SL# প্রশ্ন উত্তর
201 Micronid vet গর্ভবতী গাভিকে খাওয়ানো যাবে কি প্রয়োজন না হলে খাওয়াবেন না এবং অসুস্থ্যতার লক্ষণ অনুযায়ী প্রয়োজন হলে রেজিষ্টার্ড ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিবেন।
202 ৫ মাসের ১টা বাছুর জাবর তুলে তুলে ফেলে দিচ্ছে৷ কি ব্যবস্থা নিতে হবে নাইট্রেট পয়জনিং এর পূর্বের অবস্থা। কচি ঘাস বা বেশী ইউরিয়াযুক্ত ঘাস একবারে বেশী পরিমানে দিবেন না। একটু শুকিয়ে খাওয়াবেন বা খড় মিশিয়ে খাওয়াবেন।
203 গরুর খামারের জন্য লোন নেবার সিস্টেম কি??? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
204 ছাগলকে কৃমি মুক্ত করার জন্য কোন ঔষধ খাওয়াব? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি খাওয়াবেন।
205 chittagong a ki kono cours koran shorkari babe free Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
206 Goru patla pikana pagnency Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
207 Goru patla paikhna Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
208 Goru patla paikhna Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
209 Amar khamarer 2ta has hothat madite latiye porce payer upor vor diye daraite parena.Akhon ki ousud khawabo,, r ki karone a dhoroner somossa hoy ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
210 গরু কয় মাসে বাচ্চা ডেলিভারি হয়? ২৭৮±১০ দিনে গরু বাচ্চা ডেলিভারি হয়
211 উন্নত জাতের মুরগী কিভাবে পালন করবো প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটের সেবাবক্সে প্রকাশনা অংশে দেখুন।
212 আমার বোকরি হাগেনা মোতেনা খাইনা টোকাই এর সোমেসসা কি সারে চার মাস গ *text missing* আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
213 প্রেগন্যান্ট ৪মাস ছাগলের পাতলা পায়খানা,কি ট্রিটমেন্ট স্যার? Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ১ টি/৩৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন ৩-৫ দিন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
214 আমার সাদা পোষা মুরগিটিকে গোসল করানোর জন্য সাবান আর হালকা গরম পানি ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার মুরগির কী কোনো সমস্যা হবে ? মুরগিকে গোসল করানোর প্রয়োজন নেই।
215 Gorur bassa hoar por sue porece r uthcena.goru susto ace but utcena,calcium,ad sob kora hoice dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন ‍এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন।
216 স্যার, খামারে ফ্লোরের মাটি খনন করে খেয়ে ফেলতেছে মূরগী!তাতে মূরগীর কোনো শারীরিক সমস্যা হবে কিনা?লিটার তো দেওয়া আছে। খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন।
217 রেনামাইসিন মুরগীর কি রোগের ঔষধ পাতলা পায়খানা সহ কিছু রোগের জন্য কাজ করে।
218 গাভীর বাচ্চা দেওয়া ৭ মাস হচ্ছে ৩ বার বীজ দেওয়া হয়েছে কিন্তু প্রেগন্যান্ট হচ্ছে না কেন? শরীর দুর্বল অবস্থায় কৃমির ট্যবলেট খাওয়ানো যাবে কি?বেশি সময় মিউকাস পড়চ্ছে ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
219 স্যার, ২০ বা ৪০ দিন বয়সের সোনালী মূরগী যদি ফ্লোরের মাটি টোবরায় খেয়ে ফেলে তাতে মূরগীর কোনো শারীরিক সমস্যা হবে কিনা একটু জানাবেন! খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন।
220 স্যার, বেরিয়াম ক্লোরাইড দিয়ে প্রেগন্যান্সি টেস্টে কি সঠিক ফলাফল আসে??? সঠিকভাবে পরীক্ষা করতে পারলে ফলাফল সঠিক আসবে।
221 মুরগী কম ডিম দেয় কিসের জন্য সুষম খাদ্য দিবেন, সাথে vit-E যেমন E-sel বা E-vit খাওয়াবেন।
222 আমাদের এলাকায় একটা অসুস্থ শকুন পাওয়া গেছে। তার চিকিৎসার জন্য উপ *text missing* *text missing* আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
223 ছাগলের বাচ্চা কত দিনে ঘাস খাওয়া শিখে ছাগলের বাচ্চা ২ সপ্তাহ বয়সে ঘাস খাওয়া শিখে।
224 ছাগলের একটি জায়গার লোম পড়তেছে এবং লোম পড়ে জায়গাটা সাদা হয়ে গেছে এখন কী করব poshom ute gele Ivermectin injection 1ml/50 kg weight hisabe prothom din abong 14 tom din chamrar nichey injection. Zinc-b syrar khaoaben.
