SL# প্রশ্ন উত্তর
101 আমার গাভী ৩ মাস হচ্ছে ক্রয় করছি ১০ লিটার দুধ হয়। কিছু দিন ধরে দুধ কমে যাচ্ছে। আর গাভী আগের মত পানি খায়না এখন। করনিও কি যানালে উপকৃতি হবো। থমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
102 ষাড় গরুর রুচির সমস্যার সমাধান চাই এবং মাংস বৃদ্ধির জন্য কী খাবার খাওয়াতে হবে? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
103 আস সালামুআলাইকুম! আমার একটি ভেড়া; বয়স- ১১ মাস, ওজন-৭.৫০ কেজি, গর্ভবতী ছিল কিন্তু পেটেই তার বাচ্চা মারা যায়, একজন ভেটেরিনারি ডাক্তার মৃত বাচ্চা কে প্রসব করায়, হাত দিয়ে, কিন্তু আজকে তিনদিন অতিবাহিত হলেও অবস্থার উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে। ডাক্তার সেবা দিয়ে যাওয়ার পর শুধু প্যারাসিটামল( হাফ) খাওয়ানো হয়েছিল ১ দিন, আজকে একদম শয়ে আছে মাথা তুলতে না, আর প্রস্রাবের রাস্তায় কিছু পুঁজ জমে আছে। পরামর্শ দিবেন প্লীজ জ্বরায়ুতে লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন।
104 Chagoler kirminasok korte injektion na tablet bebohar korbo কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি খাওয়াবেন। কলিজা কৃমির জন্য nitroxil/ Nitronex ইনজেকশন দেয়া যায়।
105 আসসালামু আলাইকুম। আমার একটি ছাগলের বাচ্ছা হয়েছে ২ টি। ৩ দিন বয়স চলছে। বাচ্ছা দুটো হলুদ রংয়ের পায়খানা করতেছে। স্যার কি করব এখন। Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ১ টি/৩৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন ৩-৫ দিন। কাঁচা ঘাস খাওয়াবেন।
106 ৮ দিনের রাজহাঁসের বাচ্চাদের কিভাবে কোন কোন ঔষধ, ভিটামিন খাওয়ালে বাচ্চাগওলো সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে? ২১ দিন বয়সে ডাক প্লেগ ও ২ মাস বয়সে ডাক কলেরা টিকা ও ১৫ দিন পর বুস্টার ডোজ এবং এরপর প্রতি ৬ মাসে একবার করে টিকা দিতে হবে।
107 কবুতর কে কৃমিনাশক ওষুধ কয় বেলা খাওয়াতে হয়। আমার কবুতরের চোখ লাল হয়ে গেছে এবং পানি আসে এর পরামর্শ চাই তিন মাস পর পর Poulnex/Avinex /এভিপার/ডিভিপার কৃমিনাশক ১ কেজি খাবারে ১চা চামচ হিসাবে ১ বার খাওয়াবেন। চোখের জন্য পানিতে ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন।
108 স্যার, আমি কম্পাউন্ডার পদে কর্মরত ৷ এখন কী আমি এই পদ থেকে ভিএফএ বা এআই পদে যেতে পারবো ? মানে, পদ পরিবর্তন করা যাবে কী না ৷ যেহেতু সবারই একই ট্রেনিং, একই স্কেল এফ.এ(এ/আই) থেকে পদ পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু সহজে করতে চায়না। মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে।
