SL# প্রশ্ন উত্তর
1601 আমি একটি খামার করতে চাই কিন্তু আমার পুঁজি কম তাই ব্যাংক থেকে লোন নিতে চায়। ব্যাংক লোন কি ভাবে পেতে পারি জানাবেন। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1602 গাবিন গরুর পেট ফাপা ও খায় না পেট ফাপা হলে stomavet powder ২ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
1603 Gorur pat fafa. পেট ফাপা হলে stomavet powder ২ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
1604 মুরগির রোগ/বেরাম হয়েছে কী ওষুধ খাওয়াবো? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1605 Korur krimy প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে খাবারের সাথে ভিটামিন ডিবি পাউডার খাওয়াবেন। সময়মতো টিকা দিবেন।
1606 গরুর জর Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo
1607 যশোরে গরু মোটাতাজা করণের উপর একটি শর্ট প্রশিক্ষণ কিভাবে পেতে পারি,,? জানালে উপকৃত হতাম,,ধন্যবাদ। ভালো থাকবেন,,,একটু দ্রুতই জানাবেন প্লিজ,,, ❣️❣️❣️❣️❣️❣️ আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1608 স্যার গরুর বিজ দিলে ২ দিন পরে রক্ত যায়, পরে আবার ডাকে আসে। করণীয় কি? ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
1609 কবুতর এর চুনা ও সবুজ পাতলা পায়খানা করতেছে। এখন করোনীয় কি ? চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
1610 Kobutorer Kasi Ki Kora Jay Enrocin 2ml/litre water e mishie khoate hobe.
1611 আমার বাছুর মাটি খায়। বয়স ১.৫ মাস কি করবো? DCP plus, Lobon o Bit lobon danader khabarer sathe khaoaben por por 5 din
1612 গরুর গায়ে জ্বর ১০৬, গায়ের লোমগুলা খাড়া হয়ে আছে ,মুখ দিয়ে লালা পরে কিছু খায় না, করনীয় কি?? FMD Cure/ Povisep dia pa o muk o pa dua diben 5-7 din + SP vet injection diben
1613 স্যার আমি নতুন খামারি,, ইউএমএস টা কি, ১০ কেজি খড়, ২ কেজি চিটাগুড় ও ৩০০ গ্রাম ইউরিয়া মিশ্রণ করতে হবে।
1614 কবুতর হটাৎ করে হাটতে পরতেছে না,মনে হচ্ছে দুই পা অবস হয়ে আছে। এখন কি *text missing* স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
1615 Murgir Chuna paikgana চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
1616 গরুর থুতনি ফুলে গেছে। করণীয় কি? খুতনীর নীচে পানি জমা হওয়া কলিজা কৃমির লক্ষণ। nitroxil/ Nitronex ইনজেকশন দিতে হয়, না হলে ফ্যাসিনেক্স ট্যাবলেট 1 Tab/60 kg wt খাওয়ালে হবে।
1617 *text missing* গাভিন,গরুটির ওজন ৩০০ কেজি+, কতটুকু করে খাবার দিতে হবে,কোন খাবার কত টুকু করে দিব ১০০ কেজি ওজনের জন্য কাঁচা ঘাস ৬কেজি অথবা ২ কেজি খড় বা ইউএমএস এবং ১ কেজি দানাদার মিশ্রন দিতে হয়। দুধ দিলে অন্য হিসাব হবে।
1618 গরুর গর্ভচেক কিভাবে করব জানাবেন রেকটাল পালপেশন করে অথবা বেরিয়াম ক্লোরাইড দিয়ে পেশাব পরীক্ষার মাধ্যমে গর্ভ পরীক্ষা করা যায়।
1619 গরুর জন্য অ্যামাইনো এসিড ও এডিই কি পাউডার আকারে পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে কোম্পানির নাম কি স্কয়ার, একমি, রেনাটা, এসিআই সহ প্রায় সব কোম্পানীর অ্যামাইনো এসিড ও এডিই আছে।
