1001 |
ব্রয়লার মূরগী বয়স ১৯দিন, হঠাৎ লাফিয়ে লাফিয়ে মারা যাওয়ার কারণ কি জানাবেন স্যার! এর সমাধান কি? |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। তাপমাত্রা ঠিকমতো রাখবেন। |
1002 |
ভিএফএ পদ পরিবর্তন করে কি কম্পাউন্ডার পদে যাওয়া যাবে? যদি সম্ভব হয় একটু বললে উপকৃত হবো। |
পদবি পরিবর্তন করার নিয়ম আছে, তবে প্রশাসন সহজে করতে চায় না। |
1003 |
তা দেওয়ার জন্য একটি মুরগির নিচে কতটি ডিম দেওয়া উচিত এবং কতটি ডিম দিলে মুরগি সুন্দরভাবে তা দিতে পারবে? |
০৮ টা ডিম দিলে মুরগি সঠিকভাবে তা দিতে পারে। |
1004 |
আমার ছাগলের ঘাড় ব্যাকা হয়ে গেছে ঠিকমতো হাঁটতে পারতেছে না এখন করনীয় কি গায়ে হালকা জ্বর আছে। |
dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন। |
1005 |
কতদিনে বাচ্চাদের ছাগল |
১৪৫ ১৫০ দিনে বাচ্চা দেয়। |
1006 |
Ami deshi macher misro chash korte chay. Ami kivabe chash korbo, Kokhon PONA pukure charbo,ki ki Khabar debo,and Kokhon mach bikri korte parbo? Plz help me! |
Contact with Fisheries Department. |
1007 |
আমার প্রাপ্ত বয়স্ক একটি খরগোশ এর হঠাৎ হঠাৎ পাতলা পায়খানা হচ্ছে,খাবারে কোন পরিবর্তন আনা হয় নি। |
কৃমির ঔষধ (ডিলেনটিন সিরাপ ০.৫ মিলি) খাওয়াবেন। |
1008 |
I am interested in native fish farming. |
Contact with Fisheries Department. |
1009 |
আসসালামু আলাইকুম। আমি একটি বাচ্চা খাশি করছি। তারপর থেকে শুধু দুর্বল হচ্চে। আর শুখাচ্চে। কেন ভিটামহন খাওয়ালে শুট করছে৷ না। কৃমি ঔষধ দেওয়া আছে। |
প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন। |
1010 |
আমার মুরগীর চোখে পানি জমে, চোখ বন্ধ হয়ে গেছে। Enrocin সিরাপ খাওয়াইছি কাজ হচ্ছে না। |
ভিটামিন এডিই সিরাপ খাওয়াবএবং পটাশ পানি দিয়ে চোখ ধুয়ে দিবেন। |
1011 |
আমার একটি গাভী গরুর চর্মরোগ,, ৩/৪ ফুট দুর থেকে তাকালে কালো গাভীর সমস্ত চামড়া সাদা ছোপ ছোপ দেখায়,A mectin plus ইনজেকশন পর ২ বার দেওয়ার পরও কাজ হচ্ছে না,,কী করি |
স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা। |
1012 |
Amar china desi murgir baccha boyos 10 din Gola uchu Kore kase somadhan ki ar ekhon ki gambora vaccine kora jabe. |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। তাপমাত্রা ঠিকমতো রাখবেন। |
1013 |
আমি একটা মুরগী খামার তৈরির করা জন্য সহযোগিতা করুন বিনা মূল্যে মুরগী বাচ্চা জন্য সহযোগিতা করুন আমি ৭০ পিস মুরগি দিলে হবে |
বিনা মূল্যে মুরগী বাচ্চা দেয়ার সুযোগ নেই। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1014 |
Murgir bachhar jono liqut ba powder ousod panir Sathe misale seta koto khon khaowano jabe |
২৪ ঘণ্টাই খাওয়াতে হবে, তবে একবার মিশিয়ে ৬ ঘন্টা খাওয়ালে বেশী ভালো হয়। |
1015 |
murgir bacca cokhe kom dekhe. somadhan Ki? |
ভিটামিন এডিই সিরাপ খাওয়াবেন |
1016 |
Ami gambora vaccine nichi prani sampod office theke amake ekta 50 ml bottle ar akta sisite tablet dichhe ekhon Ami ata kibhabe dibo |
ট্যাবলেট এর সাথে পানি মিশিয়ে চোখে ১ ফোটা করে দিতে হবে। |
1017 |
১তারিখ গাভী হিটে আসলে বীজ দেওয়া হয়। ওইদিন মিউকাস পাতলা স্বাভাবিক ছিল কিন্তু ৩তারিখ রক্তমিশ্রিত মিউকাস পরে। আবার ৪তারিখে সাদা কিন্তু ঘন মিউকাস পরে। কি করণীয়? |
জ্বরায়ুতে ক্ষত হতে পারে যদি ২১ দিনে আবার হিটে আসে জ্বরায়ুতে লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। |
1018 |
মিরপুর উপজেলায় গরুর সংখ্যা কত?
