SL# প্রশ্ন উত্তর
501 স্যার, মানুষে ঔষধ E-Cap মুরগিকে খাওয়ানোর নিয়ম কি? খাবারের সাথে অথবা পানির সাথে মিশিয়ে ১০ টি মুরগির জন্য ১ টি করে খাওয়াবেন।
502 মুরগির ঠান্ডা লেগে মারা যাচ্ছে। এখন কি করতে পারি? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
503 গরুর পাতলা পায়খানা কি ঔষধ দিতে হবে Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
504 কৃমির ওষুধ Endex/Renadex ছাগলকে খাওয়ানো যাবে কি?ছাগল তো ৭৫ কেজি হয়না কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন। অর্থাৎ ১৫ কেজি ওজন হলে ৫ভাগের ১ ভাগ ট্যাবলেট খাওয়াবেন।
505 স্যার, মুরগি কয়েকটা ডিম দেওয়ার পর এখন আর ডিম দিচ্ছেনা কেন? vit-E jemon E-sel ba E-vit othoba manuser osodh E-cap khaoaben.
506 আমার একটা ছাগলের বাচ্চার বয়স ৩ মাস বাচ্চাটা হঠাঁৎ করে আর হাঁটতে পারতেছে না দাঁড়াতেও পারতেছে না কোনো ব্যাথাও পায়নি জ্বরও আসেনি এখন করনিও কি....? খাবারের সাথে ডিসিপি পাউডার এবং পানিতে ভিটামিন এডিই সিরাপ মিশিয়ে খাওয়াবেন।
507 ১৪দিন বয়সের মূরগীর বাচ্চার চোখে সমস্যা হইছে আর বাচ্চা টি পা দিয়ে চুলকায় এবং চেচামেচি করে! কি করতে পারি বলুন স্যার? চোখ পটাশ পানি অথবা পভিসেপ দিয়ে ধুয়ে দিবেন। পানিতে ভিটামিন এডিই সিরাপ মিশিয়ে খাওয়াবেন।
508 গাভীকে বীজ দিয়ে ৩ মাস হলো তাকে কি কৃমিনাশক করা যাবে স্যার? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন।
509 আমার হাতে ফোঁড়া হয়েছে স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করবেন।
510 পাঠা ছাগলের হিট কমানোর জন্য কি কোন ইনজেকশন আছে.....?যদি থেকে থাকে তা হলে এর নাম কি.....?আর এটি কি ভাবে ব্যাবহার করতে হয়....? শর্করা ও দানাদার খাদ্য বেশী দিবেন না।
511 আমার পোষা মুরগিটিকে যদি আমি কয়েকদিন পর পর নিয়মিত গোসল করাই, সেক্ষেত্রে আমার মুরগির কি কোনো সমস্যা হবে? ঠান্ডা লাগতে পারে।
512 আমার মুরগিটির খাবার হজম হচ্ছে না, এখন আমি কি করবো? ঔষধ ছাড়া ঘরোয়া কোনো উপায় আছে কি? খাবারের সাথে জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন
513 স্যার ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট দিবো নাকি ইনজেকশন দিবো কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন।
514 উপজেলায় পর্যায়ে ৩য়,৪র্থ শ্রেনীর নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাত হতে পারে? এ ধরণের কেন সিদ্ধান্ত এখনও হয়নি।
515 ছাগলের কাশি হলে কোন ঔষধ খাওয়াবো......? Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
516 ছাগলের পট ফাপা হলে কী খাওয়াব পেটফুলার জন্য হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন।
517 ওজন বৃদ্ধি করতে মূরগীকে সাধারণত কোন ভিটামিন প্রয়োগ করতে পারি? সুষম খাদ্য দিবেন। মাঝে মাঝে ডব্লিউ এস ভিটামিন দিবেন।
518 গরুর জায়গায় জায়গায় গোটা উঠে ফেটে গেছে স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
519 Thankyou ami ai khan thaka onak opokar paici vai অনেক ধননোবাদ ভাই **** ধন্যবাদ।