1620 ছাগলের নাক দিয়ে পানি পরে ও কাসে তার জন্য কি প্রয়োজন Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
1621 কবুতর এর বাসা পোকামাকড় ও জীবাণু দুর করার ঔষধের নাম কি? ময়লা আবর্জনা পরিস্কার করে ভিরকন এস বা এ জাতীয় জীবানুনাশক স্প্রে করবেন।
1622 কবুতর এর চুনা ও সবুজ পাতলা পায়খানা করতেছে। কি ওষুধ খাওয়াতে পারি?? চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
1623 Khura রোগের চিকিৎসা ওব্যবসথ জাণাবেন khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
1624 Garur patla paikhana Streptosulpha/ Sulpha Plus বা Sulphadin S ট্যাবলেট খাওয়াবেন। পাতলা পায়খানা কমলে কৃমির ঔষধ খাওয়াবেন।
1625 ট্রাইলেভ ভেট টেবলেট কি কাজ করে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট এর মতো
1626 ট্রাইলেভ ভেট টেবলেট কি কাজ করে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট এর মতো
1627 আমার ছাগলের প্রথমে পেট ফুলে গিয়েছিল, ব্লক স্টপ সিরাপটি দেই, গায়ে জ্বর ছিল সর্দি কাশ আছে প্রচুর পরিমাণ। অনেক ওষুধ আনছি। আজ তৃতীয় দিন থেকে কিছুই খাচ্ছে না? Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
1628 VFA, FA(AI), Compounder গণের ডিপ্লোমা ইন-সার্ভিস ট্রেনিং কবে হতে পারে? এরকম কোন সিদ্ধান্ত হয়নি।
1629 গরু মোটাতাজার জন্য কি প্রায়োজন প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে খাবারের সাথে ভিটামিন ডিবি পাউডার খাওয়াবেন। সময়মতো টিকা দিবেন।
1630 গরুর ক্ষুরা রোগ এখন বাচ্চা প্রসব করছে করনীয় কি FMD Cure/ Povisep dia pa o muk o pa dua diben 5-7 din + SP vet injection diben
1631 লাম্পি এর চিকিৎসা কি কি দিব স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
1632 ষাড় গরুর প্রসাবের সাথে রকত আসে পেনিসিলিন জাতীয় ইনজেকশন যেমন এফপি পেনিসিলিন বা প্রোনাপেন ইনজেকশন দিবেন। সাথে ইউরিক্যাল সিরাপ খাওয়াতে পারেন।
1633 3 মাসের মুরগির বাচ্চার আঘাত লেগে পা ভেঙ্গে গেছে ডক্সিভেট পাউডার বা ডক্সিক্যাপ ক্যাপসুল খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন।
1634 sit amar 100/200 piece faomi bacca ache 7 diner. ratke tandar karone janala off kre dite hoi farm er tai amonia gas hye jai.. tanda theke bachar solution please Enrocin 2ml/ltre water 3-5 day. ঠান্ডা বাতাস না লাগে সে ব্যবস্থা করবেন।
1635 কবিতরকে শিতে কি দিবো। ঝিম ধরার মতো বসে থাকে।মাঝে মাঝে পানি পায়খা *text missing* Enrocin 2ml/ltre water 3-5 day. ঠান্ডা বাতাস না লাগে সে ব্যবস্থা করবেন।
1636 আমার একটা ছাগল পাতলা পায়খানা করতেছে খুব|বয়স দাতে নাই|কি করতে হবে Streptosulpha/ Sulpha Plus বা Sulphadin S ট্যাবলেট খাওয়াবেন সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
1637 দেশি মুরগি ওজন বারানোর উপায় দেশী মুরগিকে তিন মাস পর পর Poulnex /Avinex / এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১ কেজি খাবারে ১চা চামচ খাওয়াবেন এবং সুষম খাবার দিবেন।