109 একটি ফ্রিজিয়ান ক্রস বকনা কে কৃত্রিম সিমেন দেওয়ার আগে, কৃমির ট্যাবলেট ও লিভারটনিক দেই।বর্তমানে গরুটি ৬ মাস গর্ভবতী।গরুটিকে কৃমির ট্যাবলেট,লিভারটনিক দেওয়া যাবে কি কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, কাচা ঘাস ও স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। অন্য কোনো ওষুধ দেয়ার প্রয়োজন নেই।
110 আমার একটি অস্ট্রেলিয়ান ক্রজ্জাতের গরু আছে গরুটির বয়স ২.৫ (আড়াই) বছর বয়স চলতেছে গরুটির শরীর থেকে অনেক বেশি পরিমানে পশম ঝরে পড়ছে এখন আমরা কি চিকিৎসা গ্রহণ? Injection vermic ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য ১ বার দিবেন। পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। জিংক-বি সিরাপ খাওয়াবেন।
111 Chagoler kaddo talika ki আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। এসএমএস বড় উত্তর দেয়া যায় না।
112 আমার ২ টি বিড়ায় আছে এর মধ্যে একটি অসুস্থ হয়ে গিয়েছে,কিছু খায় না। কিছু খেলে বমি করে। খায়না বলেয় চলে। বমি করলে ফতা কিরমি বাড়ায় বমির সাথে। আজ ৪ দিন হলো। এখোন আপনার উপজেলার VS এর সাথে যোগাযোগ করুন, নম্বর 01797011838, 01324289472
113 পোশা বিড়ালের ভ্যাক্সিন কি উপজেলা/ জেলা পশু হাস্পাতালের দেয়। কেমন খরচ জানাবেন বিড়ালের সরকারি টিকা নেই।
114 khashi Chagoler Bachar Pusty o vitamin ki khaule hobe Bachar Bohes 2 mash প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। ওষুধ ব্যবহার করবেন না।
115 ৫ টি ফাউমি মুরগী আছে৫-৬ মাস বয়স, কিন্তু এখনো ডিম দিচ্ছে না, খাবার হিসেবে লেয়ার ১ খাওয়াই। লেয়ার খাবার এর গুড়া খাবার খাইতে চায় না। কি করলে খাবার খাবে আর ডিম দিবে Poulnex /Avinex / এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১ কেজি খাবারে ১চা চামচ হিসাবে খাওয়াবেন। সুষম খাদ্য দিবেন, সাথে vit-E যেমন E-sel বা E-vit খাওয়াবেন।
116 দেশি গরু থেকে একটি হলিস্টেন ফ্রিজিয়ান বকনা হলো, দেশি গরুর দুধ কম ১.৫ লিটার হলিস্টেন ফ্রিজিয়ান বকনাকে কি গরুর দুধের সাথে সাথে CMR দুধ খাওয়াইতে পারবো প্রয়োজনে অন্য গরুর দুধ অথবা মিল্ক বিপ্লেচার খাওয়ানো যাবে।
117 আসসালামু আলাইকুম স্যার। আমি 150 হাসের বাচ্চা নিয়েছি। কিছু বাচ্চা চোখ বন্ধ হয়ে উল্টে মারা যাচ্ছে করণীয় কি?।বললে উপকার হবে স্যার নির্দিষ্ট লক্ষণ না থাকলে Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন।
118 খরগোস এর নখের আচর/কামড়ে কোন ইনফেকশন হয় কিন? ভ্যাসকিন দিতে হবে কিনা? যে খরগোস এর নখের আচর/কামড় দিয়েছে তার জলাতংক রোগ বা অন্য কোন ছোয়াছে রোগ না থাকলে সমস্যা নাই।
119 আমার টার্কির বয়স ২ মাসের বেশি। তার মধ্যে ৩ টির ফাউল পক্স হয়েছে। চোখ এবং মাথার চার পাশ ছোট ছোট গুটি দিয়ে ফুলে গেছে। চোখে হাল্কা পানি ও বন্ধ হয়ে যাওয়ার মত হয়েছে। Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
