SL# প্রশ্ন উত্তর
1 গরুর খুরা রোগের চিকিৎসা কি?(আকান্ত হয়নি ভাল গরুর জন্য) সরকারি টিকা হলে ট্রাইভ্যালেন্ট, আর বেসরকারি টিকা হলে টেট্রাভ্যালেন্ট টিকা যেমন আপটোভ্যাক্স দিবেন।
2 আমাদের এলাকায় একটা অসুস্থ শকুন পাওয়া গেছে। তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে অনুরোধ করা হচ্ছে। ঠিকানা = ভুরু *text missing* আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
3 মুরগীর বাচ্চা পাখনা ঝুলে পড়া ও ঝীমানোর কি ঔষধ Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
4 আমার একটা গরু, অন্য একটা গরুর প্রস্রাব খায়। এর কোন কি চিকিৎসা আছে DCP plus, Lobon o Bit lobon danader khabarer sathe khaoaben por por 5 din
5 চুন চুন পায়খানা হলে মুরগীর কি ঔষধ চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
6 চাকুরীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য NOC চেয়ে আবেদন করা হয়েছে মহাপরিচালক বরাবর। NOC দেয়া হয়েছে কিনা আপডেট কিভাবে পাব? প্রশাসন শাখায় যোগাযোগ করবেন।
7 ডাক কলেরা রোগের লক্ষন সমূহ কি কি? ডাক কলেরা আক্রান্ত হাঁস বারবার পাতলা মল ত্যাগ করতে পারে ফিকে সবুজ বা হলুদ রংয়ের।
8 শীত কালে হাঁসের বৃদ্ধি কি কমে যায় নাকি একই থাকে? শীত বা গরম বেশী হলে উভয়ই খারাপ। তবে শীতে খুব অসুবিধা হয় না। মাঝে মাঝে ভিটামিন এডিই ও ডব্লিউ এস ভিটামিন পানিতে মিশিয়ে খাওয়াবেন।
9 আসসালামুয়ালাইকুম আমার একটা গরু আছে লোম গুলো খাড়া হয়ে থাকে কেনো ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিলে ভাল হয়। জ্বর হলে Fevasole injection ১মিলি/ ১০ কেজি ওজনের জন্য হিসাবে ইনজেকশন দিতে হবে, জ্বর কমলে অসুধ বন্ধ।
10 হাসের বয়স ৮ সপ্তাহ পার হলে। মাথা পিছু কত গ্রাম করে খাদ্য দিতে হবে ও *text missing* মাথা পিছু ৪৫-৫০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
11 রাম ছাগলকে লম্বা জন্ন কি দরকার সুষম খাদ্য দিবেন অর্থাৎ পর্যাপ্ত কাচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি দিবেন।
12 ২০দিন বয়সের সোনালী বাচ্চা একটা আরেকটাকে টোবরাই কেন? যদি কোনো ঔষধ বা উপায় থাকলে জানাবেন স্যার! খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন। তাতেও কাজ না হলে ডিবিকিং বা ঠোট কেটে দিতে হবে।
13 গরুর ওজন ৬০-৭০ কেজি। জ্বর ও কাশি হয়েছে এখন কী করণীয় Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo + Histavet injection 1ml/10 kg 5 days diben
14 খাকি ক্যাম্বেল জাতের হাঁস কতদিনের মধ্যে ডিম দেয়? হাঁসের বয়স ২২ সপ্তাহ হলে ডিম দেয়া শুরু করে।
15 প্রাণিসম্পদ দপ্তর থেকে Shuborno জাতের মুরগির বাচ্চা কিভাবে ক্রয় করতে পারি ? এই মুহুর্তে প্রাণিসম্পদ দপ্তর থেকে Shuborno জাতের মুরগির বাচ্চা পাওয়া যাবে না। কারণ এখনও কমার্শিয়ালভাবে এটা দেয়া হয়নি।
16 ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হয়েছে,, বয়স 1 বছর Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
17 আসসালামুয়ালাইকুম। আমার দুইটা বড় মুরগির ঠান্ডা লেগেছে নাক দিয়ে পানি বের হচ্ছে। এবং গলার ভিতর গড় গড় শব্দ হচ্ছে । এখন করনীয় কি? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
18 মুরগীর বাচ্চার পায়খানায় পানি+চুন+সবুজ থাকে।বাচ্চাগুলোর নাক দিয়ে পানি পড়ে, হাচ্চি দেয়, কিছু খায়না।পাখা ঝুলে লোম ফুলিয়ে রাখে।মেডিসিন কি দিতে পারি? ভ্যাকসিন করা। Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
19 গরু বয়স ২.৫বছর গরুর চোখ দিয়ে পানি ও কেতুর অতিরিক্ত পড়ছে। এর প্রতিকা *text missing* ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন এবং eyedrop-civodex vet ১ ফোটা দিনে ২ বার দিবেন।
20 কম্পাউন্ডার পদ থেকে কি ভি.এফ.এ অথবা এফ. এ/ এ আই পদে পরিবর্তন হওয়া যায়?? পদ পরিবর্তন করার সুযোগ আছে কিন্তু সহজে করতে চায়না।
21 লাম্পি নয় স্যার ঘাড় থেকে পা পর্যন্ত লম্বা চর্মে রোগ আর গরম Injection vermic ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য ১ বার দিবেন। Povisep দিয়ে দিনে ৩ বার ধুয়ে দিবেন, dress gel মলম লাগাবেন।