ঢাকা জেলায় গরুর সংখ্যা কত?
ঢাকা বিভাগে গরুর সংখ্যা কত? |
এলাকা ভিত্তিক হিসাবের ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1019 |
মিরপুরে গরুর সংখ্যা কত? |
এলাকা ভিত্তিক হিসাব আমাদের এখানে নই। ঢাকা জেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1020 |
আমার ফাউমি মুরগীর পাখা ঝুলে গেছে নিচে। ওজন ও কমে গেছে। এখন কি করনীয়? |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। |
1021 |
ব্রয়লার ৬দিন বয়স, পানি জমে যাওয়ার কারণ ও করণীয় কি জানাবেন স্যার? (পেছনে পানি জমে যাচ্ছে) |
আপনার উপজেলার ULO এর সাথে যোগাযোগ করুন। নম্বর 01819632622 বা 01324291015 |
1022 |
দুগ্ধবতী গাভীর দানাদার খাবার তৈরিতে কত অনুপাতে কি কি উপাদান ব্যবহার করতে হবে?
দৈনিক ১৩ লিটার দুধ উৎপাদনকারী গাভীকে প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দিতে হবে?? |
গমের ভুষি ৩০ কেজি গম/ভুট্টা ভাঙ্গা ২০ কেজি খেসারী ভাঙ্গা ১৫ কেজি ছোলা ভাঙ্গা ১০ কেজি সয়াবিন মিল ১০ কেজি তিল খৈল ১০ কেজি ডিসিপি ৪ কেজি লবন ১ কেজি |
1023 |
স্যার আমাদের টিউবওয়েলের পানিতে আয়রন এবং ৬-৭ঘন্টা পর লাল হয়ে ওঠে, ঐপানি মূরগীকে পান করাতে পারবো? (ব্রয়লার ও সোনালী বাচ্চা) |
পরিস্কার পানি দিতে পারলে ভাল হয়। না হলে ঐ পানি দেয়া য়াবে , তবে বেশী সময় ধরে রাখা ঠিক হবে না। |
1024 |
একটি ডিমপারা মুরগি হঠাৎ পানিতে পরে যায়।
কিছুক্ষণ আগুনের পাশে রাখার পর স্বাভাবিক হয়। কিন্তু মাঝে মাঝে ঝিমায়। আগের মতো খাবার খায় না। কি ঔষধ খাওয়াতে হবে? |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। |
1025 |
Gorur sorire aghate khoto gia gha |
Povisep লাগাবেন দিনে ৩ বার ৭ দিন, পুঁজ হলে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে। |
1026 |
মুরগি একদিন পরপর ডিম দেয় এবং খাওয়ার রুচি কমে। সমাধান কি?? |
তিন মাস পর পর এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ খাওয়াবেন। সুষম খাদ্য দিবেন, সাথে vit-E যেমন E-sel বা E-vit খাওয়াবেন। |
1027 |
Which is the best semen, and 474 cross bull which kind of bull. Thank you so much for your help. |
747 আছে শাহীওয়াল জাতের। 474 নং ষাড় এ ্আই ল্যাবে নেই। |
1028 |
গরুর বীজ কোথায় পাওয়া যায়? |
আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1029 |
বিড়ালের ভ্যাকসিন পাওয়া যাবে কি |
সরকারীভাবে বিড়ালের ভ্যাকসিন উৎপাদন করা হয় না। বেসরকারী পাওয়া যাবে। |
1030 |
