SL# প্রশ্ন উত্তর
1 গরু এবং মহিষ এক সাথে এক ঘরে পালন করা যাবে কিনা একটু জানাবেন প্লিজ,স্যার গরু এবং মহিষ এক সাথে এক ঘরে পালন না করাই ভাল। তাহলে অনেক রোগ নিয়ন্ত্রন এবং ব্যবস্থাপনা সহজ হবে।
2 ষাড় বাছুরের পিঠের চামড়া খসে পড়ছে কিছু জায়গায় কি ঔষধ দিব? njection vermic ১ মিলি ৫০ কেজি ওজনের জন্য ১ বার দিবেন। পভিসেপ দিয়ে ড্রেসিং করে dress gel মলম লাগাবেন । জিংক-বি সিরাপ খাওয়াবেন।
3 টেপি হাঁসের ডিম থেকে কত দিনে বাচ্চা ফুটে হাঁসের ডিম থেকে ২৮ দিনে বাচ্চা ফুটে
4 চীনা হাঁস ডিম পারতেছে, গত দুইদিন ধরে দুইটা হাঁস খাবার খায় না, পানিতে ছেড়ে দিলে পানি খায়, আরেকটা দেখলাম হাঁটতে গেলে পায়ে ঝোর কম পাচ্ছে। স্যার সমাধান পানিতে ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন। খাবারে জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন
5 চীনা হাঁস ডিম পারতেছে, গত দুইদিন ধরে দুইটা হাঁস খাবার খায় না, পানিতে ছেড়ে দিলে পানি খায়, আরেকটা দেখলাম হাঁটতে গেলে পায়ে ঝোর কম পাচ্ছে। স্যার সমাধান পানিতে ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন। খাবারে জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন
6 একটা গাভীর পাতলা পায়খানা দীর্ঘদিন ধরে, কিছুতেই কমছে না। Sulpha -3 ৭ দিন খাওয়ানো হয়েছে। তারপর ও ঠিক হয় নাই,। এখন কি করা যায়। বাচ্চা দিছে ৩ মাস। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি হিসেবে খাওয়াবেন। পরে Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন
7 একটা গাভীর পাতলা পায়খানা দীর্ঘদিন ধরে, কিছুতেই কমছে না। Sulpha -3 ৭ দিন খাওয়ানো হয়েছে। তারপর ও ঠিক হয় নাই,। এখন কি করা যায়। বাচ্চা দিছে ৩ মাস। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি হিসেবে খাওয়াবেন। পরে Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন
8 স্যার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু পালন প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে কি কি দেয়। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করলে জানতে পারবেন।
9 গরু পাতলা পায়খানা করে পড়ে গেছে, কি চিকিৎসা দেয়া যাবে, ওজন ২৫০ কেজি, দুধ ১২ লিটার দিচ্ছে। আপাতত glycolate Saline খাওয়ান। খুব দ্রুতই আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, দেখে চিকিৎসা দিবে।
10 ইউ এম এস খাওয়ানোর সময় কি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো যাবে যাবে।
11 ছাগলের শরীলে খুশকী সব কাজ করেছি ভালো হচ্ছে না কি কাজ করা যাবে স্যার inj. Amectin plus 1.1 ml চামড়ার নিচে। ৭ দিন পর আবার দিবেন।
12 HF জাতের বাছুরের বয়স ৩ মাস হলো। আর কতদিন দুধ খাওয়াতে হবে? আর খাওয়ানো লাগবে না।
13 আমার ভেরাকে কুকুর কামর দিছে !! এখন আমি কি করব। ভেরা টি গাভি ছিল। অতিসত্তর আপানার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