1638 Kobutor dim parse na keno vit-E jemon E-sel ba E-vit othoba manuser osodh E-cap khaoaben.
1639 Haser sada fena paykhana চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
1640 Liver damage Hepamin forte, Hepatovit Liv-oil খাওয়াবেন।
1641 ভারত থেকে কুকুর আনার জন্য আমার করণীয় কি কি এটা জানতে চাই উপপরিচালক, মানব সম্পদ উন্নয়ন এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01711450633, 01324288810
1642 Sagoler otirikto kashi hle ki khawyale kashi vlo hbe? Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
1643 আমরা 100 টি দেশী মুরগীর বাচ্চা আছে ।চুনা পায়খানা করে এবং ঝিমায় এখন কি করবো চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
1644 কবিতরকে কৃমিনাশক খাওয়ানোর পর কি খাওয়াবো খাবারের সাথে জাইমোভেট পাউডার মিশিয়ে দিবে ৫ দিন। ২/৩ দিন পানির সাথে ডব্লিউ এস ভিটামিন মিশিয়ে দিবেন।
1645 ছাগলের পায়খানা হয়না পেট ফিকছে চিকিৎসা কি ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
1646 আমার ছাগলটি হিটে আসছেনা কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
1647 ক্যালসিয়াম ইনজেকশন এক জায়গায় কত মিলি দেয়া যাবে শিরায় স্যালাইনের সাথে দিবেন।
1648 কবুতর খায় না তিন মাস পর পর এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ খাওয়াবেন। খাবারের সাথে জাইমোভেট পাউডার মিশিয়ে দিবে ৫ দিন।
1649 প্রিয় স্যার, ক্রিমির ট্যাবলেট, ভিটামিন ই, কাচা ছোলা ভিজিয়ে খাওয়ানোর পরও গরু হিটে আসছেনা। হরমোনের ইঞ্জেকশন করতে বলেছিলেন, ইঞ্জেকশন এর নামটা বলুন দয়া করে। ধন্যবাদ প্রথমে প্রসলবিন, পরে ফাটাজিল অথবা ফার্টিলন হরমোন দিতে হয়।
1650 ছাগলের পায়খানা হয়না Duralax ট্যাবলেট ১ টি খাওয়াবেন।
1651 Gorur gor plz Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo bar bar asle antibiotic injection diben.
1652 দ্রুত ক্ষত শুকানোর জন্য কি করতে হবে? পভিসেপ দিয়ে ড্রেসিং করে ডক্সিভেট পাউডার লাগাবেন
1653 গরুর ক্ষুরারোগের কি চিকিৎসা দেয়া যায়... khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
1654 কবিতরকে কৃমিনাশক খাওয়ানোর পর কি খাওয়াবো ২/৩ দিন পানির সাথে ডব্লিউ এস ভিটামিন মিশিয়ে দিবেন।
1655 ছার আমার ডিম পারার 100পিজ দেশি মুরগি আছে এখন সেগুলোর সমসা হলো জিম দিয়ে বসে থাকে ।ঠোকরা ঠুকরি করে এবংএকটার পোর আরেকটা ঠোকরাইয়া খেয়ে ফেলে খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
1656 আসসালামু আলাইকুম, আমি ইন্ডিয়ার থেকে ২পিছ পাসিয়ান বিড়াল আনবো বাংলাদেশে আনতে কি কি কাগজ লাগবে । দয়া করে আমাকে বলবেন ইমারজেন্সিন উপপরিচালক, মানব সম্পদ উন্নয়ন এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01711450633, 01324288810
1657 প্রিয় স্যার, ক্রিমির ট্যাবলেট, ভিটামিন ই, কাচা ছোলা ভিজিয়ে খাওয়ানোর পরও গরু হিটে আসছেনা। হরমোনের ইঞ্জেকশন করতে বলেছিলেন, ইঞ্জেকশন এর নামটা বলুন দয়া করে। ধন্যবাদ প্রথমে প্রসলবিন, পরে ফাটাজিল অথবা ফার্টিলন হরমোন দিতে হয়।
1658 হাঁসের এক ধরনের রোগ হয়েছে, গলায় শব্দ করে লালা একটু পড়ে একদম খাবার খাচ্ছেনা কী করা যায় ? Enrocin 2ml/ltre water 3-5 day.