520 ১০দিনের সোনালী বাচ্চা ঝিমাচ্ছে ও ঠান্ডা জনিত কারণে কোন ঔষধ সেবন করতে পারবো স্যার? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
521 মুরগি শুধু ঝিমায় Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
522 বুস্টার ডোজ কি ২১ দিনের পরে ১৫ দিন পর। বুস্টার ডোজ ১৫ দিন পর দিতে হয়।
523 হাঁসের বাচ্চার কয়দিন বয়স হতে ভেকসিন দেওয়া শূরু করা লাগে আর কতদিন পর পর দেওয়া লাগে । ২১ দিন বয়সে ডাক প্লেগ ও ২ মাস বয়সে ডাক কলেরা টিকা ও ১৫ দিন পর বুস্টার ডোজ এবং এরপর প্রতি ৬ মাসে একবার করে টিকা দিতে হবে।
524 আমার একটি গাভিন ছাগল আছে সারে ৪ মাস এখন হটাত করে ডাকাডাকি করতেছে এট *text missing* এফএ (এআই) বা এ আই টেকনিশিয়ান দ্বারা চেক করে পরে ব্যবস্থা নিবেন।
525 ছাগলের পিপিয়া ভাকসিনের নিয়ম জানাবেন ৪ মাস বয়সের ছাগলে পিপিআর টিকা দিতে হয়। টিকা ডাইলুয়েন্ট এর সাথে মিশিয়ে প্রতি ছাগলকে ১ মিলি করে চামড়ার নীচে ইনজেকশন দিবেন।
526 Gorur nak diye pani pore Histavet injection 1ml/10 kg 5 days diben
527 মাইক্রোনিড পাউডার মিশ্রিত পানি কতক্ষণ ভালো থাকে? আর মাইক্রোনিড পাউডার এর প্যাকেট খোলার পর কিভাবে সংরক্ষণ করা যায়? মাইক্রোনিড মিশ্রিত পানি স্বাভাবিক তাপমাত্রায় ৬ ঘন্টা পর রাখা ঠিক হবে না। প্যাকেট খোলার পর ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন, প্রয়োজনে নরমাল ফ্রিজে রাখবেন।
528 আমি একটি গাভিকে কৃমিনাশক লিভানিড ট্যাবলেট খাওয়াইছি এখন গরুটি ২ দিন থেকে পাতলা পায়খানা করতেছে । আমার করনি কি?????? Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন । ভাল হলে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি দিবেন।
529 পরিচালক,কৃত্রিম প্রজনন দপ্তরের আফরোজা আপার ফোন নম্বর দেয়া যাবে? নমস্কার । কর্মকর্তার সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট এর আমাদের সম্পর্কে মেনু থেকে।
530 আমাদের পাড়ায় প্রায় ১৫০ টা ছাগল ছিল। PPR এ আক্রান্ত হয়ে ৬০ টার মতো ছাগল মারা গেছে। এখন বাকী ৯০ টার মতো ছাগলে সুরক্ষা কীভাবে নিশ্চত করবো? Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই, সুস্থ্য ছাগলকে টিকা দিতে হয়।
531 ছাগল কে স্বাস্থ্যবান করবো কি করে স্যার প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
532 স্যার দামড়া 6 মাস বয়স বড় ও সাস্থ্যবান করার কি উপায়? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
533 Goru kisu khai na ki korbo প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
534 7mas boyos er bachur er ghar beke geche ki korbo?? dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন ‍এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন।
535 ছাগল কে সাস্থ লাগাতে কি করবো স্যার.আর গরম হবে কি করলে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
536 Gorur 4 din dore panir moto paikhana kore akhon ki korbo Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ১ টি/৩৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন ৩-৫ দিন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