225 ঠাকুরগাওঁ ডেইরি লিমিটেড কৃত্রিম প্রজনন কর্মী এটা কি সরকারী অনুমোদন পাইছে। আমার জানামতে কৃত্রিম প্রজনন কর্মী ব্যবহারের অনুমোদন নেই।
226 Jodi khaki camble has valo maner toiri kora jay tahole sei has theke koy saptahe dim pawa jabe? হাঁসের বয়স ২০ - ২২ সপ্তাহ হলে ডিম দেয়া শুরু করে।
227 Post-vfa, rool-0113045, ar asthkit file kbe passed hbe, sair. VFA রেজাল্ট অনেক আগে হয়েছে। এখন আর বিষয়ে কোন প্রশ্ন না করলে ভাল হয়। পশু-পাখি সম্পর্কিত প্রশ্ন করুন।
228 আমি খামারে কয়েকজাত মিশ্রিত করে মুরগী পালন করছি। শীতকালে কি কি ঔষধ খাওয়ালে সেগুলো ভালো থাকবে। আমি সেগুলোর ডিমপাড়ানোর জন্য লালন পালন করতেছি! খামার পরিস্কার ও জীবানুমুক্ত রাখবেন, হঠাৎ গরম বা ঠান্ডা না লাগে ব্যবস্থা নিবেন, মাঝে মাঝে পানিতে ডব্লিউ এস ভিটামিন দিবেন। অপ্রয়োজনে কোন ঔষধ খাওয়াবেন না।
229 আমাদের গরুটা খুব অসুস্ত কিছু খাইতেছে না গরু টা প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
230 ঝিমানো মুরগীর বাচ্চা কি ঔষধ Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
231 গরুর খুরা রোগ চিকিৎসা FMD Cure/ Povisep dia pa o muk o pa dua diben 5-7 din + SP vet injection diben
232 পাখনা ঝুলে পড়া ও ঝিমানো মুরগি কি ঔষধ Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
233 ছার আমার একটা ছাগলে মুখে টিউমার হয়েছে কি করতে হবে ছোট একটা অপারেশন করতে হবে। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
234 গরুর খুরা রোগের চিকিৎসা কি?(আকান্ত হয়নি ভাল গরুর জন্য) সরকারি টিকা হলে ট্রাইভ্যালেন্ট, আর বেসরকারি টিকা হলে টেট্রাভ্যালেন্ট টিকা যেমন আপটোভ্যাক্স দিবেন।
235 আমাদের এলাকায় একটা অসুস্থ শকুন পাওয়া গেছে। তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে অনুরোধ করা হচ্ছে। ঠিকানা = ভুরু *text missing* আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
236 মুরগীর বাচ্চা পাখনা ঝুলে পড়া ও ঝীমানোর কি ঔষধ Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
237 আমার একটা গরু, অন্য একটা গরুর প্রস্রাব খায়। এর কোন কি চিকিৎসা আছে DCP plus, Lobon o Bit lobon danader khabarer sathe khaoaben por por 5 din
238 চুন চুন পায়খানা হলে মুরগীর কি ঔষধ চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
239 চাকুরীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য NOC চেয়ে আবেদন করা হয়েছে মহাপরিচালক বরাবর। NOC দেয়া হয়েছে কিনা আপডেট কিভাবে পাব? প্রশাসন শাখায় যোগাযোগ করবেন।
240 ডাক কলেরা রোগের লক্ষন সমূহ কি কি? ডাক কলেরা আক্রান্ত হাঁস বারবার পাতলা মল ত্যাগ করতে পারে ফিকে সবুজ বা হলুদ রংয়ের।