14 ছাগলের কখন কখন কি কি টিকা দিতে হবে? www.dls.gov.bd ওয়েবসাইটে আইন, বিধি, নীতিমালা ও প্রকাশনা সেবাবক্সে প্রকাশনা অংশে গরু, ছাগল ও মুরগি পালনের, বই আছে।
15 আমার বিড়াল ২ দিন ধরে কিচ্ছু খায় না। শরীর একদম দুর্বল, বমি করে আর বমির সাথে কৃমির মত কিন্তু লম্বা সাদা পোকা বের হয়। এখন কি করবো? syrup Emistate 1 ml দিনে ৩ বার , খাওয়ার১/২ ঘন্টা আগে. আপানার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
16 ছাগলকে কৃমির ঔষধ খাওয়ানোর পর লিভার টনিক ও ভিটামিন খাওয়ানো প্রয়োজন কেন? সুষম খাদ্য দিবেন অর্থাৎ পর্যাপ্ত কাচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি দিবেন।
17 BCRDV ভ্যাকসিন দেওয়ার নিয়ম কি? রাণীক্ষেত রোগের ভ্যাকসিন BCRDV ৬ মিলি ডিস্টিলড পানিতে মিশিয়ে চোখে ফোটা দিতে হবে ।
18 RDV ভ্যাকসিন দেওয়ার নিয়ম কি আরডিভি টিকা ১০০ মিলি ডিস্টিলড পানিতে মিশিয়ে একটি মুরগীকে ০১ মিলি রানে ইনজেকশন পুশ করতে হবে।
19 বয়লার মুরগির ঠান্ডার ২৫ দিন চোখে সমসাময়িক দেখা যাচ্ছে Liq Qtills 1ml/1lit পানিতে খাওয়াবেন ৫-৭ দিন।
20 গাভী প্লাস্টিক খেয়েছে, করনীয় কী? Renakol 500ml একসাথে খাইয়ে দিবেন। পায়খানার সাথে প্লাষ্টিক বের না হলে নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
21 স্যার ২১ সালের নিয়োগকৃতদের চাকুরী ০৩ বছর হয়েগেছে। এখনও চাকুরী স্থায়ী করণ করা হয় নি। এখন আমরা স্থায়ীকরণের আবেদন করবো নাকি অধিদপ্তর থেকে কোন নির্দেশনা দেওয়া হবে। আপনার নিয়োগকারী কতৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
22 বকনা ওজন ৫০ কেজি এক পা ফুলা খায়না Arthrivet injection 1 ml/25 kg তিন দিন।
23 তরকা রোগের ভ্যাকসিনের দাম কত ও কোথায় পাওয়া যায়? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
24 ষাড় বাছুরের পেটে চামড়ার নিচে টিউমার গলে গেছে, এখন করনীয় কি। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
25 polty and poulty thokra thokri kre medicine ki সুষম খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন।
26 স্যার, ২ মাস ১০ দিন বয়সের HF(87%) জাতের বাছুরের দৈনন্দিন দানাদার + অন্যান্য খাবারের তালিকা দয়াকরে জানালে অনেক উপকার হবে। www.dls.gov.bd ওয়েবসাইটে আইন, বিধি, নীতিমালা ও প্রকাশনা সেবাবক্সে প্রকাশনা অংশে গরু, ছাগল ও মুরগি পালনের, বই আছে।
27 mora goru ki korbo ame bujte parci na Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
28 স্যার, প্রায় ২ মাস বয়সের বাছুর দুধ খাওয়ার সময় দুধের বাট খেয়ে ফেলেছে। এটা কি কোন সমস্যা হবে? হলে করণীয় কি? দয়াকরে পরামর্শ দিবেন। Skin care spray দিনে ৩ বার স্প্রে করবেন।
29 স্যার, কীভাবে হয়েছে জানিনা? তবে HF গাভীর একটি শিং এর উপরের খোলসটা পড়ে আছে এবং ভেতরের অংশটুকু দিয়ে ১ম বার রক্ত বের হয়েছিল; বর্তমানে লাল হয়ে আছে। দয়াকরে চিকিৎসা? Skin care spray দিনে ৩ বার স্প্রে করবেন।