537 কি খাইলে গরুর হিট আসবে। কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
538 সুস্থ দেশি মুরগীকে কি নিয়মিত মাইক্রোনিড পাউডার পানির সাথে মিশিয়ে খাওয়ানো যাবে? নাকি শুধু অসুস্থ মুরগির জন্য এটা প্রযোজ্য? শুধু অসুস্থ মুরগির জন্য এটা প্রযোজ্য
539 Amer goror jor hoica Gorur Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo
540 আমার একটি খাসির বাচচা আছে চার মাস+ কাশি হয়েছে কি ঔষধ খাওয়াব Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
541 সোনালী সুপার হাইব্রিড বাচ্চা বোডিং করার সময় কোন কোন ঔষধ সেবন করতে পারি স্যার? ডব্লিউ এস ভিটামিন দিবেন ৩-৫ দিন। প্রয়োজন না হলে ওষুধ খাওয়ানো ঠিক না।
542 পরিচালক,কৃত্রিম প্রজনন দপ্তরের পরীক্ষিত দাদার বদলি জনিত কারণে উনার পদে নতুন যিনি যোগদান করেছেন উনার নাম ও ফোন নম্বর বিশেষ প্রয়োজন । ধন্যবাদ। তিনি পিআরএলে বা অবসরে গিয়েছেন। তার পরিবর্তে কেউ আসেনি। সম্ভবত আফরোজা কাজ করে।
543 গরু,ওজন আনুমানিক ৩ মণ,অনেকদিন ধরেই পাতলা পায়খানা হচ্ছে,সালফাডিন,সালফাভেট ইত্যাদি খাওয়ানো হয়েছে তবু ভালো হচ্ছে না, এখন কি করতে পারি? লাম্পি থেকে সেড়েছে মাত্র। Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন । ভাল হলে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি দিবেন।
544 17 দিনের হাসে বাচ্চা মধ্যে ২টা বাচ্চা খাদ্য না খেয়ে দুবল হয়ে বসে থাকে এখন কি করনীয় আলাদা রেখে Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
545 Lampite gha dhorese pae puj o rosh porse ki babohar korbo স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
546 আমার একটি খাসির বাচচা আছে চার মাস+ সরিলটা দুর্বল কি ঔষধ খাওয়াব প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
547 প্রাণী:ষাড় গরু,ওজন আনুমানিক:১২০কেজি সমস্যা:কয়েকদিন পরপরই পাতলা পায়খানা হচ্ছে।সাধারণত সালফাভেট,সালফাডিন দিয়েছি,কমে যায় কিন্তু আবার হয়। বি:দ্র:লাম্পি থেকে সেড়েছে। Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন । ভাল হলে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি দিবেন।
548 ফ্রিজিয়ান বাছুরের যত্ন আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
549 ছাগলের বাচচা হওয়ার আগে কি কি লকখন দেখা দিবে কোথ দিবে, মাঝে মাঝে লেজ উচু করবে, জাবর কাটবে থেমে থেমে, ছটফট করবে, পানি আসবে, পরে বাচ্চার পা মাথা বের হবে।
550 Ki bhabe PPR Vac.pete pari উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে PPR সরকারি ভ্যাক্সিন পাওয়া যাবে। প্রতি ১০০ মাত্রা ৭০ টাকা।
551 গাভিন ছাগলের পেটে কত দিন পর থেকে বাচচা নরাচরা করে ০২ মাস বয়সে প্রথম নড়াচড়া করবে।
552 হাসের ভ্যাক্সিন কোথায় পাবো আর দাম কত? উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে হাসের জন্য সরকারি ভ্যাক্সিন পাওয়া যাবে। প্রতি ১০০ মাত্রা ৫০ টাকা।
553 পেটের গ্যাসে গরুর পেট ফুলে গিয়েছে, গরু কম খায় এবং জ্বরসহ কানের ভিতর *text missing* পেট ফাপা হলে stomavet powder ২ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