মুরগীর চোখ এ পানির মত জমে থাকে। চোখ হাল্কা ফুলেও গেছে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। চোখ এ চাপ দিলে পানি বের হয়। কি করনীয়? |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন এবং ভিটামিন এডিই সিরাপ খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন। |
1031 |
আমার একটি গরুর বাছুর এর সারা শরীর গুটি গুটি হয়ে ফুলে গেছে।মাথাটা ফুলা,মুখ দিয়ে জলসা পরে,গাঢ় বাকা হয়ে গেছে।থেমে থেমে জ্বর উঠে।এখন আমি কি করতে পারি।অসুস্থ কাল-১৩d |
ম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই। |
1032 |
fa.a/i theka compounder hote koronio ki? |
এফ.এ(এ/আই) থেকে পদ পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু সহজে করতে চায়না। মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে। |
1033 |
আমি এফএ(এ/আই) হতে কম্পাউন্ডার পোস্টে যেতে চাই এর জন্য করণীয় কি?এফএ(এ/আই) পদ পরিবর্তন কি আদো সম্ভব প্লিজ জানাবেন? |
এফ.এ(এ/আই) থেকে পদ পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু সহজে করতে চায়না। মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে। |
1034 |
মুরগীর চোখ দিয়ে পানি পড়ে,চোখ প্রায় বন্ধ। আর মুখের আশে পাশে গোটা গোটা উঠেছে পক্স এর মত। এক ডাক্তার কে বললাম উনি Lisovet, Erocof, Kelovir ঔষধ দিলো। এগুলো কি সঠিক |
Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days |
1035 |
আমার একটা সোনালী মোরগ ৩ কেজি র মতন হবে।
এর মাথার ফুল কালো হয়ে যাচ্ছে।
কি সমস্যার জন্য এমন হয়। |
বয়স হওয়ার জন্য হতে পারে, আবার ফঙ্গাস বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হতে পারে। |
1036 |
গরুর পেনিস সব সময় বাহিরে থাকার কারন কি, তাতে করনিয় কি |
আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1037 |
আমার ৩ মাস বয়সী ফাউমি মুরগী গুলো ঝিমায় এবং এক্টার পাখা ঝুলে গেছে। আর কিছু মুরগীর নাকে পানি এবং চোখ দিয়ে পানি পড়ে। চোখ বন্ধ করে ঝিমায়। এ সমস্যার সমাধান দরকা। |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। |
1038 |
গরুর খোড়া রোগ সম্পর্কে জানতে চাই। |
গরুর ক্ষুরা রোগ হলে FMD Cure/ Povisep দিয়ে পা ও মুখ ধুয়ে দিবেন ৫-৭ দিন এবং SP vet ইনজেকশন ৩-৫ দিন দিবেন। |
1039 |
ছাগলের বাচ্চা কে গুড়া দুধ খাওয়ানো হলে কী কোন রোগ হবে |
যার যা খাদ্য তাই দেয়া উচিত। ছাগী দুধ না দিলে প্রয়োজনে অন্য ছাগীর দুধ ফিডার দিয়ে খাওয়ানো যেতে পারে। |
1040 |
কক্সবাজার জেলার ব্রয়লার ও লেয়ার মুরগির ফার্মের তালিকা ও এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ও ভুক্তা চাহিদা কেমন এর তালিকা দেওয়া যাবে?