22 Vai amar goror jor hoica Gorur Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo
23 Sagoler golafula Gentamycin inj. or Oxytetracycline inj & Histavet inj.1ml per 10 kg body wt.
24 গাভীর গায়ে চর্ম রোগ হয়েছে ব্যাথা করছে কি করি সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
25 উন্নত জাতের বীজ কোন টি কিসের উন্নত জাতের বীজ বোঝা গেল না।
26 ফ্যাটেনিং ষাঁড় গরু কে বিলের কস্তরি (মোটা কচুরি পানা) খাওয়ানো যাবে কি না? খাওয়ালে কি গরু শুকে যায়? শুধু কচুরিপানা খাওয়ালে পেটফাপা হতে পারে। এর সাথে অন্য শুকনা খড় বা হে জাতীয় রাফেজ খাবার মিশিয়ৈ খাওয়ালে ভাল হয়। তারপরও এটা কোনো সুষম খাবার হবে না।
27 বড় গাভীর চুট থেকে সামনে বাম পায়ের শিনা পর্যন্ত ফুলে গেছে আর ব্যাথাই *text missing* গরুর পা ফুলে গেলে Arthrivet injection 1 ml/25 kg তিন দিন। তবে ভেটেরিনারি সার্জনের সাখে পরামর্শ নিলে ভাল হবে।
28 Oti matrai thanda laga Boro tarki murog ke Trijon vet enjection deoa jabe ?? Gele ki poriman koto din dite Hobe? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন। ঘর যাতে একবার গরম একবার ঠান্ডা না হয় এবং সবসময় তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন।
29 একদিন ধরে, মুরগ কিছু খাচ্ছে না, দাঁড়িয়ে থাকছে, বা বসে ঝিমাচ্ছে, এই অবস্থা কি করণীয়? মুরগের বয়স প্রায় তিন মাস। Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
30 যুব উন্নয়ন থেকে ট্রেনিং করতে চাই, গবাদি পশু পালন ও চিকিৎসায়। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
31 ছাগলের বাচ্চা পড়ে গেছে তার পর থেকে এক দম কংকাল এর মত হয়ে গেছে। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
32 ডাঙ্গা জমি কিন্তূ বষাঁ কালে অতি বৃষ্টি হলে কিছু সময় পানি লেগে থাকে *text missing* কৃষি বিভাগে যোগাযোগ করুন।
33 দুর্ঘটনার কারণে আমার বিড়ালের পা ভেঙে গেছে। মাটির সাথে ঘর্ষণের ফলে ভাঙা অংশে বারবার ঘা হয়। এখন আমার কি করণিয়? কক্সবাজার পশু হাসপাতালের ঠিকানাটি প্রয়োজন? কক্সবাজার জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার 01819073661 এর সাথে যোগাযোগ করুন।
34 ছাগল খাইনা।শুকিয়ে যাচ্ছে কেন? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
35 বীজ আটকাচ্ছেনা কি করা যাই। ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
36 স্যার গাভীকে বীজ দিয়েছি একমাস 16 দিন হয়েছে।বুঝবো কি করে যে বীজ কাজেলেগেছে গর্ভধারণ না করলে ২১ দিস পর আবার হিটে আসবে। রেকটাল পালপেশন করে অথবা বেরিয়াম ক্লোরাইড দিয়ে পেশাব পরীক্ষার মাধ্যমে গর্ভ পরীক্ষা করা যায়।
37 মুরগি জিমাই কেন? Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
38 6720 ছাগলের প্রেসাপ পায়খানা ঠেকে গেছে পেট ফুলে গেছে দুইদিন হল।করনীয় কি? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। এটা দেখে চিকিৎসা করতে হবে।
39 এখন আঠালি আছে যার কারনে সাস্থ ভালো হচ্ছে না।।,এটা দিলে কি গর্ভপাত হওয়ার ঝুকি আছে?? কত %?? গর্ভপাত হওয়ার ঝুকি আছে মর্মে কোন কোম্পানি বলেনি। nigutox বা neocidol পানিতে মিশিয়ে চোখ নাক মুখ বাদ দিয়ে পুরো শরীরে দিয়ে ১ঘণ্টা পর পরিস্কার পানি দিয়ে ধুয়ে দিবেন
40 E cap কী পরিমান খাওয়াতে হবে এক জোড়া কবুতরকে দানাদার খাবারের সাথে ই-সেল ১ মিলি সিরাপ ২ লিটার পানিতে মিশিয়ে ৫-১০ দিন খাওয়াবেন। E-cap খাওয়ালেও এভাবে পানিতে মিশিয়ে খাওয়ানো ভাল।
41 গরুকে ADE ইনজেকশন ৫ মিলি পরিমান দিলেই হবে।মোট কত মিলি কত দিনে গরুকে ADE ইনজেকশন ৫ মিলি পরিমান একবারে দিবেন। এরপর প্রয়োজন হলে দিবেন। প্রয়োজনে দানাদার খাদ্যের সাথে এডিই সিরাপ মিশিয়ে খাওয়ালে ভাল হবে।
42 Okay thanks Welcome
43 ষাঁড় গরুর লাইভ ওজন ২৩৯ কেজি।এখন ঐ গরু কে ADE ইনজেকশন কী পরিমান দিতে *text missing* গরুকে ADE ইনজেকশন ৫ মিলি পরিমান দিলেই হবে।
44 Ivermectin ইনজেকশন কি দুই মাসের গাভিন ছাগলকে দেওয়া যাবে? ছাগলের স্বাস্থ্য স্বাভাবিক থাকলে দেয়া য়াবে, তবে সেরকম প্রয়োজন না থাকলে এসময় এই ইনজেকশন না দেয়াই ভাল।
45 কবুতর বাসা বেধে বসে থাকে অনেক দিন ডিম দেয় না কারণ এবং করণীয় জানাবেন vit-E jemon E-sel ba E-vit othoba manuser osodh E-cap khaoaben.
46 আমার ছাগলোর বাট এ দুটি টিউমার আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। ছোটি অপারেশন করা লাগতে পারে।
47 ছাগলের গোটফক্স বা বসন্ত রোগ হয়েছে? স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন।
48 ছাগলের সারা শরীরে অ্যালার্জির মতো গুটি উঠেছে কি করনীয়? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। এটা দেখে চিকিৎসা করতে হবে।
49 মোটাতাজা করতে গরুকে ইউ এম এস বানানোর নিয়ম ও খাওয়ানো নিয়ম জানালে উপক *text missing* ১০ কেজি খড়, ২ কেজি চিটাগুড় ও ৩০০ গ্রাম ইউরিয়া মিশ্রণ করে ইউএমএস বানিয়ে সাথে সাথেই খাওয়ানো যায় এবং একবার বানিয়ে ৩ দিন রাখা যাবে।
50 সাহীওয়াল বীজ করস গরু কে দেওয়া যাবে কি শাহীওয়াল ক্রস জাতের গরুকে দেয় উচিৎ। বিভিন্ন জাতের মিশ্রণ হলে এটা খারাপ হবে।
51 Amar cawer ruchi nai প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
52 আছছালামুআলাইকুম,,আছেন আমার ৭০ পিছ মুরগি আছে, নাম ক্লাসিক সোনালি বয়স *text missing* 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
53 BRAC _BBM 17.07.2023 HF CROSS 160 FAIZAH(এটি কি ভালো বীজ এটা হলষ্টিন ফ্রিজিয়ান ক্রস জাতের সিমেন, কিন্তু কত পার্সেন্ট বোঝা যাচ্ছে না। গাভী ছোট হলে ৫০% ক্রস জাতের সিমেন নিবেন, আর গাভী বড় হলে ৭৫% বা ১০০% ও নিতে পারেন।
54 ষাঁড় গরুর কি মেহ রোগ হয়? ষাঁড় গরুর মেহ রোগ বা এমনিতেই বীর্য পাত হয় বা বীর্য মিশ্রিত পেশাব হতে পারে।
55 এহন আমার আপনাগোলগে জোগাজোগ করা দরকার। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
56 ছাগলের বাচ্চা ঘাস খায় কিন্তু ওদের পেট একটু বড় বড় লাগে মানে ফোলা নয় তিনমাস পরপর কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
57 আমার একটা শুধু খাসি আছে উন্নতি জাতের, উচ্চতা ৩০ ইঞ্চি ৮ মাস+ বয়স, এখন কৃমির জন্য কোন কোন পদক্ষেপ গুলো নিব এবং কোন ভিটামিন গুলো অ্যাড করব ??? তিনমাস পরপর কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
58 হাসেকে শুধু শামুক খাবার দিলে কি হাস পূষ্টি জনিত কোন সমস্যা দেখা দিবে? শুধু শামুক দিলে খাবার সুষম হয়না। প্রোটিন সোর্স হিসাবে খাওয়ানো যাবে। এরসাথে দানাদার খাবার, ভিটামিন, লবন ইত্যাদি মিশিয়ে খাওয়াতে হবে।
59 মুরগী ঝিম ধরে থাকে এবং মারা যাচ্ছে কি করবো Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে।
60 দেশী হাঁসের বয়স কত দিন হলে ডিম দিবে? দেশী হাঁসের বয়স ২২ সপ্তাহ হলে ডিম দেয়া শুরু করে।
61 *text missing* *text missing* *text missing* কিছু এক্সাম্পল বা রেশন ডাটা আমাকে দিয়েন। ভুট্টা ৪৬.৫ কুড়া ১৪.৫ সয়াবিন মিল ১৪.৯ গমের ভুষি ৭.৫ প্রেটিন কন. ৭.৬ লাইমস্টোন ৭ ডিসিপি ১.৫ ভিটামিন ০.২৫ লাইসিন ০.১ মেথিওনিন ০.১ লবন ০.৫কেজি হিসাবে
62 আমি কুরবানির প্রজেক্টের জন্যে কিছু গরু ফ্যাটেনিং করতে চাই। আমার রেশন ফর্মুলেশন মেথড টা জানা দরকার। আমাকে কিছু ডেমো দেয়া যাবে যে কতো বডি ওয়েটে কতটুকু খাবার এবং কোন মেথডে এই রেশন তৈরী করা হয়েছে? দয়া করে *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
63 আমি কুরবানির প্রজেক্টের জন্যে কিছু গরু ফ্যাটেনিং করতে চাই। আমার রেশন ফর্মুলেশন মেথড টা জানা দরকার। আমাকে কিছু ডেমো দেয়া যাবে যে কতো বডি ওয়েটে কতটুকু খাবার এবং কোন মেথডে এই রেশন তৈরী করা হয়েছে? দয়া করে *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমানে ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
64 murgir baccar boyos 22 din ki vaccine dibo and kivabe proyog korbo. Murgike 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
65 মুরগীর বাচ্চার বয়স ২২ দিন কি ভ্যাকসিন দিব এবং কিভাবে প্রয়োগ করবো। 3 o 18 dine Guboro, 3-7 o 18-21 dine BCRDV, 2 mase RDV erpor proti 6 mas por RDV
66 ছাগলের নাক দিয়ে শ্লেষা পড়ে মরা- মরা অবস্থা গাছ কম খায়? Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
67 আমার ছাগলের জিহ্বায় ঘা বকরি ছাগল প্রশ্ন ক্লিয়ার না।
68 ছাগলের পায়খানার রাস্তায় পোকা লাগছে,,এবং সেখানে গর্ত করে ফেলছে,,এবং সেখানে অনেক ফুলে গিয়েছে ছাগল ২ দিন হলো বাচ্চা প্রসব করছে,, এখন আমার করণীয় কি,,, পভিসেপ তুলা দিয়ে পোকা বের করে এনে তারপিন তেল লাগাতে হবে। Ivermectin ইনজেকশন ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য দিতে হবে, পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
69 ছাগলের বাচ্চা দুইটি দুধ কম পায় এখন কৃমির ওষুধ endex renadex ও ভিটামিন ডিবি কী ছাগল ও ছাগলের বাচ্চাকে ও খাওয়াতে হবে ছাগীকে খাওয়াবেন, বাচ্চাকে নয়। ছাগলের বাচ্চা শুধু দুধ খাবে।
70 আসসালামু আলাইকুম স্যার। আমি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২ নং আশরাফপুর ইউনিয়ন এর বাসিন্দা। আমার নাম শামীম আহমেদ। আমি একজন ছাত্র। আমি একজন উদ্দোক্তা হতে চাই। উপজেলা প্রাণিসম্পদ অফিসারের সাথে 01816743501 যোগাযোগ করুন
71 শীতকালো ছাগলের সদি ও কাশি জন্ন কি ঔষদ দরকার Patgram থেকে A~H Ahosan Sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
72 বাছুর গরু সাত মাস বয়স পেটে প্রচুর গ্যাস,দুইদিন ধরে পায়খানা করে না,পায়খানা করার উপায় পেট ফাপা হলে stomavet powder ২ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
73 মুরগির বাচ্চা খাবার খায় না ডানা জুলে গেছে সাথে গা গরম থাকে Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
74 ৩০ দিনের বাছুরের LSD কি করনীয় স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ক্ষত হলে জীবানুনাশক ড্রেসিং করা এবং আলাদা রাখা, সেকেন্ডারী ইনফেকশন থেকে রক্ষার জন্য পেনিসিলিন ইনজেকশন দিবেন। মশা মাছি থাকা যাবেনা
75 আমার দুই টা ছাগলের বাছচার |কাশি শদদি আমি কি উষুদ খায়াবে হিস্টাসিন/ হিস্টাভেট সিরাপ খাওয়াবেন দিনে ৩-৪ বার ৩-৫ দিন।
76 কবুতর কে RDV বা BCRDV ভ্যাকসিন দেওয়া যাবে? গেলে কিভাবে দেওয়া যাবে? ২ মাস বয়সে RDV ১০০ মিলি পানিতে মিশিয়ে রানের মাংসে ১ মিলি করে ইনজেকশন দিতে হবে। ১০০ টি কবুতরকে দেয়া যাবে। ছোট বাচ্চাকে BCRDV চোখে ফোটা দিতে হবে।
77 আমার ছাগলের সাস্থ খারাপ প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
78 ১২ দিন বয়সের বাছুরের পাতলা পায়খানা। এর চিকিৎসা প্রয়োজন Streptosulpha/ Sulpha Plus ট্যাবলেট ৩৫ কেজি ওজনের জন্য ১ টি ট্যাবলেট , সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
79 অফিসকোথায়ভাই ফার্মগেট, ঢাকা।
80 অফিসসেরনামকী প্রাণিসম্পদ অধিদপ্তর
81 ইঁদুর কামড় দিলে বাচ্চারে কি দুধ খাওয়ানো যাবে ইঁদুর কামড় দিছে বাচ্চার মাকে ইদুরের সংক্রামক ছোয়াছে রোগ থাকলে সেই ইদুর কামড়ালে, ম্যাটারনাল রোগ দুধের মাধ্যমে বাচ্চাতে যেতে পারে। সাধারণত আমাদের দেশের ইদুরে এধরণের রোগ কম দেখা যায়।
82 ফিজিয়ান গরু চার মাসের গাব।ছয় থেকে সাত মোন ওজন হবে।নিশ্বাস কাটতে হ্যাসপ্যাস করে,গরু সুধু কাপছে,কিছু খাই না,পাইখানা হয়না।নিওমনিয়া বেশি, *text missing* নিউমোনিয়া হলে Histavet inj 1ml/10 kg ৫ দিন দিবেন। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিবেন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
83 ছাগল বাচ্চা দিছে 14 দিন হয়েছে এখন ছাগলের প্রশাবের জায়গা ফুলে গিয়ে পচে গেছে এখন করণীয় কী Povisep দিয়ে ড্রেসিং করবেন দিনে ৩ বার ৭ দিন, পুঁজ হলে পেনিসিলিন ইনজেকশন দিতে হবে।
84 খড় বাদ দিয়ে সরাসরি চিঠাগুড় ও ইউরিয়া দানাদার খাবারের সাথে পানি মিশিয়ে ষাড় গরু খাওয়ানো যাবে? সরাসরি চিটাগুড় ও ইউরিয়া দানাদার খাবারের সাথে পানি মিশিয়ে ষাড় গরুকে খাওয়ালে নাইট্রেট পয়জনিং হয়ে গরু মারা যেতে পারে।