554 FMD vaccine price কত? 10 dose 250/- Govt. supply.
555 ছাগলের দুধ বাড়ানোর জন্য কোন ঔষধ প্রয়োগ করব প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
556 গাভী গরু কৃমির ঔষধ খাওয়ান যাবে কি কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন। তবে অন্য কোনো অসুস্থ্যতা থাকলে খাওয়ানো ঠিক হবে না।
557 গরু হিট আসার ঔষধ নাম কি কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন
558 24 gonta age jonmo neoa basur pisoner du pa soho komor usu korte parsena আলাদাভাবে যত্ন করে দূধ খাওয়াতে হবে, সাথে নিউরো-বি সিরাপ অথবা ট্যাবলেট খাওয়াবেন।
559 এন্টি বায়ে টিক বা ঘা শুকানোর ইন্জেকসন দিয়ে আমার ছাগলের পেট ফুলে গেছে ওজন ১০/১২ কেজি?? পেটফুলার জন্য হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। তবে যদি ওষুধের পাশ্ব প্রতিক্রিয়া মনে করেন, তাহলে ভেটেরিনারি সার্জনকে দেখিয়ে পরামর্শ নিবেন।
560 Lumpy skin diesea স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
561 হাঁসের ডাক কলেরা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না এখন কোথায় পাবো কোন কোন কোম্পানির ডাক কলেরা ভ্যাকসিন হয় জানাবেন কোম্পানির নাম্বার সহ দিবেন উপজেলাতে না পাওয়া গেলে জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করেন, নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
562 বানর পালন করা যাবে কিনা? বন বিভাগের অনুমতি ও লাইসেন্স প্রয়োজন হবে।
563 গরুকে ইনজেকশন পুশ করার সময় সুই ভেঙে ভিতরে আটকে গেছে। এখন করণীয় কি? সুচের ভাঙ্গা মাথা ছোট অপারেশন করে বের করে দিতে হবে।
564 গরু গরম হিট আসার পর কয় ঘন্টার পর দেখান লাগবে গাভী হিটে আসার ১২-১৮ ঘন্টার মধ্য কৃত্রিম প্রজনন করা উত্তম
565 সর্দির জন্যে কোন মেডিসিন ব্যবহার করা লাগবে? কোন প্রাণির জন্য লিখুন।
566 এখানে বিড়ালের ভ্যাক্সিন পাওয়া যাবে?.? উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিড়ালের জলাতংক রোগের জন্য সরকারি ভ্যাক্সিন পাওয়া যাবে।
567 স্যার, আমার ৯টি ব্লাকব্যাঙ্গল ছাগল আছে প্রতিদিন মাঠে চরে খাওনো হয়। সারাদিনে ওদের কোন সমস্যা হয় না কিন্তু রাতে ঘরে রাখার পর সকালে ওদের অনেক সর্দি লেগে যায় যদিও মেঝে থেকে ১ফুট উচু মাচার উপরে থাকে। এখন কর *text missing* ক্রস ভেন্টিলেশন থাকতে হবে। আশেপাশে স্যাতসেতে থাকলেও সমস্যা হতে পারে।
568 Amar 2 bochor boyoshi Murgi 5 din dore tik moto hathe parche na, khawar oruchi,sobuj paykhana,Ami ki amar murgi ke Moxilin-CV-Vet Medicine ti khawatha parbo? ভিটামিন বি১ ও বি২ পাউডার/ ট্যাবলেট খাওয়াবেন।
569 Prapto boyosko deshi murgir shushaster jono kun doroner khabar kawabo? রেডি ফিড খাওয়ালে লেয়ার ফিড খাওয়াতে হবে।
570 ল্যাম্পিং ভাইরাসে কোন ভেকসিন কার্যকারি ভালো হবে? এই রোগিটি হলে জাইমোট, কোন প্যারাসিটামল খাওয়ানো যাবে?? গোটপক্স ভ্যাকসিন অথবা লাম্পিভ্যাক ভ্যাকসিন দেয়া যাবে। ব্যাথার জন্য প্যারাসিটামল খাওয়ানো যাবে।
571 ভিটামিন বি-১ ও ভিটামিন বি-২ পাওয়া যায় এমন পাউডার জাতীয় মেডিসিনের নাম বলবেন দযা করে। B1B2 vet পপুলার ফার্মা, রেনাটা কোম্পানীর ও থাকার কথা
572 Amar Murgi 5 din dore tik moto hathe parche na, khawer oruchi,sobuj paykhana,ata ki Ranikhate Ruger lokkon?Akon Amar Koronio Ki? ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
573 বিড়ালকে কারমিনা খাওয়ানের পর থেকে বমি করে এবং অনেক দুর্ভল হয়ে গেছে কারমিনা খাওয়ানো বাদ দিন, হজমের জন্য প্রয়োজন হলে খাবারের সাথে জাইমোভেট পাউডার খাওয়াবেন।
574 হাঁসের বয়স দুই মাস ।হঠাৎ হাটতে চলতে পারছেনা শুধু বসে থাকে কী করব জানাবেন ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
575 আমার মুরগি তিনদিন যাবৎ ঠিকমতো হাঁটতে পারছে না,প্যারালাইসিস এর লক্ষণ। ঠিকমত খেতেও পারছে না।এখন আমার করণীয় কি? ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
