SL# প্রশ্ন উত্তর
6101 সরকারী ভাবে গবাদিপশু নিয়ে কোত্থেকে প্রশিক্ষন নেয়া যায়? পটিয়া, চট্টগ্রাম থেকে বলছি, ধন্যবাদ পটিয়া, চট্টগ্রাম এর ইউএলও এর সাথে যোগাযোগ করুন 01814476878
6102 স্যার আমার একটা ছাগল ১২৩ দিন গর্ভাবস্থায় বাচ্চা দিয়েছে বাচ্চার চোখ ফোটেনি ১ টির ১ টি বাচ্চা মারা গিয়েছে।এটা ৩য় বার।১ম বার এরকম হয়েছিলো।২য় বার ঠিক ছিলো।কি কররো? Contact with VS Badalgachhi 01937360067
6103 প্রসলবিন কি এবং কিভাবে ব্যবহার করতে হয়? ধন্যবাদ এটি একটি হরমোন, এটি ওভারির উন্নয়নের জন্য কাজ কর, ডিম্বানু উৎপাদন ও নিঃসরণে সাহায্য করে।
6104 Akti Garurke Sp Vet Inj Dia Khura Rog Sertecen Akon Ki Babosta Nibo জীবানুনাশক দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাছি যাতে না পড়ে সে ব্যবস্থা করা। এই রোগে কোন এন্টিবায়োটিক কাজ করে না, সেকেন্ডারি ইনফেকশন ঠেকানোর জন্য দেয়া হয়।
6105 সকাল থেকে প্রাসাব পায়খানা করে না ছাগল পেট ফিকে আছে ফেপনা পড়ে বড় বকরী তার বাচ্ছা আছে এখন দুধ পান করে Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
6106 স্যার, পিওর ব্রিড এর -হলিস্টিন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল জাতের গরু এবং উন্নত জাতের ছাগল ও ভেড়া কোথায় পাওয়া যাবে ? Contact with ULO Santhia 01711267923
6107 স্যার, আমি আপাতত ছোট্ট পরিসরে সমন্বিত পশু-পাখি খামার ( গরু, ছাগল, মুরগি, মাছ, ইত্যাদি) করতে অনুমোদন, বেবস্থাপনা, প্রাপ্তিস্থান সহ টোটাল প্রক্রিয়া জানতে চাই । Contact with ULO Santhia 01711267923
6108 sir, VFA te aibar jara join korbe tader salary ki 11 grade a deoa hoy? salary ki 14 grade a dea hoy
6109 sagoler khura rog khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
6110 এফ এ (এ আই) এর ট্রেডিং কোথায় হয়। VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6111 স্যার, এবার যারা প্রশিক্ষণ এ অংশ গ্রহণ করবে না, তারপরে কি wating list থেকে নেওয়ার সম্ভাবনা কি আছে? ইতিপূর্বে ওয়েটিং লিষ্ট থেকে নেয়া হয়নি।
6112 স্যার যেহেতু করোনার কারনে দীর্ঘ সময় অতিবাহিত হলো এবারের নিয়োগ সম্পন্ন করতে সেহেতু ভিএফএর কোন ওয়েটিং লিস্ট বা প্যানেল হওয়ার সম্ভাবনা আছে কি? ট্রেনিং শুরু কবে? ইতিপূর্বে ওয়েটিং লিষ্ট থেকে নেয়া হয়নি।
6113 স্যার fa(ai) পদে ভাইবার সময় এডমিট জমা দিয়ে দিছি। এখন চুড়ান্ত রেজাল্টে উত্তীর্ন হয়েছি, এখন এডমিট কার্ড কিভাবে পাব? এডমিট কার্ড ছাড়া কি ট্রেনিং যাওয়া যাবে? এডমিট কার্ডের অপশন এখন নেই।
6114 এফ/এ ট্রেনিং কোথায় দেয়া হবে? ট্রেনিং কবে শুরু হবে?কিভাবে জানা যাবে? VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6115 স্যার, আসসালামু আলাইকুম। এফ.এ(এ.আই) তে যারা চাকরি করেন তাদের কেমন প্রমোশন হয় যদি বলেন মন টা একটু হালকা হতো???? প্রমোশন হয়।
6116 কীভাবে ভেটেনারী সার্টির্ফিকেট সংগ্রহ করব এবংপ্রশিক্ষণ কেন্দ্র কোথায়? VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6117 স্যার, VFA পদের প্রশিক্ষণ কোথায় হবে ? VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6118 প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষন দেওয়া হবে কোথায়? VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6119 আমরা যারা উত্তীর্ণ হয়েছি আমাদের পরবর্তী কি করণীয়? ট্রেনিং কবে শুরু হবে? পরবর্তী কাজ এর জন্য তথ্য পাবো কোথা থেকে?? VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6120 স্যার, আসসালামু আলাইকুম । ভি এফ এ পদের প্রশিক্ষণ কোথায় হয় ? VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6121 আমি গরুকে ইউরিয়া মোলাসেস খাওয়াতে চাই এক্ষেত্রে গরুর স্বাস্থ্যের কোন ক্ষতি হবে কিনা গরুকে ইউরিয়া মোলাসেস স্ট্র খাওয়াবেন, কোন ক্ষতি হবে না।