sohrabarmanhossain@gmail.com |
কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এর সাথে যোগাযোগ করুন। Mobile: 01819073661 |
1041 |
amr biraltake ke jeno leje agath koreche ekhon eta nosto hoye jacche ki korbo.... |
ক্ষত হলে পভিসেভ দিয়ে ড্রেসিং করে দিবেন দিনে ৩ বার। বেশী আঘাত পেয়ে ভেঙ্গে গেলে ডাক্তারকে দেখিয়ে পরামর্শ নিন। |
1042 |
ACR ফরম(২০২২ সালের) সাদা কাগজে নিলে হবে কি.....? |
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করলে হবে। |
1043 |
বিড়ালকে সাবান দিয়ে গোসল করালে কী কোনো সমস্যা হবে |
বেশী ময়লা না হলে গোসলের প্রয়োজন নেই। এছাড়া গোসলের প্রয়োজন হলে পানিতে সাবান না দিয়ে জীবানুনাশক মিশিয়ে গোসল করালে ভাল হয়। |
1044 |
গবাদি পশুর খামার নিবন্ধনের জন্য খামার নিবন্ধন ফি ও ভ্যাট এর সাথে কি ট্যাক্সও দিতে হবে ? খামার নিবন্ধন, ভ্যাট ও ট্যাক্সের নতুন চালান কোডগুলো কী কী ? |
গবাদি পশুর খামার নিবন্ধনের জন্য খামার নিবন্ধন ফি এর সাথে ভ্যাট দিতে হয়, এর সাথে ট্যাক্সও দিতে হবে না। |
1045 |
সার আমি দুটি ষাঁড় কিনেছি ষাঁড়ে খাবার খাচ্ছে না কৃমি করে ছি জাইমোভেট এনোরা এগুলো খাইয়েছি ঘাস মোটামাটি খাচ্ছে তবে দানাদার খাবার খাচ্ছে না। |
দানাদার খাবার ১০০ কেজি ওজনের জন্য ০১ কেজি হিসাবে খাওয়াবেন। সাথে জাইমোভেট মিশিয়ে দিবেন। কাঁচা ঘাস খেলে আর তেমন কিছু লাগে না। |
1046 |
খাসি ছাগল পাঁঠার মত আচরণ করে, পেনিস বের করে , করণীয় কি? |
সাধারণভাবে এরকম হওয়ার কথা না। তবে যদি মনে করেন তাহলে বার্ডিজো ক্যাস্ট্রেটর দ্বারা ক্যাস্ট্রেশন করে দিতে পারেন। |
1047 |
আমি এফ/এ অথবা কমপাউন্ডার অথবা এ আই কর্মী হিসেবে কাজ করতে চাই।আপনাদের সহোযোগিতা চাই। |
আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1048 |
আমার বিড়ালের রক্ত
পাতলা পায়খানা হয়েছে কি করনীয় |
মানুষের ঔষধ এমোডিস অথবা ফ্লাজিল ট্যাবলেট ০.১ ট্যাবলেট দিনে ২ বার ৩-৫ দিন খাওয়াবেন। |
1049 |
আমার ছাগল ঠিক মতো হাটতে পারে না আর কাসে এবং নাখ দিলে পানি পড়ে এখন আমি কি করো |
Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe |
1050 |
কৃমি ঔষধ দেওয়া পর পাতলা পায়খানা। হচ্ছে। কৈকদিন সেরে গিয়েছিলো আমার হচ্ছে এখন কি করনীয় |
কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। |
1051 |
বকনাকে সিমেন দিয়েছি সাত মাস পুর্বে,বীজ দেয়ার পর হতে আজ পর্যন্ত বুঝা যাচ্ছিল যে কন্সেপ করেছে, কিন্ত সাত মাস পর চেক দিয়ে বুঝা গেল পেঠে কোন বাচ্চা নাই, এখন কি করব |
ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন। |
1052 |
আমার ৫০০পিস টাইগার মুরগি আছে, মুরগী গুলা গুড়ের মত পায়খানা করে, ঘড় ঘড় শব্দ করে, ও কাশি দেয়, সেক্ষেত্রে করনীয় কি? |
ঠান্ডার জন্য Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। লাল পায়খানার জন্য ESB-3 30% অথবা Coccicure পাউডার ২ গ্রাম প্রতিলিটার ৩-৫ দিন খাওয়াবেন। |
1053 |