1659 ছাগলের পাতলা পাইখানা Streptosulpha/ Sulpha Plus বা Sulphadin S ট্যাবলেট খাওয়াবেন। পাতলা পায়খানা কমলে কৃমির ঔষধ খাওয়াবেন।
1660 চীনা জাতীয় হাঁস মাঝারি আকারের বাজার থেকে কিনে এনেছি। দুই দিন ধরে খাবার খাচ্ছেনা, ঝিমিয়ে পড়েছে কী করা যায়? Enrocin 2ml/ltre water 3-5 day.
1661 পিপি আর টিকা পাওয়ার জন্য কি বেশি ছাগল থাকতেই হবে? আর ডাক যোগে আনা যাবে কি? ডাকযোগে নেয়া যাবে না। ১০০ মাত্রা কিনতে হয়, কম ছাগল হলে টিকা নষ্ট করা হয়।
1662 হাস ছুটাছুটি করছে*হাসের চোখ ঘোলা বয়ষ ২মাস ১৩ দিন হাসের পরিমান ৪৩৫ টি ওজন 500গ্রাম করনীয় কি ভিটামিন এডিই সিরাপ খাওয়াবেন।
1663 ১টি বকনার গর্ভ ১ মাস। এখন পাতলা পায়খানা করতেছে।একে কি মেট্রোনিডাজল +সিপ্রোফ্লক্সাসিন ভ্যাট খাওয়ানো জাবে? Streptosulpha/ Sulpha Plus বা Sulphadin S ট্যাবলেট খাওয়াবেন সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
1664 amar elakar ULO ba VA er no. lagbe ami catle farm registration korte chai. Apnar Upojelar ULO er sathe jogajog korun. Phone number 01737423059, 01324289245
1665 Chagoler baccar patlapaikhana o jor Streptosulpha/ Sulpha Plus বা Sulphadin S ট্যাবলেট খাওয়াবেন সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
1666 ল্যাব টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে।
1667 আমার, বাসায় ৯টি মুরগী পালন করে, গতকাল দুপুর হতে ঝিমজিম করতেছে এবং পাতলা পায়খানা করতেছে মাঝে মাঝে। এখন করণীয় কি? Renamycin পাউডার অথবা ট্যাবলেট গুড়া করে খাওয়াবেন + Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
1668 amar akti gavir ajke akti bat diye fata dudh ber hocce r oi bate dudher poriman o kom.a cara ar kono oposorgo nei দুধ আস্তে আস্তে সম্পূর্ণ দোহন করতে হবে। কুসুম গরম পানিতে ম্যাগসালফ পাউডার মিশিয়ৈ সেক দিবেন।
1669 আমি VFA পদে কর্মরত। BCS ভাইবার জন্য NOC নিতে হবে। জানতে চাচ্ছিলাম NOC প্রদান করবেন কে? নিয়োগকারী কর্তৃপক্ষ, আপনাদের ক্ষেত্রে ডিএলএস হেড অফিস থেকে নিলেই হবে।
1670 Goru jabor katena Bovi C3 ba Bovi care 1 pack/100 kg weight for 3 days na hole Rumenton ba Rumen on Khaoaben
1671 গাভীর বাচ্চা হবে ডেট আরো ৯ দিন পর। কিন্তু দুধের বান অনেক শক্ত হয়ে গেছে করনীয় কি? দুধ আস্তে আস্তে সম্পূর্ণ দোহন করতে হবে। কুসুম গরম পানিতে ম্যাগসালফ পাউডার মিশিয়ৈ সেক দিবেন।