6122 VFA er 00001-000000-005659 ei id number er roll number jodi diye help korle valo hoto... Aj result hoyce roll number mone nei আপনার রোল নাম্বার 0103733, আপনি উত্তীর্ণ হয়েছেন।
6123 Sir, FA(AI) পদে টিকেছি কিন্তু admitcard viva এর সময় জমা দিয়ে দিছি। আমার কাছে এখন কোনো copy নেই কি করবো sir আপনার রোল নাম্বার 0401266, আপনি উত্তীর্ণ হয়েছেন।
6124 এফ এ পদে ভাইভা দিয়েছি। এডমিট কার্ড আবেদন ফরমের মূল কপি ভাইভা শুরু হওয়ার আগে জমা নিয়েছে। আমি কিছুই ফটোকপি করে রাখি নাই। আমি এখন কিভাবে রেজাল্ট দেখব?? আপনার রোল 0401779, আপনার হয়নি।
6125 01926431521 aita amr mobile number. Admit card nai. AI post amr result ta dekte parcina. Please help me আপনার রোল নাম্বার 0404079, আপনি উত্তীর্ণ হয়েছেন।
6126 01627501456, Md. Abu Bakkar Siddik. FA post, viva te admit card joma diyechi, roll & result ta dile upokrito hotam আপনার রোল নাম্বার 0400841, আপনার হয়নি।
6127 স্যার অামার রোল নাম্বার মনে নেই। এডমিট কার্ড ভাইভার সময় জমা দিয়ে দিছি। রেজাল্টেে নিজের রোল অাসছে কিনা কেমনে জানবো? আপনার রোল নাম্বার 0402303, আপনি উত্তীর্ণ হয়েছেন।
6128 স্যার আমার এডমিট খুঁজে পাইনি।স্যার আমার রোল আছে নি। আপনার রোল 0400581, আপনার হয়নি।
6129 স্যার অামার রোল নাম্বার মনে নেই। এডমিট কার্ড ভাইভার সময় জমা দিয়ে দিছি। রেজাল্টেে নিজের রোল অাসছে কিনা কেমনে জানবো? আপনার রোল নং 0117139, আপনি উত্তীর্ণ হয়েছেন।
6130 01788240487 ai no er admit card er roll no ta ki bola jabe doya kore. Fa post a viva deasilam but admit card joma dea aschi roll no result asche tobu cnfrm hote আপনার রোল নং 0400222, আপনি উত্তীর্ণ হয়েছেন।
6131 স্যার কম্পাউন্ডার পদে আনসার কোটার ক্ষেত্রে সর্বনিম্ন কতদিনের প্রশিক্ষণ কোটা হিসেবে কাউন্ট হবে?? প্রশিক্ষণ ০১ বছর হবে এবং সবার জন্য একই।
6132 Ami akti murger khamar korta chai.ki vaba suru koro. গৌরনদী এর ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করুন 01716407476
6133 গরু দিন দিন শুকিয়ে যায় এর জন্য কি করা যায় গরুকে ডাকে আনার জন্য কি ইন্জেক সন করাতে হবে ধন্যবাদ সার প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
6134 Goror baca hobar por bacca 24 hur maje porcap kortesa na nabir gurai fule gesa ar jonnu ki korte hobe শ্রীপুরের ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করুন 01722180308
6135 স্যার,, গাভী তো দুই মাসের গাভিন আছে,,, এখন ক্রিমির ওষুধ খাওনো যাবে।। গাভীকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে।।
6136 স্যার, ৬১০ জনের মধ্যে কিছু সংখ্যক প্রার্থী প্রশিক্ষণ এ জয়েন না করলে পরবর্তী তবে wating list থেকে কি নেওয়া হবে। ইতিপূর্বে নেয়া হয়নি।
6137 ছাগলের মুখে ঘা ঘাস কম খায় প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