Dls 2016 Circular no-1181 Circular date-09-06-2016, Post:অফিস সহায়ক ৬১জন পরীক্ষা কত দিনের মধ্যে হতে পারে,,দয়া করে জানাবেন exam date |
এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে যখনই হোক, পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে। |
1054 |
Murgir.pa.baka.hoye.gese.kivabe.soja.korbo.koronio.ki |
ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন। |
1055 |
১০ সপ্তাহ বয়স এর হাসের স্বাভাবিক ওজন কত? |
১০ সপ্তাহ বয়স খাকী ক্যাম্পবেল অথবা দেশী হাসের স্বাভাবিক গড় ওজন ৬০০ গ্রাম হওয়া বাঞ্চরীয়। |
1056 |
Live stock er Vaccine e ki koto vat dete hoi?
Hole ta koto percent? Bhola te sobai vat er kotha bole besi taka nisse? |
সরকারী ভ্যাকসিন ক্রয়ে কোনো ভ্যাট দিতে হয় না। |
1057 |
Live stock er Vaccine e ki koto vat dete hoi?
Hole ta koto percent? Bhola te sobai vat er kotha bole besi taka nisse? |
কোনো ভ্যাট দিতে হয় না। |
1058 |
আমার ডিমপাড়া ফাওমী মুরগী সবুজ ও চুনা পায়খানা করে আর বসে থাকে খাওয়া খায় না। কি ঔষধ দিবো? |
চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই। |
1059 |
মূরগীর খাদ্য তৈরি করতে কোন কোন উপাদান লাগে জানাবেন স্যার!! (ব্রয়লার,সোনালী) |
এসএমএস-এর মাধ্যমে বড় উত্তর দেয়া সম্ভব হবে না। |
1060 |
একটা কুকুর প্রায় ৫ দিন যাবৎ একি যায়গায় পড়ে আছে, কেউ কোনো খাবার দিলেও খায় না, এখন এটাকে কি ঔষধ খাওয়ানো যায়, পরামর্শ চাচ্ছি। |
দেখে চিকিৎসা করতে হবে। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1061 |
Micronid vet গর্ভবতী গাভিকে খাওয়ানো যাবে কি |
প্রয়োজন না হলে খাওয়াবেন না এবং অসুস্থ্যতার লক্ষণ অনুযায়ী প্রয়োজন হলে রেজিষ্টার্ড ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিবেন। |
1062 |
৫ মাসের ১টা বাছুর জাবর তুলে তুলে ফেলে দিচ্ছে৷
কি ব্যবস্থা নিতে হবে |
নাইট্রেট পয়জনিং এর পূর্বের অবস্থা। কচি ঘাস বা বেশী ইউরিয়াযুক্ত ঘাস একবারে বেশী পরিমানে দিবেন না। একটু শুকিয়ে খাওয়াবেন বা খড় মিশিয়ে খাওয়াবেন। |
1063 |
গরুর খামারের জন্য লোন নেবার সিস্টেম কি??? |
আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1064 |
ছাগলকে কৃমি মুক্ত করার জন্য কোন ঔষধ খাওয়াব? |
কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি খাওয়াবেন। |
1065 |
chittagong a ki kono cours koran shorkari babe free |
Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke |
1066 |
Goru patla pikana pagnency |
Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। |
1067 |
Goru patla paikhna |
Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। |
1068 |
Goru patla paikhna |
Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। |
1069 |
Amar khamarer 2ta has hothat madite latiye porce payer upor vor diye daraite parena.Akhon ki ousud khawabo,, r ki karone a dhoroner somossa hoy |
ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন। |
1070 |
গরু কয় মাসে বাচ্চা ডেলিভারি হয়? |
২৭৮±১০ দিনে গরু বাচ্চা ডেলিভারি হয় |
1071 |
উন্নত জাতের মুরগী কিভাবে পালন করবো |
প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটের সেবাবক্সে প্রকাশনা অংশে দেখুন। |
1072 |
আমার বোকরি হাগেনা মোতেনা খাইনা টোকাই এর সোমেসসা কি সারে চার মাস গ *text missing* |
আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1073 |
প্রেগন্যান্ট ৪মাস ছাগলের পাতলা পায়খানা,কি ট্রিটমেন্ট স্যার? |
Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ১ টি/৩৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন ৩-৫ দিন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন । |
1074 |
আমার সাদা পোষা মুরগিটিকে গোসল করানোর জন্য সাবান আর হালকা গরম পানি ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার মুরগির কী কোনো সমস্যা হবে ? |
মুরগিকে গোসল করানোর প্রয়োজন নেই। |
1075 |
Gorur bassa hoar por sue porece r uthcena.goru susto ace but utcena,calcium,ad sob kora hoice |
dextrose 5% স্যালাইনের সাথে Cal ci vit plus i/v ইনজেকশন দিবেন। পরে মাঝেমাঝে ভিটামিন এডিই সিরাপ এবং ডিসিপি পাউডার খাবারের সাথে খাওয়াবেন। |
1076 |
স্যার, খামারে ফ্লোরের মাটি খনন করে খেয়ে ফেলতেছে মূরগী!তাতে মূরগীর কোনো শারীরিক সমস্যা হবে কিনা?লিটার তো দেওয়া আছে। |
খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। |
1077 |
রেনামাইসিন মুরগীর কি রোগের ঔষধ |
পাতলা পায়খানা সহ কিছু রোগের জন্য কাজ করে। |
1078 |
গাভীর বাচ্চা দেওয়া ৭ মাস হচ্ছে ৩ বার বীজ দেওয়া হয়েছে কিন্তু প্রেগন্যান্ট হচ্ছে না কেন? শরীর দুর্বল অবস্থায় কৃমির ট্যবলেট খাওয়ানো যাবে কি?বেশি সময় মিউকাস পড়চ্ছে |
ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন। |
1079 |
স্যার, ২০ বা ৪০ দিন বয়সের সোনালী মূরগী যদি ফ্লোরের মাটি টোবরায় খেয়ে ফেলে তাতে মূরগীর কোনো শারীরিক সমস্যা হবে কিনা একটু জানাবেন! |
খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। |
1080 |
স্যার, বেরিয়াম ক্লোরাইড দিয়ে প্রেগন্যান্সি টেস্টে কি সঠিক ফলাফল আসে??? |
সঠিকভাবে পরীক্ষা করতে পারলে ফলাফল সঠিক আসবে। |
1081 |
মুরগী কম ডিম দেয় কিসের জন্য |
সুষম খাদ্য দিবেন, সাথে vit-E যেমন E-sel বা E-vit খাওয়াবেন। |
1082 |
আমাদের এলাকায় একটা অসুস্থ শকুন পাওয়া গেছে। তার চিকিৎসার জন্য উপ *text missing* *text missing* |
আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1083 |
ছাগলের বাচ্চা কত দিনে ঘাস খাওয়া শিখে |
ছাগলের বাচ্চা ২ সপ্তাহ বয়সে ঘাস খাওয়া শিখে। |
1084 |
ছাগলের একটি জায়গার লোম পড়তেছে এবং লোম পড়ে জায়গাটা সাদা হয়ে গেছে এখন কী করব |