30 স্যার, কীভাবে হয়েছে জানিনা? তবে HF গাভীর একটি শিং এর উপরের খোলসটা পড়ে আছে এবং ভেতরের অংশটুকু দিয়ে ১ম বার রক্ত বের হয়েছিল; বর্তমানে লাল হয়ে আছে। দয়াকরে চিকিৎসা? Skin care spray দিনে ৩ বার স্প্রে করবেন।
31 আমার বিড়াল কালকে থেকে কিছু খায় না,একটু পানিও না। রাত থেকে বমি করতেছে। অনেক ক্লান্ত হয়ে গেছে অবস্থা তেমন ভালো দেখায় না। কালকেও পুরোপুরি সুস্থ ছিলো বিড়ালটা। অতিসত্তর আপানার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
32 আসসালামু আলাইকুম, আমি নতুন মুরগীর খামার শুরু করতে চাচ্ছি সেক্ষেত্রে কি ভাবে শুরু করলে ভালো হবে? www.dls.gov.bd ওয়েবসাইটে আইন, বিধি, নীতিমালা ও প্রকাশনা সেবাবক্সে প্রকাশনা অংশে গরু, ছাগল ও মুরগি পালনের, বই আছে।
33 বড় শাহীওয়াল গাভীর ঘাড়ের দুইপাশের চামড়ায় ফুঁসকুড়ি উঠেছে এবং সেখানে ছোট ছোট মাছি পড়ে রক্ত খায়। চুলকালে গরু আরাম পায় কিন্তু সেখানকার লোম ও চামড়া উঠে যায়। চিকিৎসা? Inj vermic 1ml/50kg একবারই Sulfa vet+Nego vet+নারকেল তৈল একসাথে মিশিয়ে ঘা তে লাগাবেন। দিনে ৩ বার। জিংক সিরাপ (১০০+০+১০০) মিলি ৫ দিন।
34 ৭০ কেজি গরুর ওজন পাতলা পায়খানা হচ্ছে কি ঔষধ খাওয়াবো? Streptosulpha/ Sulpha Plus ১ টা ট্যাবলেট ৩৫ কজি ওজনের জন্য ৩- ৫ দিন খাওয়াবেন, সাথে Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন।
35 আমার একটি বাছুর এর লাম্পি স্কিন ডিজিজ হইছে। শুধুমাত্র একটা নডিউল বের হইছিল এবং এটি খসে পড়ছে।এখন ঘা শুকাতে কি করতে হবে?? Sulfa vet+Nego vet+নারকেল তৈল একসাথে মিশিয়ে ঘা তে লাগাবেন। দিনে ৩ বার, ঘা না সারা পর্যন্ত চলবে।
36 গাভীর চোখ দিয়ে পানি পরে এবং চোখ দিয়ে সাদা ময়লা বের হয়। ৫ টি রেনাডেক্স খাওয়ার পরের দিন আবার বীজও দেওয়া হয়েছে। চোখের সমস্যা এখনো কমেনি; কি চিকিৎসা গ্রহণ করব? পানিতে ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন এবং eyedrop-civodex vet ১ ফোটা দিনে ২ বার দিবেন।
37 বিড়ালের গায়ের ওকুন তাড়ানোর পরামর্শ চাচ্ছি। nigutox বা neocidol পানিতে মিশিয়ে চোখ নাক মুখ বাদ দিয়ে পুরো শরীরে দিয়ে ১ঘণ্টা পর পরিস্কার পানি দিয়ে ধুয়ে দিবেন।
38 আসসালামু আলাইকুম, স্যার আমার একটা বাছুর ৮ মাস বয়স কম করে খায় খাবারের প্রতি অনিহা। দয়া করে প্রতিকার বলতেন। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon DS ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
39 ছাগলের পেট ফোলা। ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
40 duck cholera? Pow. Enstrimb, 1gm/1Lপানিতে ২ বার, ৭ দিন Liq. Avian ph, 1ml/1Lপানিতে ২ বার, ৭ দিন Pow. Doxy vet, 1gm/1Lপানিতে ২ বার, ৭ দিন
41 ব্রাহমা গরুর সিমেন্ট কি ময়মনসিংহ। ফুলপুর উপজেলা আছে? ব্রাহমা জাতের ষাড়ের জন্য বীজ এদেশে বিরত রাখা হয়েছে।
42 এলডি ডিপি ড্রাইভার নিয়োগের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এটা জানতে চাই এখনও তারিখ নির্ধারণ হয়নি। পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে।
43 আমি ডাইভিং এ আবেদন করেছি এখনো কোনো চিঠি, ফোন, এস এম এস পাইনি এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে যখনই হোক, পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে।
44 ব্রয়লার মুরগীর শরীরে ক্ষত তৈরী হচ্ছে এর কারণ কি? এবং এটি কিভাবে প্রতিরোধ করা যাবে ? মুরগির বয়স ১৭দিন সুষম খাবার দিবেন। পানির সাথে ভিটামিন বি+সি মিশিয়ে ৩-৫ দিন খাওয়াবেন।
45 বোয়াল মাছের গ্রোথ মৎস্য বিভাগে যোগাযোগ করুন।
46 বোয়াল মাছের গ্রোথ মৎস্য বিভাগে যোগাযোগ করুন।
47 আজ ৭/৮ দিন যাবত গরু কিছু খাচ্ছে না? খেলেও অল্প। এখন কি করা যেতে পারে? অনেক ট্রিটমেন্ট করছি কিছুতেই কিছু হচ্ছে না? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন
48 আমার মুরগি সাদা চুন আঠা পাইখানা করতিছে ও ঝিমাচছে চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
49 আমার একটি গাভিকে দ্রুত হিটে আনার উপায় কি? বর্তমানে গাভীর সাথে বাছুরের বয়স ৪০ দিন। কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন।
50 আমার মুরগির বসম হয়েছে চিকিৎসা দেন Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
51 আমার একটি প্রিয় সাদা পোষা মোরগা হঠাৎ করেই পা দিয়ে ঠিকমতো দাঁড়াতে পারছে না :( খাওয়া-দাওয়াও কিছুটা কমিয়ে দিয়েছে,এই অবস্থায় আমার করনীয় কী ?? ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
52 assalamualaikum amar akta sahiwal bokna 2 bochor boyos hit e astece na tritment dicilam ad3e injection dici sathe anox d khaoici tar poreo hit astece na আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
53 assalamualaikum amar akta sahiwal bokna 2 bochor boyos hit e astece na tritment dicilam ad3e injection dici sathe anox d khaoici tar poreo hit astece na আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
54 আমার দেড় মাসের বেবি বিড়াল।আজ রাতে দেখি একদম নেতিয়ে গেছে।কিছু খায়না এমনকি ডাকতে ও পারছে না কষ্ট হচ্চে ।একদম নড়াচড়া ও করছ না।আমার করনীয় কী আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
55 আমার দেড় মাসের বেবি বিড়াল।আজ রাতে দেখি একদম নেতিয়ে গেছে।কিছু খায়না এমনকি ডাকতে ও পারছে না কষ্ট হচ্চে ।একদম নড়াচড়া ও করছ না।আমার করনীয় কী আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
56 আমার ছাগল ১মাস আগে পেট ব্যাথায় ছটফট করে তারপর সমস্ত শরীল ফুলে যায় এবং পাতলা পায়খানা করে, এখন মুখ দিয়ে অনাবরত বমি করছে, করনীয় কি? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
57 আমার ছাগল ১মাস আগে পেট ব্যাথায় ছটফট করে তারপর সমস্ত শরীল ফুলে যায় এবং পাতলা পায়খানা করে, এখন মুখ দিয়ে অনাবরত বমি করছে, করনীয় কি? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
58 যশোর সদরের সরকারি কৃত্তিম প্রজনন কর্মীদের নাম ও নাম্বার প্রয়োজন। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
59 ছাগল পালন করার জন্য কি কি ঘাস চাষ ও কি কি খাবার দিতে হবে?আমি কিভাবে প্রশিক্ষণ নিতে পারি? www.dls.gov.bd ওয়েবসাইটে আইন, বিধি, নীতিমালা ও প্রকাশনা সেবাবক্সে প্রকাশনা অংশে গরু, ছাগল ও মুরগি পালনের, বই আছে।
60 আমার গৃহপালিত গরুটি আজ ৪ দিন হলো বাচ্চা প্রসব করেছে। দুধে দোয়ানো হইছে।কিন্তু সমস্যা হচ্ছে, ও গতকাল রাত ৮ টা থেকে , থেকে থেকে ডাকতেছে খুব।এই অবস্থায় করণীয় কী? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
61 আমার গৃহপালিত গরুটি আজ ৪ দিন হলো বাচ্চা প্রসব করেছে। দুধে দোয়ানো হইছে।কিন্তু সমস্যা হচ্ছে, ও গতকাল রাত ৮ টা থেকে , থেকে থেকে ডাকতেছে খুব।এই অবস্থায় করণীয় কী? আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
62 আমার বিড়ালের বয়স দের মাস এর মত।আজকে দুপুর বিড়াল সাভাবিক চলাফেরা অফ করে দিছে ।কিছুখায়না ।রাতে দেখি একদম নেতিয়ে গেছে একদম নড়াচড়াও করে না এক জায়গায় শূয়ে আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
63 আমার বিড়ালের বয়স দের মাস এর মত।আজকে দুপুর বিড়াল সাভাবিক চলাফেরা অফ করে দিছে ।কিছুখায়না ।রাতে দেখি একদম নেতিয়ে গেছে একদম নড়াচড়াও করে না এক জায়গায় শূয়ে আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
64 আপনাদের অফিসে গেলে কি ভ্যাকসিন পাওয়া যাবে পাওয়া যাবে
65 গরু/ ছাগলের পেট কামরি রোগের চিকিৎসা কি কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন।
66 Basur Gorur Feed formulation jante chai আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে।
67 ছাগলকে কুকুর কামড় দিলে কি ভেকসিন দিতে হবে। জ্বী
68 রানীখেত ভ্যাসিন দেয়ার কতোদিন পরে গামবোরো ভ্যাকসিন দেয়া যাবে? ছোট বাচ্চার চোখে ফোটা দিলে বা স্প্রে করলে ৩ দিন, আর বড় মুরগির রাণীক্ষেত ইনজেকশন দিলে ৭ দিন পরে দিলে ভাল হয়।
69 আমি একজন ডিজিটাল মার্কেটার। উৎপাদিত হাঁস-মোরগ গুলি দূরদূরান্তে কিভাবে গ্রাহকের কাছে পৌঁছাতে পারি? সরকারি কোন পরিবহন পদ্ধতি নেই। তবে ডিজিটাল হাট ওয়েব এর মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন।
70 হাস মুরগির জন্য কি আলাদা কোন কুরিয়ার সার্ভিস আছে? আলাদা কোন কুরিয়ার সার্ভিস নেই।
71 গরুকে ভ্যাক্সিন ও ক্রিমিনাশক একসাথে দেয়া যাবে কি না।
72 আমার হাঁসের চুনা পায়খানা এবং মাথা কাত হয়ে আছে। পারিবারিক পোষা প্রাণি। চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
73 এই শীতকালে আমার একটি প্রিয় পোষা মুরগির ডিম ফুটে অনেকগুলো ছানা বের হয়েছে, ছানাগুলোকে সুস্থ রাখার জন্য পানির সাথে কোন ঘরোয়া উপাদান মিশিয়ে খাওয়ানো যাবে ?? DCP powder অথবা Vit. ADE syrap খাওয়াতে হবে।
74 বাছুর গরুর থুতনির নিচে মাঝে মাঝে ফুলে ওঠে। এর জন্য এলারভেট ও মেল ভেট ইনজেকশন ৫ মিলি করে মাংশে দেওয়া হয়, পরেরদিন আবার একই ঔষধ একই নিয়মে দেওয়া হলে বাছুর শুয়ে পড়ে। গরুর থুতনির নিচে ফুলে ওঠে পানি জমলে কলিজা কৃমি হতে পারে। Nitronex injection ৩ মিলি/১০০ কেজি বা Fascinex ১ ট্যাবলেট/ ৭৫ কেজি ওজনের জন্য।
75 হাঁস-মুরগী হঠাত মরে যাচ্ছে এখন কি করব? তাড়াতাড়ি সমাধান দেন। ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন। ঠান্ডাজনিত হলে Enrocin ‍ 2ml/ltre পানিতে মিশিয়ে ৩- ৫ দিন দিতে হবে।
76 আমার গরুর বাছুরের নাভি দিয়ে পুজ বের হচ্ছে, এর চিকিৎসা কি? Inj. Spvet 2.5 gm 3-5 days Povisep দিয়ে ড্রেসিং করবেন
77 1.5 month er bacca biral kamor dise akhon ami govt free vaccine kibabe dibo ,and kothay eita dewa hoy and cat er govt vaccine kothay dewa hoy উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগাযোগ করেন।
78 1.5 month er bacca biral kamor dise akhon ami govt free vaccine kibabe dibo ,and kothay eita dewa hoy and cat er govt vaccine kothay dewa hoy উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগাযোগ করেন।
79 আমি ১ জোড়া বাজিগার পাখি পালন করি কিন্তু তারা ডিম দিচ্ছে না। কি ঔষধ খাওয়ালে ডিম দিবে। DCP powder অথবা Vit. ADE syrap খাওয়াতে হবে।
80 ৬ মাসের গর্ভবতী বকনা গরুর বাট ফুলে গিয়েছে। করনীয় কি? খুব দ্রুতই আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। দেখে চিকিৎসা দিবে।
81 গাভি ওলান হতে দুধ ঝরছে কি করণী খুব দ্রুতই আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগাযোগ করুন, তাদের নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে। দেখে চিকিৎসা দিবে।
82 deshi murgir boyesh 9 mash akhono dim pare na ki koronio? DCP plus, লবন, বিট লবন দানাদার খাবারে সাথে মিশিয়ে ৫ দিন খাওয়াবেন। যেখানে ডিম দেয় তার কাছাকাছি শাকপাতা ঝুলিয়ে দিবেন।
83 খাসি ছাগলের দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে অটোসিল ট্যাবলেট দিছি আরও অন্যান্য সিরাপ যেমন ভেন্টিসাল খাওয়াইছি তবুও ভালো হয় না steronvet 2 ml মাংশে ১ বার ৩ দিন combipen 8 lac injection মাংশে ১ বার ৩ দিন
84 খাসি ছাগলের দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে অটোসিল ট্যাবলেট দিছি আরও অন্যান্য সিরাপ যেমন ভেন্টিসাল খাওয়াইছি তবুও ভালো হয় না steronvet 2 ml মাংশে ১ বার ৩ দিন combipen 8 lac injection মাংশে ১ বার ৩ দিন
85 আমার বিশেষ নিয়োজনে ছাগলের PPR রোগের ভাকসিন নিয়োজন আমি মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণলয়ে বিশেষ অনুয়োধ জানাচ্ছি। পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরাবর আবেদন করতে হবে, অনুমতি পেলে ও মজুদ থাকলে অফিস চলাকালীন যেকোন সময়ে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে সরবরাহ নিতে পারবেন।