120 সোনালী মুরগি খাবার কম খায়। এখন আমার করণীয় কি? তিন মাস পর পর Poulnex/Avinex /এভিপার/ডিভিপার কৃমিনাশক ১ কেজি খাবারে ১চা চামচ হিসাবে খাওয়াবেন। সুষম খাবার সাথে মাঝে মাঝে জাইমোভেট পাউডার দিবেন।
121 Basur8mas pet boro keno? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
122 স্যার আমার ছাগলের গায়ে অনেক খুশকি হয়েছে। গা গাছের সাথে বা অন্য কোন কিছুর সাথে ঘসাঘসি করছে খুব।এখন খুসকি তাড়ানোর জন্য কি করতে পারি। Injection vermic ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য ১ বার দিবেন। পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন।
123 শুভ সকাল । কৃষি লোন এর জন্য কি কি করণীয় , দোয়া করে কি জানানো যাবে ? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বা নিজ জেলা খামারবাড়ী বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন।
124 আমার দের বছরের ডেকা বাচুর কাবার কায়না পায়কানা এবং পসরাব হয়না কি করব প্রশ্ন ভাল বোঝা গেল না। স্পষ্ট করে সমস্যা লিখুন।
125 একটি ছোট গরু কে মোটাতাজাকরন কিভাবে করব? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাচা ঘাস ও স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
126 আমি একটি দুধের গরুর খামার করতে চাই আমার কোন অভিজ্ঞতা নেই। কোন প্রশিক্ষণ এর ব্যবস্থা আছে কি? আমার বসত বাড়িতে প্রজাপ্ত পরিমাণে জায়গা আছে। ঘাস লাগানোর জমি আছে। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
127 ১৫ দিন বয়সী একটি সিল্কি মুরগির বর্তমান দাম কত ?? যেহেতু কমার্শিয়াল নয় এজন্য নির্ধারিত মূল্য নেই। তবে স্থানভেদে প্রতিটি সিল্কি মুরগি ২৫০০/- - ৩৫০০/- টাকায় পাওয়া যায়।
128 একটি ছাগলের বাচ্চাকে ঠান্ডা লেগেছে এর প্রতিকার কী অ্যালাট্রল সিরাপ দিনে চারবার ২ চা চামচ পরিমান করে খাওয়াবেন।
129 গত নিয়োগের কোন প্যানেল হবে কি? নিয়োগের কোন প্যানেল নেই।
130 Amar prosno holo gov vaccine niye khamari keno khoti grosto hoi jemon Ami ei bar bhul bosoto 150 murgi ke gambora vaccine dichi othocho gumbora murgi more saf ভ্যাকসিনের কার্যকারিতা টেষ্ট করা যায। ইফিক্যাসি টেষ্ট করে দেখবেন। তবে কুল চেইন ঠিক না থাকা বা প্রয়োগ ঠিকমতো না হওয়ায় কার্যকর কম হতে পারে।
131 গত নিয়োগের কোন প্যানেল হবে কি? নিয়োগের কোন প্যানেল নেই।
132 আমার পোষা মুরগিগুলো ঘাস, পাতা এগুলো অনেক পছন্দ করে :) কোন প্রজাতির ঘাস দিলে সবচেয়ে বেশি ভালো হয় ?? ঘাস পাতা মুরগির কোন খাবার নয়। তবে পাতা পছন্দ হলে, ইপিল ইপিল পাতা খাওয়ানো যেতে পারে।
133 আমার পোষা মুরগিটির ডিমের উপরের পর্দাটি অনেক পাতলা, খুব সহজেই ফেটে যায়, তাই প্রায়ই ও যখন ডিম পাড়ে আমি ডিম আনতে গিয়ে ডিমটি ফাটা পাই :( এখন আমি কী করতে পারি?? DCP powder othoba Jhinuker gura o Vit. ADE syrap khaoate hobe.