1672 ২ মাসের বয়সের দেশী মুরগির বাচ্চা ঝিমাচ্ছে, খাচ্ছে না Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1673 ২ মাসের বয়সের দেশী মুরগির বাচ্চা ঝিমাচ্ছে, খাচ্ছে না Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
1674 টার্কি মুরগী খাঁচায় পালন করা যায় টার্কি মুরগী খাঁচায় পালন করা যায়, তবে সরকারিভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।
1675 হাসজিমাণো Cosumix Plus ২ গ্রাম পতি লিটার পাতে মিশিয়ে খাওয়াবেন।
1676 আমি এক জন নতুন খামারী আমার খামারে ৬ টি গরু আছে, বিভিন্ন রোগ ছারাচ্ছে ঠিক মত পরিচালনা করতে পারছি না সরকারীভাবে কোন সহেতা পাচ্ছি না। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
1677 স্যার গরু মোটাতাজা করতে হলে কি কি মেডিসিন লাগে এবং কোন সময় কোনটা দিতে হবে বললে উপকার হতো প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে খাবারের সাথে ভিটামিন ডিবি পাউডার খাওয়াবেন। সময়মতো টিকা দিবেন।
1678 আমার গাড়ল ভেড়ার পাতলা পায়খানা কিছুই খাচ্ছে না। Streptosulpha/ Sulpha Plus বা Sulphadin S ট্যাবলেট খাওয়াবেন সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
1679 কবিতরের বডি শুকিয়ে যাচ্ছে তিন মাস পরে পরে এভিপার / ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ পরিমান মিশিয়ে খাওয়াতে হবে।
1680 ম্যাগসালফ ব্যাবহারের পরিমাণ কতটুকু চা চামচ পরিমান ১ লিটার পানিতে মিশিয়ে এরমধ্যে কাপড় ভিজিয়ে সেক দিতে হবে।
1681 আমার গরুর চোখ দিয়ে পানি ঝরে। সিলভার নাইট্রেট দিছি।কৃমির মেডিসিন খাওয়ানো হয়েছে কিন্তু তাও পানি ঝরা বন্ধ হয়নি। ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন এবং eyedrop-civodex vet ১ ফোটা দিনে ২ বার দিবেন।
1682 একটি ছাগলকে পঠা দেখানোর তিনদিন হলো,এখন মুল কথা হলো হালকা হালকা সাদা *text missing* পরে যদি ডাকে আসে জ্বরায়ুতে লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে প্রজনন করাবেন।
1683 গাভী কিছুক্ষণ পর পর শুধু কাঁশি দেয়।প্রতিকার চাই? Histavet injection 1ml/10 kg 5 days diben
1684 ছিলা হাঁস এর পাখনা ছেরে হাটে তার চিকিৎসা ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
1685 বয়লার মুরগি পাতলা পায়খানা করছে ঔষধ কী Renamycin পাউডার অথবা ট্যাবলেট গুড়া করে খাওয়াবেন + Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