85 গরুর ওলান শক্ত হয়ে গেলে কি করা যায় দুধ আস্তে আস্তে সম্পূর্ণ দোহন করতে হবে। কুসুম গরম পানিতে ম্যাগসালফ পাউডার মিশিয়ে সেক দিবেন। প্রয়োজনে পেনিসিলিন ইনজেকশন দিবেন
86 মুরগি জিমায় কি খাওয়াতে হবে Enrocin সিরাপ ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিবেন।
87 গরুকে কৃমির বুস্টার ডোজ দেওয়ার নিয়ম কি ভাবে? ১৫ দিন পর একই পরিমানে প্রয়োগ করতে হয়।
88 তাপমাত্রা সাভাবিক আছে মুখ দিয়ে লালা পড়ে কিছু খায় না করণী কি ক্ষুরারোগ হয়েছে কিনা নিশ্চিত হতে হবে। FMD Cure দিয়ে পা ও মুখ ধুয়ে দিবেন ৫-৭ দিন
89 লিভার টনিক চলাকালীন কি হিমোভেট ইনজেকশন দেয়া যাবে অনেক ওষুধ একত্রে দিলে কার্যকারিতা কমে যায়।
90 গরু নিজের প্রশাব নিজে খায়। এক্ষেত্রে করনীয় কি? DCP plus, Lobon o Bit lobon danader khabarer sathe khaoaben por por 5 din
91 Murgir thanda 23 day Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে।
92 গাবীন গরুর কৃমি ঔষধ খাওয়ান যাবে কি 4মাস কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন।
93 আরডিভি ভ্যাকসিন দেওয়ার পর কতদিন সেই পাখির মাংস ও ডিম খাওয়া যাবেনা? Withdrawal Period: Not required. সুতরাং টিকা দিলে ডিম অবশ্যই খাওয়া য়াবে। মাংস খাওয়ার জন্য ঐ দিন আসলে ইনজেকশন দেয়ার স্থানের মাংস খাওয়া ঠিক হবেনা।
94 দড়ি পেচাইয়া টান লাইগা গরুর পায়ের চামরা অনেকটা ছিলে গেছে (খুরার উপরিভাগ)। ভাল হইছে কিন্তু কিছু দিন পর পর খোচা লেগে বা গরু নিজে চাটতে চাটতে রক্ত বের করে ফেলে। injection vermic 1ml per 50kg body wt. এক dose দিবেন এবং পভিসেপ বা জীবানুনাশক দ্বারা ড্রেসিং করবেন ও dress gel molom দিনে 3 বার লাগাবেন।
95 গরুর পাতলা পায়খানা হয়েছিল আখন ২ দিন হোল পাতলা পায়খানা ভালোহয়েছে আখন কি কৃমির নাসক খায়ানো জাবে কি প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন
96 আমার বাড়ীতে একটি এড়ে বাছুর আছে।বয়স ৬ মাস। এই বাছুর টাকে মোটা তাজা করন এবং সুস্থ রাখার জন্য কি ধরনের খাবার ও ওষুধ খাওয়াতে হবে। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি খাওয়াবেন। ওষুধ ব্যবহার করবেন না।
97 হাসেঁর ডাক প্লেগ ভেকসিন ১ম ডোজ দেওয়ার বিস্তারিত নিয়ম কি। ২১ দিন বয়সে হাসেঁর ডাক প্লেগ টিকা ১০০ মিলি পানিতে মিশিয়ে বুকের মাংসে ১ মিলি করে ইনজেকশন দিতে হবে।
98 Murgi khabar citai 15 day প্লাস্টিক খাবার পাত্রে অল্প অল্প করে খাবার দিতে হবে।
99 মূরগীর বাচ্চা বোডিংএ প্রথম ৩দিন ws ভিটামিন, এনরোসিন ও ফেক্সাসিন দিতে চাচ্ছি স্যার, দেওয়া যাবে কিনা? গ্লুকোজ দিয়েছি প্রথম ৩ঘন্টা। ডব্লিউ এস ভিটামিন দিবেন ৩-৫ দিন। অসুস্থ্য না হলে বা প্রয়োজন না হলে ওষুধ খাওয়ানো ঠিক না।
100 দুই মাসের ছাগলের বাচ্চার ছেরা মানে পাতলা পায়খানা হচ্ছে এখন কী করব Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।