134 পশু পাখি পালন করতে হলে, কি কি ডকুমেন্টস দ্বারা অনুমোদন নিতে হয়। Contact with DD Farm 01715247398
135 মাঝে মাঝে মুরগিদের পেছনের পালক অনেক লম্বা হয়, অনেকে বলে পালকগুলো ফেলে দিতে হয়,আসলেই কি পালকগুলো ফেলে দেওয়া উচিত ?? সিকল ফিদার সাধারণতঃ লম্বা হয়। যেকোন পালক বেশী লম্বা হলে পালকের মাথা কেটে খাট করে দিতে পারেন।
136 আমার পোষা মুরগিটি ডিমে তা দিয়ে ছানা বের করার পর থেকে অনেক কম কম খাচ্ছে, আমি এ নিয়ে চিন্তিত :( এটা কি স্বাভাবিক ?? দেশী মুরগিকে কৃমির ঔষধ Poulnex /Avinex / এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১ কেজি খাবারে ১চা চামচ হিসাবে খাওয়াবেন। পরে পানিতে ৩-৫ দিন ডব্লিউ এস ভিটামিন দিবেন।
137 আমার একটি ষাঁড়ের বয়স ২ বছর সমস্য হচ্ছে অতিরিক্ত যৌন উতেজন করে এর সমাধান কি? জানাবেন প্লিজ যাও ভাত এসব খাওয়াবেন না।
138 গাভী বাচ্চা দেওয়ার কতদিন পর কৃমিনাশক দিতে হয়? এবং বাচ্চা দেওয়ার পর কি ঔষধ খাওয়ালে তাড়াতাড়ি হিটে আসবে ও গাভীর স্বাস্থ্য ঠিক থাকবে? বাচ্চা দেওয়ার ২ সপ্তাহ পর কৃমির ঔষধ দিলে ভাল হয়্
139 আমার দুইটা খাসি আছে ১+ বছর বয়স হবে। আমি মোটা তাজা করে ঈদে বিক্রি করতে চাই।কিভাবে করব মোটাতাজা। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। ওষুধ ব্যবহার করবেন না।
140 হাঁস মুরগির বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে কোন সময় কি টিকা প্রদান করতে হবে সম্পূর্ণ কোর্সের বিস্তারিত জানাবেন 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
141 সোনালী ক্লাসিক বাচ্চা, একটা আরেকটা কে পেছনে ঠোবরাই পলক গুলো ছিড়ে ছিড়ে রক্তাক্ত করে ফেলতেছে! এর কোনো সমাধান থাকলে জানাবেন স্যার! খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
142 সোনালী ক্লাসিক বাচ্চা, একটা আরেকটা কে পেছনে ঠোবরাই পলক গুলো ছিড়ে ছিড়ে রক্তাক্ত করে ফেলতেছে! এর কোনো সমাধান থাকলে জানাবেন স্যার! খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
143 আমার পোষা মুরগির ছানাগুলো যাতে দুর্বল না হয়ে পড়ে,সেই জন্য আমি আগে থেকেই আমার কাছে থাকা মাইক্রোনিড পাউডার মিশ্রিত পানি খাওয়াতে চাচ্ছি, সেটা কি খাওয়ানো যাবে? সুষম খাবার বা রেডিফিড এবং মাঝেমধ্যে পানিতে ডব্লিউএস ভিটামিন দিবেন। কিন্তু বিনা প্রয়োজনে কোনো ওষুধ খাওয়ানো ঠিক হবে না।
144 ছোট্ট ছাগলের বাচ্চার পেটে ব্যাথা করছে বয়স ১মাস ১০ দিনের মতে অল্প পরিমানে দানাদার খাবারের সাথে জাইমোভেট পাউডার মিশিয়ে খাওয়াবেন।
145 Anorexon vet ১ টি বোলাস কত কেজি ওজনের জন্য? Usually 2-3 bolus per Animal per day at Treatment period
146 আমি ২ জোড়া টার্কির বাচ্চা নিয়েছি, ১ মাস বয়সের। এখন এগুলোকে কি কি ভ্যাক্সিন ও ঔষধ খাওয়াতে হবে? ভ্যাক্সিন কোথায় পাবো? আর ভ্যাক্সিনের দাম কত পড়বে? ১৮ দিনে গামবোরো, ১৮-২১ দিনে বিসিআরডিভি চোখে ফোটা, ২ মাসে আরডিভি রানের মাংসে ইনজেকশন পরে প্রতি ৬ মাসে ১বার এবং ১ বছরে পক্স টিকা দিতে হবে।