1686 USM কি ভাবে বানাবো Straw 10 kg, Molassess 2.2 kg, Urea 300 gm pani 5-7 Litre Akotre mishale UMS hobe.
1687 আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশ কিছু পাখি আনবো পালার জন্য হয় তা বাণিজ্যিকভাবেও পালতে পারি সরকারি ভাবে কোন কাগজ লাগবে কি না ধন্যবাদ আপনার উপজেলার ULO এর সাথে যোগাযোগ করুন, নম্বর 01324290796, 01821547063
1688 মোটাতাজা করতে গরুকে ইউ এম বি বানানোর নিয়ম ও খাওয়ানো নিয়ম জানালে উপকার হত Mollasses: 35 %, Urea: 10 %, Broken rice: 35 %, Groundnut: 10 %, Cement: 6 %, Minerals: 3 %, Salt 1 % অন্যান্য উপাদান দিয়েও বানানো যায়।
1689 Doxivet পাউডার ও ভিটামিন এডিই সিরাপ কিভাবে ব্যবহার করবো? Doxivet পাউডার খাবারের সাথে অথবা পানির সাথে মিশিয়ে ও ভিটামিন এডিই সিরাপ পানির সাথে মিশিয়ে প্যাকেটের গায়ের নির্দেশনা মোতাবেক ব্যবহার করবেন।
1690 আমি কিছু পাখি পালন করতে চাই আমার কাগজ কিছু লাগবে নি জানার জন্য মেসেজ টা বিস্তারিত জানাবেন প্লিজ পাখি গুলা হলো জাগটিগা একটেল এই সব পাখি ধন্যবাদ কিছু পাখি পালন করতে বন বিভাগের অনুমতি লাগে।
1691 ছাগলের খুব কাঁশির জন্য কি ওষুধ খাওয়াতে হবে? Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
1692 Chagoler dhonustongkar ধনুষ্টংকারের টিকা দিতে হয়। এর কোন সুনির্দিষ্ট চিকিৎসা নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হয়।
1693 Goro olane mastadis and 4 manth pregnet দুধ আস্তে আস্তে সম্পূর্ণ দোহন করতে হবে। কুসুম গরম পানিতে ম্যাগসালফ পাউডার মিশিয়ৈ সেক দিবেন। প্রয়োজনে পেনিসিলিন ইনজেকশন দিবেন
1694 ৫০০ ব্রয়লার মুরগির বাচ্চা পালনে শুরু থেকে বিক্রি পর্যন্ত রোগব্যাধির জন্য কি ঔষধ ব্যবহার করতে হবে এবং বৃদ্ধির জন্য ভিটামিন কি ৩ ও ১৮ দিনে গামবোরো, ৩-৭ ও ১৮-২১ দিনে বিসিআরডিভি চোখে ফোটা বা রাণীক্ষেত রোগের বেসরকারি টিকা পানিতে মিশিয়ে/চোখে ফোটা দিবেন।
1695 Tiyar posom othe jasse উকুন থাকলে nigutox বা neocidol পানিতে মিশিয়ে চোখ নাক মুখ বাদ দিয়ে পুরো শরীরে দিয়ে ১ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে দিবেন এবং Zink-B সিরাপ ও Vita-ADE সিরাপ দিবেন
1696 গরুর জ্বর ১০৪ Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo
1697 Apnar address প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা।
1698 আমার গাভী বাচ্চা দিয়েছে ৩ মাস হলো,এখনো হিটে আসেনি। এর আগে ৩ বার বাচ্চা দিয়েছে, প্রতিবার ৩৬ বা ৩৭ দিনের মদ্ধে হিটে এসেছিল। কাচা ছোলা খাওয়াচ্ছি ১৫ দিন হলো। করণীয়? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
1699 মুরগির চোখে মুখে ঘা হলে কোন ঔষধ খাওয়াতে হবে? ঘা শুকানোর জন্য ডক্সিভেট পাউডার খাওয়াবেন। পানিতে ভিটামিন এডিই সিরাপ মিশিয়ে দিবেন ৩-৫ দিন।
1700 গরুর জন্য ২০০ গ্রাম প্রোটিন সমৃদ্ধ ১ কেজি দানাদার খাদ্যের তালিকা দেয়া যাব কি গমের ভুষি ৩০০ গ্রাম গম/ভুট্টা ভাঙ্গা ২০০ গ্রাম খেসারী ভাঙ্গা ১৫০ গ্রাম ছোলা ভাঙ্গা ১০০ গ্রাম সয়াবিন মিল ১০০ গ্রাম তিল খৈল ১০০ গ্রাম ডিসিপি ৪০ গ্রাম লবন ১০ গ্রাম