6138 আমার একটা গাভী স্বাস্থ্যবান হচ্ছে না,, গাভীটা সিন্ধি জাত,,, কুড়া ভুসি খুদ,,, ইত্যাদি খাবার দেই।গাভীটা ২মাসের গাভিন আছে,,, এখন আমি কী করবো।। Prothome krimir osudh Endex/Renadex 1 tab /75 kg khaoaben, pore ‍savabic khabarer sathe abong Acivit DB Gold khaoan
6139 আমার হাঁস আছে ১০টা এদের পা একটু খুঁড়া খুঁড়া হাটছে এটা এখন কী করবো।। খাবারের সাথে ভিটামিন বি১+বি২ পাউডার খাওয়াবেন।
6140 Catophos injection কি 14মাস বয়সের ষাড় বাছুরকে দেয়া যাবে? ষাড় বাছুর কাবু ,এই injection কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে & ষাড় গরু গুতা দেয় শান্ত করব কিভাবে ? Catophos injection ১৪ মাস বয়সের ষাড় বাছুরকে দেয়া যাবে। শান্ত স্বভাব করবেন ম্যানেজমেন্ট ঠিক করে।
6141 Sir,vfa er result er kotodin por training korte hobe? ট্রেনিং সেন্টার রেডি থাকলে ০১ মাসের মধ্যেই শুরু হয।
6142 এফ.এ(এ/আই ) ২০১৮ খ্রিঃ নিয়োগপ্রাপ্ত দের চাকুরী স্থায়ীকরণ এর পরবর্তী প্রক্রিয়া কি? পুলিশ ভেরিফিকেশন, ২ বছরের এসিআর, নিয়োগ পত্র, যোগদান পত্র, সার্ভিস বুক সহ সংযুক্তি দিয়ে মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে।
6143 স্যার, ভি এফ এ, এ আই পদে যার চাকুরী পাবেন, তাদের ট্রেনিং কোথায় হয়ে থাকে..? প্লিজ যদি বলতেন...। VTI, Chuadanga & Mymensingh and ILST Gaibandha
6144 স্যার, মুরগির মাথায়, নাকে, কানে, চোখে অনেক গুটি গুটি হয়েছে যেটাকে গ্রামে বসন বলে কি করতে পারি? বিদ্রঃ ডিমপাড়া পাকিস্তানি মুরগী । Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
6145 kobutor er chuna pykhana r jimano vab dur korar upay ki? Ciprocin/Cipro A vet syrap 3-5 din diben.
6146 স্যার প্রতিবন্ধী কোটা কি জেলা ওয়াইজ হিসাব করা হয় । নাকি মোট আসন সংখ্যার 10% নেওয়া হয়। ধন্যবাদ স্যার। প্রতিবন্ধী কোটা জেলা ওয়াইজ হিসাব করা হয় না
6147 দেশী মুরগির বাচ্চা বয়স ১ মাস, বসন্ত হয়ছে। স্যার এখন কি খাওয়াতে পারি? Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
6148 স্যার ছগলের বয়স ১ দিন মাত্র। কিন্তু সে দুধ খায়না, পস্রাব পায়খানাও করে না। এখন কি করতে পারি? দুধ ফিডার দিয়ে খাওয়াতে হবে।
6149 Vfa fa(ai) er result January er koto tarikh er moddhe hote pare???? রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6150 স্যার, এ সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভবনা কতটুকু জানাবেন।।। রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6151 স্যার, রেজাল্ট এ সপ্তাহে দেওয়ার সম্ভবনা আছে, দয়া করে জানাবেন।। রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6152 স্যার রেজাল্ট কবে দিবেন রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6153 noyog exam er Result ki sotti ei mash er moddei hobe???? রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6154 স্যার, নিয়োগ রেজাল্ট কি এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে? নাকি এই মাসের মধ্যেই হতে পারে? রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6155 Sir .. আমার মুরগি বিগত দুই সপ্তাহ থেকে বাম চোখে আঠালো পানি ঝরতেছে আমি চিকিৎসা হিসেবে 1 Civodex vet 2Cosumix plus vet 3Doxy A vet 4Eraprim vet 5 Anidox ‼️ Vitamin ADE Syrap khaoaben o eyedrop-civodex vet 1 drops 2 times daily.