147 মাঝে মাঝে আমরা অনেকে মুরগিদেরকে কে বাসি খাবার যেমন: ভাত, এগুলো দিয়ে থাকি।এতে মুরগিদের স্বাস্থ্যের উপর কি কোনো ক্ষতিকর প্রভাব পড়বে ? খাবার পচে না গেলে সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে প্রেটিন ও অন্যান্য উপাদান যেন সুষম পরিমানে থাকে।
148 Amar 250 ti tiger murgir bachha ajke boyos 30 din eder Khabar change korbo goster Jonno ekhon broylaer groyer feed dibo Sathe ki madichin dibo সুষম খাবার বা রেডিফিড এবং মাঝেমধ্যে পানিতে ডব্লিউএস ভিটামিন দিবেন। প্রয়োজন না হলে কোন এ্যাণ্টিবায়োটিক বা ঔষধ ব্যবহার করবেন না।
149 Amar tiger murgir boyos 30 days hothat korei koyekti bachha jimachhe mol lal sada ki korbo চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
150 আমার পোষা মুরগির ছানাগুলোকে অনেক দুর্বল মনে হচ্ছে, এর মধ্যে একটি ছানা মারা গিয়েছে, এখন আমি ওদেরকে কি ধরনের মেডিসিন খাওয়াতে পারি ? সুষম খাবার বা রেডিফিড এবং মাঝেমধ্যে পানিতে ডব্লিউএস ভিটামিন দিবেন।
151 মাইক্রোনিড পাউডার এর প্যাকেট খোলার পর প্যাকেটটি যদি একটি এয়ারটাইট কনটেইনারে ভরে স্বাভাবিক তাপমাত্রায় রাখি, তাহলে কি সেটি ভালো থাকবে ? শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখলে কালার ও কনসিসটেন্স ঠিক থাকলে মেয়াদ পর্যন্ত চলবে।
152 আজ পুরো ২৩ দিন হলো আমার পোষা মুরগি ডিমে তা দিতে বসার, সবগুলো ডিম থেকে ছানা বের হলেও তিনটি ডিম থেকে এখনো ছানা বের হয়নি, আর অপেক্ষা করবো নাকি ডিমগুলো ফেলে দেব ? মুরগির ডিম ২১ দিনে বাচ্চা ফুটে বের হয। না হলে ডিম ক্যান্ডলিং করে দেখা যেতে পারে, বাচ্চা হয়েছে বা হয়নি। আর বাচ্চা হতে গেলে অবশ্যই ফার্টাইল ডিম হতে হবে।
153 গরুর পায়ের ক্ষুরের মাঝখানে ছিদ্র হয়ে রক্তপাত হচ্ছে। কিন্তু গরুর খাওয়া, প্রস্রাব পায়খানা সব ঠিক আছে। সমস্যা কী হতে পারে? এবং সমাধান কী? আঘাতজনিত কারনে হয়ে থাকলে পটাশ পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে তুলাতে পভিসেপ লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। প্রয়োজনে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
154 আমি মুরগির সকল টিকার সরকারি মূল্য জানতে চাচ্ছিলাম সরকারী টিকার মূল্য https://www.dls.gov.bd/site/page/2dc9eef4-eec4-4775-bdc7-b355bda85f7e/- লিংক থেকে জানা যাবে।
155 আসসালামু আলাইকুম আমার মুরগির বয়স ১২০ দিন কয়েক দিন থেকে গলা ঘর ঘর শব্দ করে এবং হাঁচি কাশি দিচ্ছে আবার কিছু মুরগী মুখ হা করে নিশ্বাস নেয় এর প্রতিকার কি Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
156 স্যার আমার ছাগলের চোখ দিয়ে পানি পড়ে।চোখের কাছে পেছিলের মত ময়লা লেগে আছে। এখন কি করব? । গাভিন ছাগল আছে ৪ টা। ২ ছাগল ২+মাস গাভিন, ২ টা ১ মাসের মত। পানিতে ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন এবং eyedrop-civodex vet ১ ফোটা দিনে ২ বার দিবেন।