poshom ute gele Ivermectin injection 1ml/50 kg weight hisabe prothom din abong 14 tom din chamrar nichey injection. Zinc-b syrar khaoaben. |
1085 |
ঠাকুরগাওঁ ডেইরি লিমিটেড কৃত্রিম প্রজনন কর্মী এটা কি সরকারী অনুমোদন পাইছে। |
আমার জানামতে কৃত্রিম প্রজনন কর্মী ব্যবহারের অনুমোদন নেই। |
1086 |
Jodi khaki camble has valo maner toiri kora jay tahole sei has theke koy saptahe dim pawa jabe? |
হাঁসের বয়স ২০ - ২২ সপ্তাহ হলে ডিম দেয়া শুরু করে। |
1087 |
Post-vfa, rool-0113045, ar asthkit file kbe passed hbe, sair. |
VFA রেজাল্ট অনেক আগে হয়েছে। এখন আর বিষয়ে কোন প্রশ্ন না করলে ভাল হয়। পশু-পাখি সম্পর্কিত প্রশ্ন করুন। |
1088 |
আমি খামারে কয়েকজাত মিশ্রিত করে মুরগী পালন করছি।
শীতকালে কি কি ঔষধ খাওয়ালে সেগুলো ভালো থাকবে।
আমি সেগুলোর ডিমপাড়ানোর জন্য লালন পালন করতেছি! |
খামার পরিস্কার ও জীবানুমুক্ত রাখবেন, হঠাৎ গরম বা ঠান্ডা না লাগে ব্যবস্থা নিবেন, মাঝে মাঝে পানিতে ডব্লিউ এস ভিটামিন দিবেন। অপ্রয়োজনে কোন ঔষধ খাওয়াবেন না। |
1089 |
আমাদের গরুটা খুব অসুস্ত কিছু খাইতেছে না গরু টা |
প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন। |
1090 |
ঝিমানো মুরগীর বাচ্চা কি ঔষধ |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। |
1091 |
গরুর খুরা রোগ চিকিৎসা |
FMD Cure/ Povisep dia pa o muk o pa dua diben 5-7 din + SP vet injection diben |
1092 |
পাখনা ঝুলে পড়া ও ঝিমানো মুরগি কি ঔষধ |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। |
1093 |
ছার আমার একটা ছাগলে মুখে টিউমার হয়েছে কি করতে হবে |
ছোট একটা অপারেশন করতে হবে। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1094 |
গরুর খুরা রোগের চিকিৎসা কি?(আকান্ত হয়নি ভাল গরুর জন্য) |
সরকারি টিকা হলে ট্রাইভ্যালেন্ট, আর বেসরকারি টিকা হলে টেট্রাভ্যালেন্ট টিকা যেমন আপটোভ্যাক্স দিবেন। |
1095 |
আমাদের এলাকায় একটা অসুস্থ শকুন পাওয়া গেছে। তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে অনুরোধ করা হচ্ছে। ঠিকানা = ভুরু *text missing* |
আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। |
1096 |
মুরগীর বাচ্চা পাখনা ঝুলে পড়া ও ঝীমানোর কি ঔষধ |
Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। |
1097 |
আমার একটা গরু, অন্য একটা গরুর প্রস্রাব খায়। এর কোন কি চিকিৎসা আছে |
DCP plus, Lobon o Bit lobon danader khabarer sathe khaoaben por por 5 din |
1098 |
চুন চুন পায়খানা হলে মুরগীর কি ঔষধ |
চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই। |
1099 |
চাকুরীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য NOC চেয়ে আবেদন করা হয়েছে মহাপরিচালক বরাবর। NOC দেয়া হয়েছে কিনা আপডেট কিভাবে পাব? |
প্রশাসন শাখায় যোগাযোগ করবেন। |
1100 |
ডাক কলেরা রোগের লক্ষন সমূহ কি কি? |
ডাক কলেরা আক্রান্ত হাঁস বারবার পাতলা মল ত্যাগ করতে পারে ফিকে সবুজ বা হলুদ রংয়ের। |