6156 স্যার ডেটা অ্যানালাইসিস তো শেষ হলো৷ ফলাফল দিতে আরো কয়দিন লাগতে পারে? এ ফলাফলের দিকে অনেক বেকারের জীবন ও পরিবার মুখিয়ে আছে। ধন্যবাদ। রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6157 স্যার, এফএ, ভিএফএ দের ভাইভা শেষ হওয়ার প্রায় ১ বছর পূর্ণ হলেও রেজাল্ট হচ্ছে না। কবে নাগাদ রেজাল্ট হবে? রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6158 Sir results sheet ki complete? Ajke Results hower ki kono chance acha??? রেজাল্ট দ্রুততম সময়ে হবে, ধৈর্যধারণ করতে হবে। ২/১ দিন পর পর dls.gov.bd ওয়েবসাইটে নজর রাখবেন।
6159 Ami Dr. Dekhalam. RaniKkhet Hoiche Bollo. Akhon Ki Korbo? Ciprocin/Cipro A vet syrap 3 din pore Panite WS Vitamin diben.
6160 Antibiotic for uterine infection ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে সিমেন ২ বার দিবেন।
6161 হাঁসের চোখ সাদা,ঘার আকাবাকা করে এবং পায়খানা পাতলা সাদা ও সবুজ Ciprocin/Cipro A vet সিরাপ পানিতে মিশিয়ে ২৪ ঘন্টা ৩-৫ দিন খাওয়াবেন।
6162 স্যার মুরগির নরমাল পানির পিএইচ এর মান কত হওয়া উচিত ❓ কি কি মাধ্যমে আমরা পিএইচ এর মান নিয়ন্ত্রণ করতে পারব ❓ নরমাল পানির পিএইচ মান হবে ৭
6163 গাভী গরমে না আসলে কি করতে হবে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
6164 মুরগির খাবার হজম হয়না আর পাইখানা করছে তিন মাস পরে পরে এভিপার / ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ পরিমান মিশিয়ে খাওয়াতে হবে এবং খাবারের সাথে জাইমোভেট পাউডার খাওয়াবেন।
6165 Sonali Murgi. Age 57 Days. Sordi, Shuke Jaoya, Khabar Ruchi Kom, Matha Kapaye Mortiche.. Enrocin ‍syrap 2ml/ltre water 3-5 day.