157 আজ ডিম ফুটে আমার পোষা মুরগিটির ছানা বের হয়েছে, এখন কতক্ষণ পর আমি ওদেরকে খাবার দিতে পারবো ? খাবার জন্মের পর থেকেই দেয়া যাবে, তবে ৭২ ঘণ্টা পর্যন্ত খাবার না দিলেও বেচে থাকে।
158 কতদিন বয়সে ছাগলের বাচ্চাকে খাসিকরন করা যায়? সাধারণতঃ ০৭ দিন বয়সে ছাগলের বাচ্চাকে খোঁজাকরণ বা খাসি করা যায়।
159 কবুতরের বাচ্চার জন্মের পর হতে শুরু করে কোন কোন ভ্যাকসিন কত দিন পর পর দিতে হবে ? 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 30-35 dine Pox, 2 mase RDV erpor proti 6 mas por RDV o Pox 1 bochor por por
160 মুরগির গায়ে গুটি গুটি বের হলে কি করা উচিত?? Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
161 আমি কি কি সহায়তা পেতে পারি উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর থেকে আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
162 স্যার আমাদের স্থগিত হওয়া ডিপ্লমা কবে থেকে শুরু হবে?? কারিগরী শিক্ষা বোর্ডেরএফিলিয়েশনের সিদ্ধান্ত না হওযা পর্যন্ত বন্ধ থাকবে।
163 FA, VFA, COMPUNDER POST KOBE CIRCULAR ASBE ? সার্কুলার কবে হবে, এরকম কোন তারিখ এখনো হয়নি। সার্কুলার হলে ওযেবসাইটে দেয়া থাকবে।
164 স্যার দুধের গাভীকে কৃমিনাশক দেওয়ার পর কোন লিভার টনিক দিলে ভালো হবে। এবং রুচি কিভাবে বারবে plz. লিভারে সমস্যা না হলে ওষুধ দেয়ার প্রয়োজন নেই। রুচির জন্য জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
165 স্যার যেভাবে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই গরিবের একমাত্র সম্বল/সম্পদ রক্ষা করতে কিছু করেন।আমার মতে প্রত্যকটা গরুর জন্মনিবন্ধন কাট করা উচিত।যা কোটের মাধ্যমে ডট্রসিবিলিটি এর ব্যবস্থা করা যাবে। তবে আইন শৃঙ্খলার বিষটি পুলিশ কেস হলে ভাল হয়।
166 মুরগী'র ঠান্ডা লাগলে কি করব? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন, ২৪ ঘণ্টা এই পানি খাবে।
167 আমার পোষা মুরগিটি একটি ডিমের উপর বসে প্রায় দুই ঘন্টা তা দিয়ে ফেলেছে, এখন এই ডিম কি খাওয়া যাবে ? এই ডিম খাওয়া যাবে
168 সার্টিফিকেট ইন এনিমেল হেল্থ এন্ড প্রডাকশন কোর্সটি করে কি পল্লি প্রাণী চিকিৎসক হওয়া যাবে? এখানে চিকিৎসার কোন রেজিষ্ট্রেশন পাওয়া যাবে না।
169 মুরগির ভ্যাক্সিন কিভাবে উপজেলা থেকে নিতে পারবো সরকার নির্ধারিত মূল্যে সরাসরি গিয়ে সংগ্রহ করতে পারবেন।
170 মুরগির করাইজা রোগ ও রক্ত আমাশয় একসাথে হয়েছে, সমাধান কি??? মাইকোস্টপ পাউডার প্যাকেটের গায়ের নির্দেশনা অনুযায়ী থাওয়াবেন।
171 মুরগি যখন তা দেওয়ার জন্য ডিমের উপর বসে, তখন কতক্ষণ পর সেই ডিম আর খাওয়ার উপযোগী থাকে না ? ০৭ দিনের পর আর খাওয়া যায় না। তবে ০৭ দিনে বাচ্চার জন্য ব্লাডস্পট হয়, বাচ্চা না হলে পচন ধরে বলে অনেকে খেতে চায় না।এজন্য ক্যান্ডলিং ডিম বেকারিতে চলে।
172 দেশি মুরগির বাচ্চা ঝিমায় এবং পাখনা ছেড়ে দেয় ট্রিটমেন্ট কি দিব বয়স ২০ দিন Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
173 মুরগী ঝিমায় এবং বাচ্চার পাখা বেড়ে গেছে করনীয় Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ খাওয়াবেন।
174 ব্রয়লার মূরগী বয়স ১৯দিন, হঠাৎ লাফিয়ে লাফিয়ে মারা যাওয়ার কারণ কি জানাবেন স্যার! এর সমাধান কি? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। তাপমাত্রা ঠিকমতো রাখবেন।
175 ভিএফএ পদ পরিবর্তন করে কি কম্পাউন্ডার পদে যাওয়া যাবে? যদি সম্ভব হয় একটু বললে উপকৃত হবো। পদবি পরিবর্তন করার নিয়ম আছে, তবে প্রশাসন সহজে করতে চায় না।
176 তা দেওয়ার জন্য একটি মুরগির নিচে কতটি ডিম দেওয়া উচিত এবং কতটি ডিম দিলে মুরগি সুন্দরভাবে তা দিতে পারবে? ০৮ টা ডিম দিলে মুরগি সঠিকভাবে তা দিতে পারে।
177 আমার ছাগলের ঘাড় ব্যাকা হয়ে গেছে ঠিকমতো হাঁটতে পারতেছে না এখন করনীয় কি গায়ে হালকা জ্বর আছে। dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন ‍এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন।
178 কতদিনে বাচ্চাদের ছাগল ১৪৫ ১৫০ দিনে বাচ্চা দেয়।
179 Ami deshi macher misro chash korte chay. Ami kivabe chash korbo, Kokhon PONA pukure charbo,ki ki Khabar debo,and Kokhon mach bikri korte parbo? Plz help me! Contact with Fisheries Department.
180 আমার প্রাপ্ত বয়স্ক একটি খরগোশ এর হঠাৎ হঠাৎ পাতলা পায়খানা হচ্ছে,খাবারে কোন পরিবর্তন আনা হয় নি। কৃমির ঔষধ (ডিলেনটিন সিরাপ ০.৫ মিলি) খাওয়াবেন।
181 I am interested in native fish farming. Contact with Fisheries Department.
182 আসসালামু আলাইকুম। আমি একটি বাচ্চা খাশি করছি। তারপর থেকে শুধু দুর্বল হচ্চে। আর শুখাচ্চে। কেন ভিটামহন খাওয়ালে শুট করছে৷ না। কৃমি ঔষধ দেওয়া আছে। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
183 আমার মুরগীর চোখে পানি জমে, চোখ বন্ধ হয়ে গেছে। Enrocin সিরাপ খাওয়াইছি কাজ হচ্ছে না। ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবএবং পটাশ পানি দিয়ে চোখ ধুয়ে দিবেন।
184 আমার একটি গাভী গরুর চর্মরোগ,, ৩/৪ ফুট দুর থেকে তাকালে কালো গাভীর সমস্ত চামড়া সাদা ছোপ ছোপ দেখায়,A mectin plus ইনজেকশন পর ২ বার দেওয়ার পরও কাজ হচ্ছে না,,কী করি স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা।
185 Amar china desi murgir baccha boyos 10 din Gola uchu Kore kase somadhan ki ar ekhon ki gambora vaccine kora jabe. Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। তাপমাত্রা ঠিকমতো রাখবেন।
186 আমি একটা মুরগী খামার তৈরির করা জন্য সহযোগিতা করুন বিনা মূল্যে মুরগী বাচ্চা জন্য সহযোগিতা করুন আমি ৭০ পিস মুরগি দিলে হবে বিনা মূল্যে মুরগী বাচ্চা দেয়ার সুযোগ নেই। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
187 Murgir bachhar jono liqut ba powder ousod panir Sathe misale seta koto khon khaowano jabe ২৪ ঘণ্টাই খাওয়াতে হবে, তবে একবার মিশিয়ে ৬ ঘন্টা খাওয়ালে বেশী ভালো হয়।