241 শীত কালে হাঁসের বৃদ্ধি কি কমে যায় নাকি একই থাকে? শীত বা গরম বেশী হলে উভয়ই খারাপ। তবে শীতে খুব অসুবিধা হয় না। মাঝে মাঝে ভিটামিন এডিই ও ডব্লিউ এস ভিটামিন পানিতে মিশিয়ে খাওয়াবেন।
242 আসসালামুয়ালাইকুম আমার একটা গরু আছে লোম গুলো খাড়া হয়ে থাকে কেনো ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিলে ভাল হয়। জ্বর হলে Fevasole injection ১মিলি/ ১০ কেজি ওজনের জন্য হিসাবে ইনজেকশন দিতে হবে, জ্বর কমলে অসুধ বন্ধ।
243 হাসের বয়স ৮ সপ্তাহ পার হলে। মাথা পিছু কত গ্রাম করে খাদ্য দিতে হবে ও *text missing* মাথা পিছু ৪৫-৫০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
244 রাম ছাগলকে লম্বা জন্ন কি দরকার সুষম খাদ্য দিবেন অর্থাৎ পর্যাপ্ত কাচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি দিবেন।
245 ২০দিন বয়সের সোনালী বাচ্চা একটা আরেকটাকে টোবরাই কেন? যদি কোনো ঔষধ বা উপায় থাকলে জানাবেন স্যার! খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
246 গরুর ওজন ৬০-৭০ কেজি। জ্বর ও কাশি হয়েছে এখন কী করণীয় Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo + Histavet injection 1ml/10 kg 5 days diben
247 খাকি ক্যাম্বেল জাতের হাঁস কতদিনের মধ্যে ডিম দেয়? হাঁসের বয়স ২২ সপ্তাহ হলে ডিম দেয়া শুরু করে।
248 প্রাণিসম্পদ দপ্তর থেকে Shuborno জাতের মুরগির বাচ্চা কিভাবে ক্রয় করতে পারি ? এই মুহুর্তে প্রাণিসম্পদ দপ্তর থেকে Shuborno জাতের মুরগির বাচ্চা পাওয়া যাবে না। কারণ এখনও কমার্শিয়ালভাবে এটা দেয়া হয়নি।
249 ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হয়েছে,, বয়স 1 বছর Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
250 আসসালামুয়ালাইকুম। আমার দুইটা বড় মুরগির ঠান্ডা লেগেছে নাক দিয়ে পানি বের হচ্ছে। এবং গলার ভিতর গড় গড় শব্দ হচ্ছে । এখন করনীয় কি? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
251 মুরগীর বাচ্চার পায়খানায় পানি+চুন+সবুজ থাকে।বাচ্চাগুলোর নাক দিয়ে পানি পড়ে, হাচ্চি দেয়, কিছু খায়না।পাখা ঝুলে লোম ফুলিয়ে রাখে।মেডিসিন কি দিতে পারি? ভ্যাকসিন করা। Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
252 গরু বয়স ২.৫বছর গরুর চোখ দিয়ে পানি ও কেতুর অতিরিক্ত পড়ছে। এর প্রতিকা *text missing* ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন এবং eyedrop-civodex vet ১ ফোটা দিনে ২ বার দিবেন।
253 কম্পাউন্ডার পদ থেকে কি ভি.এফ.এ অথবা এফ. এ/ এ আই পদে পরিবর্তন হওয়া যায়?? পদ পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু সহজে করতে চায়না।
254 লাম্পি নয় স্যার ঘাড় থেকে পা পর্যন্ত লম্বা চর্মে রোগ আর গরম Injection vermic ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য ১ বার দিবেন। Povisep দিয়ে দিনে ৩ বার ধুয়ে দিবেন, dress gel মলম লাগাবেন।