576 ছাগল হিটে আনার জন্য করনীয় কি......? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন
577 ছাগলকে কতদিন বয়সে কিরমির ঔষধ খাওয়াতে হয়....? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, প্রথম তিন মাস বয়সে খাওয়াতে হয়।
578 Murgir paralysis hole ki korbo? ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
579 What is the treatment of calf lumphy স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
580 ছাগলের পিপিআর হলে কি করব....?ছাগলকে কতদিন বয়সে কিরমির ঔষধ খাওয়াতে হয়....? Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই, সুস্থ্য ছাগলকে টিকা দিতে হয়।
581 ছাগলের হিট না আসলে করনিও কি.....? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন
582 হাঁসের বয়স দুই মাস ।হঠাৎ হাটতে চলতে পারছেনা কী করব ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
583 ২ বছর বয়সী একটি মুরগী ৩ দিন যাবৎ ঠিকমতো হাটতে পারছে না, প্যারালাইসিসের লক্ষণ।এখন আমার করণীয় কী? ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
584 বকনা গরু কম খায় কি কাওয়ান লাগবো প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
585 Gorur hit ashar jonno ki khayano lagbe? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
586 Murgir patla paykhana hoyeche Cosumix Plus 2 gm per 1 liter panite mishea 24 ghonta 3-5 din khaoaben ebong
587 ৬ মাস বয়স দামড়া.লাম্পি পায়ে বের হয়ে পোকা দিয়েছে কি করবো স্যার? পোকা হলে Ivermectin ইনজেকশন ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য দিতে হবে, Povisep লাগাবেন দিনে ৩ বার ৭ দিন, পুঁজ হলে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
588 Fimox Ds vet কিসের ঞহালকা মানের এন্টিবায়েটিক ওষুধ। ব্যাকটেরিয়া সৃষ্ট অনেক রোগের জন্য একসাতে কাজ করে।
589 Murgir patla paykhana hoyeche. Cosumix Plus 2 gm per 1 liter panite mishea 24 ghonta 3-5 din khaoaben ebong
590 ছাগল পায়ে ব্যাথা পেয়েছে, কি কি ওষুধ দিবো? ছাগলের পা ফুলে গেলে Arthrivet injection 1 ml/25 kg তিন দিন।
591 Treatment of calf lumphy স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য Trizon vet বা সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন।
592 মুরগির বাচ্চা ঝিমায় ও মুখে ঘোটা উঠছে। কি করনীয়?? Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
593 ছাগলকে পাঠা দেখানোর কত দিন পর থেকে বুঝা যাই যে পেটে বাচচা আছে প্রজননের ২১ দিনের মধ্যে হিটে আসলে বোঝা যাবে বাচ্চা ধারণ করেনি।
594 জন্মের কতদিন পর বাচুর গরুকে কৃমিনাশক দেওয়া যায়। এর ডুসছের পরিমান কি??? ৭-২১ দিন বয়সে কৃমির ওষুধ দেয়া যায়। সেক্ষেত্রে পােইপেরাজিন সাইট্রেট দেয়া ভাল।
595 চার মাস বয়স হাসের চোখ সবুজ হচ্ছে আবার কত গুলো ঢোল ছে হাটা চলা কম ক *text missing* Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে। পরে ভিটামিন এডিই সিরাপ খাওয়বেন ৩-৫ দিন।
596 রানীক্ষেত রোগ কি এটি এক প্রকার ভাইরাল রোগ। প্রধান লক্ষণ চুনা পায়খানা করা। এরাগ যাতে না হয় সেজন্য টিকা প্রদান করতে হয়।
597 স্যার আমি টাইগার মুরগীর ফার্ম করতে চাচ্ছি,,,খামার ব্যাবস্থপনার সম্পর্কে জানতে চায়,,!! আপনার জেলার ULO এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01722343260, 01324289439
598 গ্যাসের ঔষধ কোন টি ভালো নাম কি কোন প্রজাতির জন্য লিখুন।
599 ছাগলের জাত মিওতি তোতা বাচ্চার জন্ম দেওয়ার চার মাস হলো এখনো গরম হচ্ *text missing* কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন
600 গত রাতে ধানের গুরা আর ধান একসাথে খাওয়ার পর আমাদের ১১ টি হাস অসুস্থ হয়েছে, হাস গুলোর পেটের খাবার হজম হচ্ছে না। এর আগে ও এমন খাবার খেয়ে *text missing* জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন