয়েন। ভুট্টা ৪৬.৫ কুড়া ১৪.৫ সয়াবিন মিল ১৪.৯ গমের ভুষি ৭.৫ প্রেটিন কন. ৭.৬ লাইমস্টোন ৭ ডিসিপি ১.৫ ভিটামিন ০.২৫ লাইসিন ০.১ মেথিওনিন ০.১ লবন ০.৫কেজি হিসাবে
307 আমি কুরবানির প্রজেক্টের জন্যে কিছু গরু ফ্যাটেনিং করতে চাই। আমার রেশন ফর্মুলেশন মেথড টা জানা দরকার। আমাকে কিছু ডেমো দেয়া যাবে যে কতো বডি ওয়েটে কতটুকু খাবার এবং কোন মেথডে এই রেশন তৈরী করা হয়েছে? দয়া করে *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
308 আমি কুরবানির প্রজেক্টের জন্যে কিছু গরু ফ্যাটেনিং করতে চাই। আমার রেশন ফর্মুলেশন মেথড টা জানা দরকার। আমাকে কিছু ডেমো দেয়া যাবে যে কতো বডি ওয়েটে কতটুকু খাবার এবং কোন মেথডে এই রেশন তৈরী করা হয়েছে? দয়া করে *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
309 murgir baccar boyos 22 din ki vaccine dibo and kivabe proyog korbo. Murgike 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
310 মুরগীর বাচ্চার বয়স ২২ দিন কি ভ্যাকসিন দিব এবং কিভাবে প্রয়োগ করবো। 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
311 ছাগলের নাক দিয়ে শ্লেষা পড়ে মরা- মরা অবস্থা গাছ কম খায়? Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
312 আমার ছাগলের জিহ্বায় ঘা বকরি ছাগল প্রশ্ন ক্লিয়ার না।
313 ছাগলের পায়খানার রাস্তায় পোকা লাগছে,,এবং সেখানে গর্ত করে ফেলছে,,এবং সেখানে অনেক ফুলে গিয়েছে ছাগল ২ দিন হলো বাচ্চা প্রসব করছে,, এখন আমার করণীয় কি,,, পভিসেপ তুলা দিয়ে পোকা বের করে এনে তারপিন তেল লাগাতে হবে। Ivermectin ইনজেকশন ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য দিতে হবে, পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
314 ছাগলের বাচ্চা দুইটি দুধ কম পায় এখন কৃমির ওষুধ endex renadex ও ভিটামিন ডিবি কী ছাগল ও ছাগলের বাচ্চাকে ও খাওয়াতে হবে ছাগীকে খাওয়াবেন, বাচ্চাকে নয়। ছাগলের বাচ্চা শুধু দুধ খাবে।
315 আসসালামু আলাইকুম স্যার। আমি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২ নং আশরাফপুর ইউনিয়ন এর বাসিন্দা। আমার নাম শামীম আহমেদ। আমি একজন ছাত্র। আমি একজন উদ্দোক্তা হতে চাই। উপজেলা প্রাণিসম্পদ অফিসারের সাথে 01816743501 যোগাযোগ করুন
316 শীতকালো ছাগলের সদি ও কাশি জন্ন কি ঔষদ দরকার Patgram থেকে A~H Ahosan Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
317 বাছুর গরু সাত মাস বয়স পেটে প্রচুর গ্যাস,দুইদিন ধরে পায়খানা করে না,পায়খানা করার উপায় পেট ফাপা হলে stomavet powder ২ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
318 মুরগির বাচ্চা খাবার খায় না ডানা জুলে গেছে সাথে গা গরম থাকে Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
319 ৩০ দিনের বাছুরের LSD কি করনীয় স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
320 আমার দুই টা ছাগলের বাছচার |কাশি শদদি আমি কি উষুদ খায়াবে হিস্টাসিন/ হিস্টাভেট সিরাপ খাওয়াবেন দিনে ৩-৪ বার ৩-৫ দিন।
321 কবুতর কে RDV বা BCRDV ভ্যাকসিন দেওয়া যাবে? গেলে কিভাবে দেওয়া যাবে? ২ মাস বয়সে RDV ১০০ মিলি পানিতে মিশিয়ে রানের মাংসে ১ মিলি করে ইনজেকশন দিতে হবে। ১০০ টি কবুতরকে দেয়া যাবে। ছোট বাচ্চাকে BCRDV চোখে ফোটা দিতে হবে।
322 আমার ছাগলের সাস্থ খারাপ প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
323 ১২ দিন বয়সের বাছুরের পাতলা পায়খানা। এর চিকিৎসা প্রয়োজন Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ৩৫ কেজি ওজনের জন্য ১ টি ট্যাবলেট , সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
324 অফিসকোথায়ভাই ফার্মগেট, ঢাকা।
325 অফিসসেরনামকী প্রাণিসম্পদ অধিদপ্তর
326 ইঁদুর কামড় দিলে বাচ্চারে কি দুধ খাওয়ানো যাবে ইঁদুর কামড় দিছে বাচ্চার মাকে ইদুরের সংক্রামক ছোয়াছে রোগ থাকলে সেই ইদুর কামড়ালে, ম্যাটারনাল রোগ দুধের মাধ্যমে বাচ্চাতে যেতে পারে। সাধারণত আমাদের দেশের ইদুরে এধরণের রোগ কম দেখা যায়।
327 ফিজিয়ান গরু চার মাসের গাব।ছয় থেকে সাত মোন ওজন হবে।নিশ্বাস কাটতে হ্যাসপ্যাস করে,গরু সুধু কাপছে,কিছু খাই না,পাইখানা হয়না।নিওমনিয়া বেশি, *text missing* নিউমোনিয়া হলে Histavet inj 1ml/10 kg ৫ দিন দিবেন। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিবেন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
328 ছাগল বাচ্চা দিছে 14 দিন হয়েছে এখন ছাগলের প্রশাবের জায়গা ফুলে গিয়ে পচে গেছে এখন করণীয় কী Povisep দিয়ে ড্রেসিং করবেন দিনে ৩ বার ৭ দিন, পুঁজ হলে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
329 খড় বাদ দিয়ে সরাসরি চিঠাগুড় ও ইউরিয়া দানাদার খাবারের সাথে পানি মিশিয়ে ষাড় গরু খাওয়ানো যাবে? সরাসরি চিটাগুড় ও ইউরিয়া দানাদার খাবারের সাথে পানি মিশিয়ে ষাড় গরুকে খাওয়ালে নাইট্রেট পয়জনিং হয়ে গরু মারা যেতে পারে।
330 গরুর ওলান শক্ত হয়ে গেলে কি করা যায় দুধ আস্তে আস্তে সম্পূর্ণ দোহন করতে হবে। কুসুম গরম পানিতে ম্যাগসালফ পাউডার মিশিয়ে সেক দিবেন। প্রয়োজনে পেনিসিলিন ইনজেকশন দিবেন
331 মুরগি জিমায় কি খাওয়াতে হবে Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
332 গরুকে কৃমির বুস্টার ডোজ দেওয়ার নিয়ম কি ভাবে? ১৫ দিন পর একই পরিমানে প্রয়োগ করতে হয়।
333 তাপমাত্রা সাভাবিক আছে মুখ দিয়ে লালা পড়ে কিছু খায় না করণী কি ক্ষুরারোগ হয়েছে কিনা নিশ্চিত হতে হবে। FMD Cure দিয়ে পা ও মুখ ধুয়ে দিবেন ৫-৭ দিন
334 লিভার টনিক চলাকালীন কি হিমোভেট ইনজেকশন দেয়া যাবে অনেক ওষুধ একত্রে দিলে কার্যকারিতা কমে যায়।
335 গরু নিজের প্রশাব নিজে খায়। এক্ষেত্রে করনীয় কি? DCP plus, Lobon o Bit lobon danader khabarer sathe khaoaben por por 5 din
336 Murgir thanda 23 day Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে।
337 গাবীন গরুর কৃমি ঔষধ খাওয়ান যাবে কি 4মাস কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
338 আরডিভি ভ্যাকসিন দেওয়ার পর কতদিন সেই পাখির মাংস ও ডিম খাওয়া যাবেনা? Withdrawal Period: Not required. সুতরাং টিকা দিলে ডিম অবশ্যই খাওয়া য়াবে। মাংস খাওয়ার জন্য ঐ দিন আসলে ইনজেকশন দেয়ার স্থানের মাংস খাওয়া ঠিক হবেনা।
339 দড়ি পেচাইয়া টান লাইগা গরুর পায়ের চামরা অনেকটা ছিলে গেছে (খুরার উপরিভাগ)। ভাল হইছে কিন্তু কিছু দিন পর পর খোচা লেগে বা গরু নিজে চাটতে চাটতে রক্ত বের করে ফেলে। injection vermic 1ml per 50kg body wt. এক dose দিবেন এবং পভিসেপ বা জীবানুনাশক দ্বারা ড্রেসিং করবেন ও dress gel molom দিনে 3 বার লাগাবেন।
340 গরুর পাতলা পায়খানা হয়েছিল আখন ২ দিন হোল পাতলা পায়খানা ভালোহয়েছে আখন কি কৃমির নাসক খায়ানো জাবে কি প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন
341 আমার বাড়ীতে একটি এড়ে বাছুর আছে।বয়স ৬ মাস। এই বাছুর টাকে মোটা তাজা করন এবং সুস্থ রাখার জন্য কি ধরনের খাবার ও ওষুধ খাওয়াতে হবে। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। ওষুধ ব্যবহার করবেন না।
342 হাসেঁর ডাক প্লেগ ভেকসিন ১ম ডোজ দেওয়ার বিস্তারিত নিয়ম কি। ২১ দিন বয়সে হাসেঁর ডাক প্লেগ টিকা ১০০ মিলি পানিতে মিশিয়ে বুকের মাংসে ১ মিলি করে ইনজেকশন দিতে হবে।
343 Murgi khabar citai 15 day প্লাস্টিক খাবার পাত্রে অল্প অল্প করে খাবার দিতে হবে।
344 মূরগীর বাচ্চা বোডিংএ প্রথম ৩দিন ws ভিটামিন, এনরোসিন ও ফেক্সাসিন দিতে চাচ্ছি স্যার, দেওয়া যাবে কিনা? গ্লুকোজ দিয়েছি প্রথম ৩ঘন্টা। ডব্লিউ এস ভিটামিন দিবেন ৩-৫ দিন। অসুস্থ্য না হলে বা প্রয়োজন না হলে ওষুধ খাওয়ানো ঠিক না।
345 দুই মাসের ছাগলের বাচ্চার ছেরা মানে পাতলা পায়খানা হচ্ছে এখন কী করব Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
346 ছাগলের বাচ্চার পেট ফেপে গেছে। বাচ্চার 7 মাস বয়স। ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
347 gorboboti gorur pet fule gece, ar treatment ki? পেট ফাপা হলে stomavet powder ২ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
348 ছাগলের মোটামুটিভাবে আঠালি ধরছে,, রক্ত খায় না কিন্তু চামড়ার রস খায়,সেখানে আবার খুশকির মতো দেখা দেয়,এখন প্রতিরোধের উপায় কি? ধন্যবাদ Ivermectin ইনজেকশন ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য দিতে হবে।
349 Fa, Vfa, Compounder er kobe new circular aste pare? সার্কুলার কবে হবে, এরকম কোন তারিখ এখনো হয়নি। সার্কুলার হলে ওযেবসাইটে দেয়া থাকবে।
350 মূরগীর বা*চ্চা বোডিং করার সময় কোন কোন ঔষধ সেবন করতে পারি স্যার? ডব্লিউ এস ভিটামিন দিবেন ৩-৫ দিন। অসুস্থ্য না হলে বা প্রয়োজন না হলে ওষুধ খাওয়ানো ঠিক না।
351 বোডিংএ এনরোসিন ভেট, ডাব্লিউ এস ভিটামিন ও ফেক্সাসিন একি সাথে দেওয়া যাবে কিনা? (সোনালী মূরগীর বাচ্চা) ডব্লিউ এস ভিটামিন দিবেন ৩-৫ দিন। অসুস্থ্য না হলে বা প্রয়োজন না হলে ওষুধ খাওয়ানো ঠিক না।
352 দুই মাসের ছাগলের বাচ্চার পাতলা পায়খানার সাথে একটু কাসের মতো আসে আসার সময় ছাগলের বাচ্চা ডাকে Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
353 বর্তমান সময়ে মূরগীর বাচ্চা বোডিং করতে কোন কোন ঔষধ সেবন করতে পারি স্যার? (৩০০ সোনালী সুপার হাইব্রিড বাচ্চা) ডব্লিউ এস ভিটামিন দিবেন ৩-৫ দিন। প্রয়োজন না হলে ওষুধ খাওয়ানো ঠিক না।
354 আয়রনযুক্ত পানি মূরগীকে খাওয়া যাবে কিনা? অথবা কি ব্যবহার করে আয়রন পানি খাওয়ার উপযোগী করতে পারি? পরিস্কার পানি খাওয়াতে জবে।
355 গরু জর জ্বর হলে Fevasole injection ১মিলি/ ১০ কেজি ওজনের জন্য হিসাবে ইনজেকশন দিতে হবে, জ্বর কমলে অসুধ বন্ধ।
356 গরু জর ও কাস or hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo + Histavet injection 1ml/10 kg 5 days diben
357 মুরগির চুনা পায়খানা চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
358 যদি ডাক কলেরা ভ্যাক্সিন ২ দিন ডিপ ফ্রিজে থাকে তবে কি ঐ ভ্যাক্সিন নষ্ট হয়ে যাবে? ০ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস তাপমাত্রায় রাখা যাবে না।
359 বকনা গরুকে প্রথম কৃত্রিম সিমেন দেওয়া হলে,এক মাসের মধ্যে গর্ভধারণ করার ও না গর্ভধারণ করার লক্ষণগুলো কি কি? গর্ভধারণ না করলে ২১ দিস পর আবার হিটে আসবে।
360 ছাগলের দুধ বাড়ানোর জন্য কী খাওয়াতে হয় প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
361 Ԁ̎ȁকৃমির ইনজেকশনে স্থান ফুলে গেলে কি করা যায়।অথবা অতিরিক্ত হলে কি করা লক্ষণ অনুযায়ী চিৎিসা করতে হবে।
362 Sir amar gorur patlapakhan rokto ache kichute komchena sir docter dekhiyechi kaj hochena a vet gula diyeche 1.diadin2,histanol3.diagent powder.intracox oral Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
363 ছাগলের বাচ্চা দুইটি কিন্তু বাচ্চা দুইটি দুধ কম পায় এখন কী করব প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
364 আর আমার গরুর পাতলা পায়খানা তার সাথে রক্ত আছে পানির মতো নেমে যাচ্ছে ডাক্তারের ওষুধগুলো দিয়েছিল তাও কমছে ১.ডায়ডিন ২খ হিস্ট্যানল৩,ডাইজেন্ট পাউডার ৪ intracox Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ৩- ৫ দিন।
365 একটি গাভীর ১ টা বাচ্চা হয়ছে । 5 মাস হয়ে গেছে কিন্তু আর হীট আসে না। কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
366 বকনাকে সিমেন দেওয়ার ২ ঘন্টা পর একটু রক্ত যায়,১০ দিন পর মোটা মিউকাস যায়,১৮ দিন পর মোটা মিউকাস যাচ্ছে, বকনা কি কনসেপ্ট করছে। ২১ দিন পর যদি হিটে না আসে তাহলে গর্ভধারণ করেছে বলে ধরে নেয়া হবে। পরে কুত্রিম প্রজনন কর্মী দ্বারা পরীক্ষা করতে হবে। গর্ভধারণ না করলে চিকিৎসা করতে হবে।
367 স্যার, মুরগিকে কয় দিন পরপর মানুষের ঔষধ E-cap খাওয়াবো ? মুরগিকে প্রয়োজন হলে দানাদার খাবারের সাথে ই-সেল বা ই-ভিট বা যেকোনো সেলেনিয়াম পাউডার খাওয়াবেন ৩ - ৫ দিন। মানুষের ঔষধ E-cap খাওয়ানো দরকার হবে না।
368 আমার মুরগির বাচ্চার বয়স ৪৫ দিন প্রায়, আগে কোনো ভেক্সিন দেই নি, এখন কি সরাসরি RDV ভেক্সিন দিয়ে দিব?? RDV ভেক্সিন ২ মাস বয়সে দিতে হয়। সাইজ বড় হলে আগেও দেয়া যায়।
369 8861 একটা আর,ডি,ভি,ভ্যাকসিন কইটা কবুতরকে দেয়া যাবে? ভ্যাকসিন কি ভাবে তৈরি করতে হবে? ভ্যাকসিন দেয়ার ভাল সময় কোনটা সকালে নাকি রাতে *text missing* RDV ১০০ মিলি পানিতে মিশিয়ে রানের মাংসে ১ মিলি করে ইনজেকশন দিতে হবে। ১০০ টি কবুতরকে দেয়া যাবে।
370 R D V ভ্যাকসিন রাতে দেয়া যাবে কি? R D V ভ্যাকসিন রাতে দেয়া যাবে । যখনই টিকা দেয়া হোক সুস্থ্যাবস্থায় এবং আবহাওয়া স্বাভাবিক থাকে এমন সময় দিতে হবে।
371 একটি গর্ববতী গাভীর খাওয়ার রুচি নাই। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
372 আমার গরুর লাম্পি রোগ হয়েছে। এই রোগ সুস্থ করার জন্য কার্যকর চিকিৎসা কি? স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
373 Sokale na rate dite hobe.kon panir sathe mesate hobe আংশিক প্রশ্ন হলে উত্তর দেয়া যায় না। সম্পূর্ণ লিখুন।
374 ওকে ধন্যবাদ Welcome
375 একটি পাঠা ছাগলের বয়স সারে পাঁচ মাস,২৩ ইঞ্চি উচ্চতা,, ওকে আরো বড় করতে কি কি নিয়ম, কি ঔষধ বা কি কি দানাদার খাদ্য খাওয়াতে হবে প্লিজ বললে উপকৃত হতাম,, খাদ্য মিশ্রনটাও বলবেন ধন্যবাদ কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাঁচা ঘাস ও দানাদার খাবারে ভিটামিন ডিবি খাওয়াবেন। www.dld.gov.bd ওয়েবসাইডের সেবাবক্সে প্রকাশনা অংশে দেখবেন।
376 Thanks Livestock and Polultry Treatment Welcome
377 একটি পাঠা ছাগলের বয়স সারে পাঁচ মাস,২৩ ইঞ্চি উচ্চতা,, ওকে আরো বড় কর *text missing* উপকৃত হতাম,, খাদ্য মিশ্রনটাও বলবেন ধন্যবাদ কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাঁচা ঘাস ও দানাদার খাবারে ভিটামিন ডিবি খাওয়াবেন। www.dld.gov.bd ওয়েবসাইডের সেবাবক্সে প্রকাশনা অংশে দেখবেন।
378 ছাগলটাকে তো বিট করানো হইছে ২৫ দিন হলো তাহলে কৃমির ঔষধ কেমনে খাওয়াবো??? নাকি এটা পাঠা ছাগলের জন্য সাজেস্ট করলেন? ভাল কোম্পানীর ‍ওষুধ দিলে অসুবিধা হবে না।
379 আমার হাঁসের বয়স এক বৎসর ডিম যখন দেয় নিয়মিত দেয়না অনিয়মত দেয় এক দিন পর পর করণীয় কী? সুষম খাদ্য দিবেন, সাথে vit-E যেমন E-sel বা E-vit ভথবা মানুয়ের ওষুধ E-cap খাওয়াবেন।
380 8861 একটা আর,ডি,ভি,ভ্যাকসিন কইটা কবুতরকে দেয়া যাবে? ভ্যাকসিন কি ভাবে তৈরি করতে হবে? ভ্যাকসিন দেয়ার ভাল সময় কোনটা ,,,,,,? RDV ১০০ মিলি পানিতে মিশিয়ে রানের মাংসে ১ মিলি করে ইনজেকশন দিতে হবে। ১০০ টি কবুতরকে দেয়া যাবে।
381 ছাগলের পাতলা পায়খানা হলে কি দেয়া যাবে? ছাগল মাঝেমধ্যে পানি খায় কিন্তু ঘাস একদম খাচ্ছে না। Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন
382 একটা আর,ডি,ভি,ভ্যাকসিন কইটা কবুতরকে দেয়া যাবে? ভ্যাকসিন কি ভাবে তৈ *text missing* RDV ১০০ মিলি পানিতে মিশিয়ে রানের মাংসে ১ মিলি করে ইনজেকশন দিতে হবে। ১০০ টি কবুতরকে দেয়া যাবে।
383 বকরি ছাগলের চেহারা খুবই দূর্বল হইছে,পাঠা দেখানোর ২৫ দিন হইছে,,এখন মোটাতাজা করানোর জন্য কি ঔষধ খাওয়াতে পারি? প্লিজ ভালো একটা ঔষধ সাজেস্ট করুন। কাচা ঘাস খাওয়ানোর পরেও ভালো রেজাল্ট আসে নাই প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
384 ষাঁড় গরুকে কৃমির ঔষধ ট্যাবলেট খাওয়ানোর পরেও কি কৃমিনাশক ইনজেকসন দিতে হবে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, কলিজা কৃমির জন্য nitroxil/ Nitronex ইনজেকশন দিতে পারলে ভালো হয়।
385 Gorur chormorog hole koronio Ivermectin ইনজেকশন ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য দিতে হবে।
386 পোল্ট্রি মুরগী ঠান্ডা সমস্যা এবং হালকা জর Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে।
387 বিদেশি জাতের বিড়ালছানা আপনাদের এখানে কি বিনামূল্যে পাওয়া যাবে? বিদেশি জাতের বিড়ালছানা সরকারিভাবে পাওয়া যাবে না।
388 স্যার আমার একটি গরুর পিঠের ওপরের চামড়ার লোম উঠে যাচ্ছে। মাঝে মাঝে লোম বের হয় ছোট থাকতে আবার পড়ে যায়। ঐ জায়গায় গরু মুখ দিয়ে চাটে মাঝে মাঝে। গরুর ওজন ১২০কেজি poshom ute gele Ivermectin injection 1ml/50 kg weight hisabe prothom din abong 14 tom din chamrar nichey injection. Zinc-b syrar khaoaben.