255 Vai amar goror jor hoica Gorur Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo
256 Sagoler golafula Gentamycin inj. or Oxytetracycline inj & Histavet inj.1ml per 10 kg body wt.
257 গাভীর গায়ে চর্ম রোগ হয়েছে ব্যাথা করছে কি করি সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
258 উন্নত জাতের বীজ কোন টি কিসের উন্নত জাতের বীজ বোঝা গেল না।
259 ফ্যাটেনিং ষাঁড় গরু কে বিলের কস্তরি (মোটা কচুরি পানা) খাওয়ানো যাবে কি না? খাওয়ালে কি গরু শুকে যায়? শুধু কচুরিপানা খাওয়ালে পেটফাপা হতে পারে। এর সাথে অন্য শুকনা খড় বা হে জাতীয় রাফেজ খাবার মিশিয়ৈ খাওয়ালে ভাল হয়। তারপরও এটা কোনো সুষম খাবার হবে না।
260 বড় গাভীর চুট থেকে সামনে বাম পায়ের শিনা পর্যন্ত ফুলে গেছে আর ব্যাথাই *text missing* গরুর পা ফুলে গেলে Arthrivet injection 1 ml/25 kg তিন দিন। তবে ভেটেরিনারি সার্জনের সাখে পরামর্শ নিলে ভাল হবে।
261 Oti matrai thanda laga Boro tarki murog ke Trijon vet enjection deoa jabe ?? Gele ki poriman koto din dite Hobe? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। ঘর যাতে একবার গরম একবার ঠান্ডা না হয় এবং সবসময় তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন।
262 একদিন ধরে, মুরগ কিছু খাচ্ছে না, দাঁড়িয়ে থাকছে, বা বসে ঝিমাচ্ছে, এই অবস্থা কি করণীয়? মুরগের বয়স প্রায় তিন মাস। Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
263 যুব উন্নয়ন থেকে ট্রেনিং করতে চাই, গবাদি পশু পালন ও চিকিৎসায়। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
264 ছাগলের বাচ্চা পড়ে গেছে তার পর থেকে এক দম কংকাল এর মত হয়ে গেছে। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
265 ডাঙ্গা জমি কিন্তূ বষাঁ কালে অতি বৃষ্টি হলে কিছু সময় পানি লেগে থাকে *text missing* কৃষি বিভাগে যোগাযোগ করুন।
266 দুর্ঘটনার কারণে আমার বিড়ালের পা ভেঙে গেছে। মাটির সাথে ঘর্ষণের ফলে ভাঙা অংশে বারবার ঘা হয়। এখন আমার কি করণিয়? কক্সবাজার পশু হাসপাতালের ঠিকানাটি প্রয়োজন? কক্সবাজার জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার 01819073661 এর সাথে যোগাযোগ করুন।
267 ছাগল খাইনা।শুকিয়ে যাচ্ছে কেন? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
268 বীজ আটকাচ্ছেনা কি করা যাই। ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
269 স্যার গাভীকে বীজ দিয়েছি একমাস 16 দিন হয়েছে।বুঝবো কি করে যে বীজ কাজেলেগেছে গর্ভধারণ না করলে ২১ দিস পর আবার হিটে আসবে। রেকটাল পালপেশন করে অথবা বেরিয়াম ক্লোরাইড দিয়ে পেশাব পরীক্ষার মাধ্যমে গর্ভ পরীক্ষা করা যায়।
270 মুরগি জিমাই কেন? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