86 deshi murgir boyesh 9 mash akhono dim pare na ki koronio? DCP plus, লবন, বিট লবন দানাদার খাবারে সাথে মিশিয়ে ৫ দিন খাওয়াবেন। যেখানে ডিম দেয় তার কাছাকাছি শাকপাতা ঝুলিয়ে দিবেন।
87 Murgi chuna paikhana kore ki khowabo a. Pow. Emprol EP 1gm/1 lit পানিতে, দিনে ২ বার b. Pow. Eraprin Vet 1gm/1 lit পানিতে, দিনে ২ বার c. Rena ph 1 ml/1lit পানিতে, শুধু দুপুরে
88 সরকারি থেকে কিভাবে ছাগল পাব আমার আকুল আবেদ পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরাবর আবেদন করতে হবে, অনুমতি পেলে ও মজুদ থাকলে অফিস চলাকালীন যেকোন সময়ে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে সরবরাহ নিতে পারবেন।
89 আমার বাজিগার পাখি আছে ডিম দিচ্ছে না কি ঔষধ খাওয়াবো DCP powder অথবা ঝিনুকের গুড়া অথবা Vit. ADE syrap খাওয়াতে হবে।
90 গরুর পেটকামুড় রোগের প্রতিকার কি? Syrup Megvet plus আধা বোতল সকালে খাওয়াবেন। ১ চা চামচ খাবার সোডা পানিতে গুলায়ে খাওয়াবেন।
91 আমার বিড়াল অসুস্থ আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
92 গরুর বেশি ঠান্ডা কি করনীয়? শীতকালে ঠান্ডা হওয়া অস্বাভাবিক কিছু না। আরো কি কি লক্ষণ আছে লিখুন।
93 ফাউমি মুরগি ফোলা থাকে কি ওষধ খাওয়ানো যায় Vitamin B1+ B2 powder khaoate paren.
94 এক মাস বয়সের হাস ঠোকরাঠোকরি করে পশম তুলে ফেলে ও খায় এখন কি করণীয় । সুষম খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন।
95 মহিষকে কৃমি ওষুধ একটু বেশি খাওয়ানো হয়েছে এখোন কোনো খাওয়া দাওয়া করে না কি করবো এখন । গরুকে কিমির ওষুধ খাওয়ানোর পর কতদিন পর লিবার র্টনিক ড্রিংক খওয়াবো। Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি হিসাবে খাওয়াবেন এবং ১৫ দিন পর লিবার র্টনিক ড্রিংক , বুস্টার ডোজ দিবেন।
96 রাজহাঁস ডিম পাড়ে না দীর্ঘদিন; ডিমের জন্য কি কি খাবার ও ওষধ দিতে হবে? DCP powder অথবা ঝিনুকের গুড়া অথবা Vit. ADE syrap খাওয়াতে হবে।
97 রাজহাঁস ডিম পাড়ে না দীর্ঘদিন; ডিমের জন্য কি কি খাবার ও ওষধ দিতে হবে? DCP powder অথবা ঝিনুকের গুড়া অথবা Vit. ADE syrap খাওয়াতে হবে।
98 আমি ফাওমি মুরগির প্রশিক্ষণ কোর্স টি করতে চাই। প্রশিক্ষণ টি কবে থেকে শুরু হবে। এবং কি কি কাগজ লাগবে। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
99 আমি ফাওমি মুরগির প্রশিক্ষণ কোর্স টি করতে চাই। প্রশিক্ষণ টি কবে থেকে শুরু হবে। এবং কি কি কাগজ লাগবে। আপনার উপজেলার ULO বা VS এর সাথে যোগযোগ করন। ফোন নম্বর পাবেন www.dls.gov.bd ওয়েবসাইট থেকে ।
100 HF 87.50 % Bull 239, HF Bull Rp 199 and HF Rp Bull 207 এই সিমেন সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন প্লিজ! Bull-199 birtth date-30.08.2015, 87.5 F - 12.5 L, Bull-207 birtth date-14.05.2016, 75 F - 25 L in AI Lab Savar, DLS and No Data 0f Bull-239