188 murgir bacca cokhe kom dekhe. somadhan Ki? ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন
189 Ami gambora vaccine nichi prani sampod office theke amake ekta 50 ml bottle ar akta sisite tablet dichhe ekhon Ami ata kibhabe dibo ট্যাবলেট এর সাথে পানি মিশিয়ে চোখে ১ ফোটা করে দিতে হবে।
190 ১তারিখ গাভী হিটে আসলে বীজ দেওয়া হয়। ওইদিন মিউকাস পাতলা স্বাভাবিক ছিল কিন্তু ৩তারিখ রক্তমিশ্রিত মিউকাস পরে। আবার ৪তারিখে সাদা কিন্তু ঘন মিউকাস পরে। কি করণীয়? জ্বরায়ুতে ক্ষত হতে পারে যদি ২১ দিনে আবার হিটে আসে জ্বরায়ুতে লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন।
191 মিরপুর উপজেলায় গরুর সংখ্যা কত? ঢাকা জেলায় গরুর সংখ্যা কত? ঢাকা বিভাগে গরুর সংখ্যা কত? এলাকা ভিত্তিক হিসাবের ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
192 মিরপুরে গরুর সংখ্যা কত? এলাকা ভিত্তিক হিসাব আমাদের এখানে নই। ঢাকা জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
193 আমার ফাউমি মুরগীর পাখা ঝুলে গেছে নিচে। ওজন ও কমে গেছে। এখন কি করনীয়? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
194 ব্রয়লার ৬দিন বয়স, পানি জমে যাওয়ার কারণ ও করণীয় কি জানাবেন স্যার? (পেছনে পানি জমে যাচ্ছে) আপনার উপজেলার ULO এর সাথে যোগাযোগ করুন। নম্বর 01819632622 বা 01324291015
195 দুগ্ধবতী গাভীর দানাদার খাবার তৈরিতে কত অনুপাতে কি কি উপাদান ব্যবহার করতে হবে? দৈনিক ১৩ লিটার দুধ উৎপাদনকারী গাভীকে প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দিতে হবে?? গমের ভুষি ৩০ কেজি গম/ভুট্টা ভাঙ্গা ২০ কেজি খেসারী ভাঙ্গা ১৫ কেজি ছোলা ভাঙ্গা ১০ কেজি সয়াবিন মিল ১০ কেজি তিল খৈল ১০ কেজি ডিসিপি ৪ কেজি লবন ১ কেজি
196 স্যার আমাদের টিউবওয়েলের পানিতে আয়রন এবং ৬-৭ঘন্টা পর লাল হয়ে ওঠে, ঐপানি মূরগীকে পান করাতে পারবো? (ব্রয়লার ও সোনালী বাচ্চা) পরিস্কার পানি দিতে পারলে ভাল হয়। না হলে ঐ পানি দেয়া য়াবে , তবে বেশী সময় ধরে রাখা ঠিক হবে না।
197 একটি ডিমপারা মুরগি হঠাৎ পানিতে পরে যায়। কিছুক্ষণ আগুনের পাশে রাখার পর স্বাভাবিক হয়। কিন্তু মাঝে মাঝে ঝিমায়। আগের মতো খাবার খায় না। কি ঔষধ খাওয়াতে হবে? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
198 Gorur sorire aghate khoto gia gha Povisep লাগাবেন দিনে ৩ বার ৭ দিন, পুঁজ হলে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
199 মুরগি একদিন পরপর ডিম দেয় এবং খাওয়ার রুচি কমে। সমাধান কি?? তিন মাস পর পর এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ খাওয়াবেন। সুষম খাদ্য দিবেন, সাথে vit-E যেমন E-sel বা E-vit খাওয়াবেন।
200 Which is the best semen, and 474 cross bull which kind of bull. Thank you so much for your help. 747 আছে শাহীওয়াল জাতের। 474 নং ষাড় এ ্আই ল্যাবে নেই।