6166 কোন প্রাণীর মাংসের প্রোটিন কত Chicken breast-24.2%, Beef, steak cuts-21%, Turkey-19.9%, Duck meat-19.4%, Turkey, breast-23.6%, Chicken breast-23.8%, Mutton, chop or meat-20%
6167 স্যার ভি এফ এ এ-র রেজাল্ট কি শুধু ওয়েব সাইটে দেয়া হবে নাকি মোবাইলে ও এস এম এস করা হবে ভি এফ এ এ-র রেজাল্ট কি শুধু ওয়েব সাইটে দেয়া হবে নিশ্চিত, মোবাইলে এসএমএস দিবে কিনা প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার।
6168 lal shindi 62.5% boknate koto percent simen dile valo hoi.thanks. আপনার গাভীতে একই জাতের সিমেন ৭৫%, ৮৭.৫% এমনকি ১০০% পর্যন্ত দিতে পারবেন।
6169 স্যার পোল্ট্রি টেকনিশিয়ান পদের পোস্টিং কি নিজ নিজ জেলাতে হয়? নিজ জেলায় হতে পারে, অন্য জেলায়ও হতে পারে।
6170 স্যার অনেক দিন যাবত ফলাফল বিষয়ে কোন প্রশ্নের উত্তর দেননি কিন্তু এখন দেখছি উত্তর দিতেছেন। তাহলে কি মামলাসহ অন্য সব জটিলতা কেটেছে? এখন কি ফলাফল প্রকাশ করবেন? এখন কাজ শেষের পথে। যেহেতু গোপনীয় বিষয় এজন্য নিয়োগ কমিটির সদস্য ছাড়া অন্য কেউ প্রকৃত তথ্য দিতে পারবে না।
6171 Sir, vfa,fa te diploma complete korar por sunlam 10 grade hoice aita ki sir sotty?? Please bolben.... প্রথমে ১১ গ্রেড পাবে, পরে ১০ম গ্রেডে পদোন্নতি হবে।
6172 sir,,,,, zila te quota filup hober por onno zila te jody quoter candidate na thake tahole, ak ziler quoter candidate deya onno zila te ki filup korbe tnx sir জেলায় উপযুক্ত প্রার্থী না থাকলে বিভাগীয় কোটা রক্ষা করা হয়।
6173 স্যার, রেজাল্ট কি এই সপ্তাহে হবে? এখন কাজ শেষের পথে। যেহেতু গোপনীয় বিষয় এজন্য নিয়োগ কমিটির সদস্য ছাড়া অন্য কেউ প্রকৃত তথ্য দিতে পারবে না।
6174 অক্টোবর মাসে একবার দেখলাম এসএমএস সার্ভিসে ডাটা এনালাইসেস হচ্ছে। তারপর আর খবর নাই। এখন আবার ডাটা এনালাইসেস হচ্ছে। রেজাল্ট কি আদৌ হবে? দয়া করে যদি বলতেন স্যার? আগে ০১ দিন কাজ হয়েছিল, এখন কাজ শেষের পথে। যেহেতু গোপনীয় বিষয় এজন্য নিয়োগ কমিটির সদস্য ছাড়া অন্য কেউ প্রকৃত তথ্য দিতে পারবে না।
6175 মৎস্যখাদ্য উপকরণ আমদানি ও রপ্তানি,সংরক্ষণ (ক্যাটাগরি-২) লাইসেন্সের আবেদন করবো। তাই আবেদন, লাইসেন্স ও ভ্যাটের ট্রেজারি চালান নম্বর দিয়ে সহযোগিতা করবেন? ফি এর চালান কোড-১-৪৪৪১-০০০০-২৬৮১ ভ্যাট এর জন্য চালান কোড- ১-১১৩৩-০০২৫-০৩১১
6176 সুমিড ভেট পাউডার গরুর জিহ্বার ঘা এর উপর লাগালে কি কোন সমস্যা হবে? সুমিড ভেট পাউডার গরুর জিহ্বার ঘা এর উপর লাগালে সমস্যা হবে না, কিন্তু কি কাজে লাগাবেন ক্ষুরা রোগে তেমন কোন কাজ হবে না।
6177 টাইগার মুরগিকে 1-45দিনে কি কি ভেকসিন , ঔষধ,ও ভিটামিন দিতে হবে BCRDV 3-7 din e ekbar, pore 21 dine, RDV prothom 2 mase pore 6 mas por por, gumboro 14 din e ekbar, pore 28 dine.
6178 gorur.sordi Histavet injection 1ml/10 kg 5 days diben ‍sardi thik hobe.
6179 ৮/১০দিন বয়সের বাছুরের সাদা উদরাময় Streptosulpha othoba Sulphadin-S bolus 1/35 kg for 3 days + Glucolyte 1gm/litre water
6180 স্যার ভি এফ এ শতকরা কত % নারী কোটা?? সরকারি নিয়মে নারী কোটা ১৫%
6181 Sir,vfa result kobe hote pare?sadharonoto ei department result dite deri kore na..etomodde oneker onno job hoye gese.bisoyta niyog komitike janale upokrito hobo ডাটা এনালাইসিস হচ্ছে, রেজাল্ট দ্রুততম সময়ে হতে পারে।
6182 6486 sonali murgi ki ki tika dite hobe? BCRDV 3-7 din e ekbar, pore 21 dine, RDV prothom 2 mase pore 6 mas por por, gumboro 14 din e ekbar, pore 28 dine.