271 6720 ছাগলের প্রেসাপ পায়খানা ঠেকে গেছে পেট ফুলে গেছে দুইদিন হল।করনীয় কি? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। এটা দেখে চিকিৎসা করতে হবে।
272 এখন আঠালি আছে যার কারনে সাস্থ ভালো হচ্ছে না।।,এটা দিলে কি গর্ভপাত হওয়ার ঝুকি আছে?? কত %?? গর্ভপাত হওয়ার ঝুকি আছে মর্মে কোন কোম্পানি বলেনি। nigutox বা neocidol পানিতে মিশিয়ে চোখ নাক মুখ বাদ দিয়ে পুরো শরীরে দিয়ে ১ঘণ্টা পর পরিস্কার পানি দিয়ে ধুয়ে দিবেন
273 E cap কী পরিমান খাওয়াতে হবে এক জোড়া কবুতরকে দানাদার খাবারের সাথে ই-সেল ১ মিলি সিরাপ ২ লিটার পানিতে মিশিয়ে ৫-১০ দিন খাওয়াবেন। E-cap খাওয়ালেও এভাবে পানিতে মিশিয়ে খাওয়ানো ভাল।
274 গরুকে ADE ইনজেকশন ৫ মিলি পরিমান দিলেই হবে।মোট কত মিলি কত দিনে গরুকে ADE ইনজেকশন ৫ মিলি পরিমান একবারে দিবেন। এরপর প্রয়োজন হলে দিবেন। প্রয়োজনে দানাদার খাদ্যের সাথে এডিই সিরাপ মিশিয়ে খাওয়ালে ভাল হবে।
275 Okay thanks Welcome
276 ষাঁড় গরুর লাইভ ওজন ২৩৯ কেজি।এখন ঐ গরু কে ADE ইনজেকশন কী পরিমান দিতে *text missing* গরুকে ADE ইনজেকশন ৫ মিলি পরিমান দিলেই হবে।
277 Ivermectin ইনজেকশন কি দুই মাসের গাভিন ছাগলকে দেওয়া যাবে? ছাগলের স্বাস্থ্য স্বাভাবিক থাকলে দেয়া য়াবে, তবে সেরকম প্রয়োজন না থাকলে এসময় এই ইনজেকশন না দেয়াই ভাল।
278 কবুতর বাসা বেধে বসে থাকে অনেক দিন ডিম দেয় না কারণ এবং করণীয় জানাবেন vit-E jemon E-sel ba E-vit othoba manuser osodh E-cap khaoaben.
279 আমার ছাগলোর বাট এ দুটি টিউমার আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। ছোটি অপারেশন করা লাগতে পারে।
280 ছাগলের গোটফক্স বা বসন্ত রোগ হয়েছে? স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন।
281 ছাগলের সারা শরীরে অ্যালার্জির মতো গুটি উঠেছে কি করনীয়? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। এটা দেখে চিকিৎসা করতে হবে।
282 মোটাতাজা করতে গরুকে ইউ এম এস বানানোর নিয়ম ও খাওয়ানো নিয়ম জানালে উপক *text missing* ১০ কেজি খড়, ২ কেজি চিটাগুড় ও ৩০০ গ্রাম ইউরিয়া মিশ্রণ করে ইউএমএস বানিয়ে সাথে সাথেই খাওয়ানো যায় এবং একবার বানিয়ে ৩ দিন রাখা যাবে।
283 সাহীওয়াল বীজ করস গরু কে দেওয়া যাবে কি শাহীওয়াল ক্রস জাতের গরুকে দেয় উচিৎ। বিভিন্ন জাতের মিশ্রণ হলে এটা খারাপ হবে।
284 Amar cawer ruchi nai প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
285 আছছালামুআলাইকুম,,আছেন আমার ৭০ পিছ মুরগি আছে, নাম ক্লাসিক সোনালি বয়স *text missing* 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