389 আমার একটি ছাগল ৪ মাসের গর্ভোবতি কিনতু সবসমাই খালি দাত কিট কিট করছে আর সুকিয়ে য়াচছে আর এখন তো হাটতে পারেনা কি করবো কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন।
390 Ԁ̧ȁহাসের বাচ্চার বয়স 15 দিন হলে কোন কোয়ালিটির ফিড খাওয়াবো। এখন কাজী ফি রেডি ফিড ভাল মানের কোম্পানী হলে যে কোনটা খাওয়ানো যাবে। তবে বয়স অনুসারে ষ্টার্টার, গ্রোয়ার বা লেয়ার/ব্রিডার ফিড খওয়াতে হবে।
391 *text missing* কিছু খাচ্ছে না,এবং চোখ সাদা ,এবং পাতলা পায়খানা,ঘাঁড় বাঁকা হয়ে মারা *text missing* সুষম খাবার সাথে ভিটামিন বি১ ও বি২ ও পানিতে ভিটামিন এডিই ভিটামিন দিবেন।
392 Treatment of extension diarrhoea in ppr ডায়ারিয়া হলে Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন । PPR রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই, টিকা দিতে হয়।
393 90_95% ডিম এর জন্য হাসকে কি ধরনের খাবার বা ঔ খাওয়াতে হবে? গম/ভুট্টা ৫৩কে. কুড়া ১৭কে. সয়াবিন ২৩কে. প্রোটিন কন. ২কে. ঝিনুক ৩.৫কে. ডিসিপি ০.৭৫কে. ভিটামিন প্রিমিক্স ০.২৫কে. লাইসিন ০.১কে. মেথিওনিন ০.১কে. লবন ০.৩কে.
394 টিটেনাস রোগ হলেকি করণী।জানালেউপকৃত হইতাম। হিউম্যান টিটেনাস ইমিউন গ্লোবুলিন (টিআইজি) নামক ঔষধ দিয়ে তাৎক্ষণিক চিকিৎসা করা। ক্ষতস্থান পরিষ্কার করা, পেনিসিলিন ইনজেকশন দিবেন।
395 দেশী প্রজাতির ৬ মাস বয়সী বাছুরের গোবরের সাথে সাদা চেপ্টা লম্বা কৃমি বের হচ্ছে, কি করনীয় বা কি মেডিসিন খাওয়ালে বাছুর কৃমি মুক্ত হবে? কলিজা কৃমির জন্য nitroxil/ Nitronex ইনজেকশন দিতে হয়, না হলে ফ্যাসিনেক্স ট্যাবলেট 1 Tab/60 kg wt খাওয়ালে হবে।
396 ১ মাসের গরুর বাচ্চুরে পেট ব্যাথা আর বমি হয়,, এর কারণ কি এবং কি করবো? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি ও মাঝে মাঝে জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
397 AMAR AKTA CHAGOL 2MATCH HOICE BRANTO AMI AKHON KI KI KHABAR KHAOATE PARI প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি ও মাঝে মাঝে জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
398 Macr fulka pca rog মৎস্য বিভাগে যোগায়োগ করুন।
399 What kind of medicine can be taken if sore? Injection vermic ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য ১ বার দিবেন। Povisep দিয়ে দিনে ৩ বার ধুয়ে দিবেন, dress gel মলম লাগাবেন।
400 ছাগল গাব আছে পাতলা পায়খানা কি খাওয়া যাবে Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।