6183 নাম:নূরহোসেন-জেলা শেরপুর-হাসের চোখ কানা রোগের জন্য চিকিৎসা নিবো? ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন।
6184 স্যার ,আমি গরু মোটাতাজা /গরু পালন সম্পর্কে প্রশিক্ষন নিতে চাই ।গাজিপুর উপজেলা প্রানিসপম্পদ অফিসে অনেকদিন(৬ মাস) ধরে যোগাযোগ করে ও কোন সাহায্য পাই । ধন্যবাদ সরকারিভাবে প্রশিক্ষণ নিতে হলে গাজিপুর উপজেলা প্রানিসপম্পদ অফিসে যোগাযোগ করতে হবে, অথবা বিকে বাড়ী বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র যোগাযোগ করবেন।
6185 গরুর চোখের কাছে ঘা হয়েছে। কি ঔষধ লাগবে পুরপুরি ভালো হতে। Eyedrop-civodex vet 2 drops 2times daily.
6186 কবুতরের ২৫/২৬ দিন বয়সের বাচ্চার চোখ উঠেছে । চোখে কিছু দেখতে পাচ্ছে না । কি করতে হবে ? দয়া করে জানাবেন । ভিটামিন ‍এডিই সিরাপ খাওয়াবেন।
6187 lal shindi boknate koto percent simen dile valo hoi.thanks. অপনার জাত কত পারসেন্ট আছে বলেননি, আপনার গাভীতে একই জাতের সিমেন ১০০% পর্যন্ত দিতে পারবেন।
6188 Sir compounder post join korar koto bocor por diploma korar sujog dao hoy?Tacara privet daily friday class cakori obostha diploma korar ki kono sujog ace? প্রশিক্ষণ কেন্দ্র ফাকা থাকলে এবং সিরিয়াল আসলেই পাঠানো হয়।
6189 মূরগী জিমায় Cosumix Plus ২ গ্রাম পতি লিটার পাতে মিশিয়ে খাওয়াবেন।
6190 Sir,VFA/FA te viva candidate der 60% onno job( jbl-rbl senior officer/aeo, govt high school,sbc) hoye gece.resulter purbe data nile amra khub upokrito hoitam এটা নিয়োগ কমিটির বিষয়
6191 স্যার আজ কি ভিএফ এ এর রেজাল্ট হওয়ার কোন সম্ভাবনা আছে? প্লিজ জানাবেন।দীর্ঘ ১১ মাস ধরে অপেক্ষায় আছি। আজকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই।
6192 ,,,sir 15 tarek er age ke result hote pare?? thank a lot sir রেজাল্ট হলে ওয়েবসাইটে দেয়া থাকবে।
6193 ((sir, Data Analysis somporke aktu plz clear korle khub upokrito hoitam.)) আজকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই। রেজাল্ট হলে ওয়েবসাইটে দেয়া থাকবে।
6194 শাহীওয়াল বকনার ডাক আসে না। বয়স দুই বছর। ওজন ৮০ কেজি। কি করলে ডাক আসবে। দয়া করে জানাবেন কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
6195 sir, vfa/fa te ki post barar kono sovabona ace? পোষ্ট বাড়ার সম্ভাবনা নেই।
6196 ,,,sir,,,,aj ke result hote pare??? আজকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই।
6197 গরুর কাদে ঘা হয়ে ছোলে গেছে।কি ঔষধ লাগবে ভালো হতে। Injection vermic 1ml per 50kg body wt. one dose diben ebong dress gel molom dine 3 bar lagaben
6198 ছাগলের পশম পানি খাওয়ালে ফুলে ওঠে এখন কি করতে পারি Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
6199 6486 সোনালী মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে না। কারন কি কি করব vit-E jemon E-sel ba E-vit khaoaben.
6200 UMS গরুকে খাওয়ালে কি গরু কোনো ক্ষতি হবে UMS গরুকে খাওয়ালে কোনো ক্ষতি হবে না।