286 BRAC _BBM 17.07.2023 HF CROSS 160 FAIZAH(এটি কি ভালো বীজ এটা হলষ্টিন ফ্রিজিয়ান ক্রস জাতের সিমেন, কিন্তু কত পার্সেন্ট বোঝা যাচ্ছে না। গাভী ছোট হলে ৫০% ক্রস জাতের সিমেন নিবেন, আর গাভী বড় হলে ৭৫% বা ১০০% ও নিতে পারেন।
287 ষাঁড় গরুর কি মেহ রোগ হয়? ষাঁড় গরুর মেহ রোগ বা এমনিতেই বীর্য পাত হয় বা বীর্য মিশ্রিত পেশাব হতে পারে।
288 এহন আমার আপনাগোলগে জোগাজোগ করা দরকার। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
289 ছাগলের বাচ্চা ঘাস খায় কিন্তু ওদের পেট একটু বড় বড় লাগে মানে ফোলা নয় তিনমাস পরপর কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
290 আমার একটা শুধু খাসি আছে উন্নতি জাতের, উচ্চতা ৩০ ইঞ্চি ৮ মাস+ বয়স, এখন কৃমির জন্য কোন কোন পদক্ষেপ গুলো নিব এবং কোন ভিটামিন গুলো অ্যাড করব ??? তিনমাস পরপর কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
291 হাসেকে শুধু শামুক খাবার দিলে কি হাস পূষ্টি জনিত কোন সমস্যা দেখা দিবে? শুধু শামুক দিলে খাবার সুষম হয়না। প্রোটিন সোর্স হিসাবে খাওয়ানো যাবে। এরসাথে দানাদার খাবার, ভিটামিন, লবন ইত্যাদি মিশিয়ে খাওয়াতে হবে।
292 মুরগী ঝিম ধরে থাকে এবং মারা যাচ্ছে কি করবো Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে।
293 দেশী হাঁসের বয়স কত দিন হলে ডিম দিবে? দেশী হাঁসের বয়স ২২ সপ্তাহ হলে ডিম দেয়া শুরু করে।
294 *text missing* *text missing* *text missing* কিছু এক্সাম্পল বা রেশন ডাটা আমাকে দিয়েন। ভুট্টা ৪৬.৫ কুড়া ১৪.৫ সয়াবিন মিল ১৪.৯ গমের ভুষি ৭.৫ প্রেটিন কন. ৭.৬ লাইমস্টোন ৭ ডিসিপি ১.৫ ভিটামিন ০.২৫ লাইসিন ০.১ মেথিওনিন ০.১ লবন ০.৫কেজি হিসাবে
295 আমি কুরবানির প্রজেক্টের জন্যে কিছু গরু ফ্যাটেনিং করতে চাই। আমার রেশন ফর্মুলেশন মেথড টা জানা দরকার। আমাকে কিছু ডেমো দেয়া যাবে যে কতো বডি ওয়েটে কতটুকু খাবার এবং কোন মেথডে এই রেশন তৈরী করা হয়েছে? দয়া করে *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
296 আমি কুরবানির প্রজেক্টের জন্যে কিছু গরু ফ্যাটেনিং করতে চাই। আমার রেশন ফর্মুলেশন মেথড টা জানা দরকার। আমাকে কিছু ডেমো দেয়া যাবে যে কতো বডি ওয়েটে কতটুকু খাবার এবং কোন মেথডে এই রেশন তৈরী করা হয়েছে? দয়া করে *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
297 murgir baccar boyos 22 din ki vaccine dibo and kivabe proyog korbo. Murgike 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
298 মুরগীর বাচ্চার বয়স ২২ দিন কি ভ্যাকসিন দিব এবং কিভাবে প্রয়োগ করবো। 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
299 ছাগলের নাক দিয়ে শ্লেষা পড়ে মরা- মরা অবস্থা গাছ কম খায়? Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
300 আমার ছাগলের জিহ্বায় ঘা বকরি ছাগল প্রশ্ন ক্লিয়ার না।