SL# প্রশ্ন উত্তর
4201 Sir,Feet mill regestration upazila livestock office a abedon korte hobe na Mohaporicalok mohodoy borabor korte hobe..A-catagorir feet mill reg. a koto tk clean. মহাপরিচালক বরাবর আবেদন করবেন। আপনি dls.gov.bd ওয়েবসাইটে সিটিজেন চার্টারে দেখবেন সাথে কিকি কাগজ দিতে হয়। অনলােইনেও আবেদন করতে পারবেন।
4202 পাউল পক্স ভ‍্যাকসিন কিবাভে করব লাল ট্যাবলেট ৩ মিলি বিশুদ্ধ পানিতে মিশিয়ে বিশেষ সুচ/ইনজেকশনের সুচ অর্ধেক পানিতে ডুবিয়ে পাখার গোড়ায় পালকবিহীন স্থানের চামড়ায় একাধিকবার খুচিয়ে প্রয়োগ করতে হয়।
4203 ছাগলের পেট ফাঁকা কি ঔষধ ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
4204 আমার গাভি দুধ কম হয় প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাঁচা ঘাস ও স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
4205 ২.৬ মাস বয়সের বাছুর পাতলা নাদে। এর জন্য কি করব। Streptosulpha othoba Sulphadin-S bolus 1/35 kg for 3 days + Glucolyte 1gm/litre water
4206 9 মাসের শাহওয়ালি ষাড় বাচ্চা তাকে কিমি কি ঔশদ খাওয়াব জানালে ভাল হত কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি খাওয়াবেন।
4207 আমার একটা গাভীর নাক দিয়ে ছোট ছোট মাংসের টুকরা মতো পুঁজ ও রক্ত মিশ্রিত হয়ে প্রতি দিন পড়তেছে,আমি এখন কি করতে পারি আপনার উপজেলার ভিএস এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01717825795
4208 আমার একটা গাভীর নাক দিয়ে ছোট ছোট মাংসের টুকরা মতো পুঁজ ও রক্ত মিশ্রিত হয়ে প্রতি দিন পড়তেছে,আমি এখন কি করতে পারি আপনার উপজেলার ভিএস এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01717825795
4209 আসসালামু আলাইকুম। ছাগলের পিপিআর হলে কোন ধরনের চিকিৎসা সেবা দেওয়া উওম। গরুর ক্ষুরা রোগের ক্ষেএে কোন ইনজেকশন দেওয়া যায়। পিপিআর হলে Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
4210 স্যার আমি সোনালি মুরগি তুলব ২/৩ দিন এর ভিতরে, কি মেডিসিন ইউজ করব আর আমাকে মেডিসিন এর সেডিওল টা দেন স্যার। বাচ্চা আনার পর পানিতে ডব্লিউ এস ভিটামিন দিবেন। বিনা প্রয়োজনে এ্যান্টিবায়োটিক ঔষধ দিবেন না। সময়মতো টিকা দিবেন।
4211 গরুর গায়ে গুটিগুটি টিউমারের মত পরে ঘা হচ্ছে করনিয় কি? সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
4212 আমার ছাগলের বয়স ২ দাত/ ১.৫ বছর কিন্তু এখনো হিটে আসতেছে না ১০ দিন হল multivitamin ইন্জেকশন করছি কোন কাজ হয় নি কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
4213 গরু পাতলা ২ দিন ধরে পাতলা পায়খানা করতেছে।কি করলে ভালো হবে। Streptosulpha othoba Sulphadin-S bolus 1/35 kg for 3 days + Glucolyte 1gm/litre water
4214 ছাগল খেতে চায় না প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
4215 ১টি খাসির ওজন ৭ কেজি এবং ১টি খাসির ওজন ৩ কেজি। উল্লেখিত ওজনের খাসি *text missing* কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পাউডার ১ কেজি দানাদার খাবারে ১ চা চামচ দিতে হয়।
4216 গরুর রুচি খুব কম। শরীরের হাড় সব দেখা যায়। শুয়ে পরলে ওঠতে পারে না,ধর *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
4217 আসসালামু আলাইকুম, আমি জাহিদ নিশিন্দারা ইউনিয়ন থেকে বলছি। আমার একটা ফ্রিজিয়ান গরু আছে। গরুটি হিটে আসলে আমি কি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সরকারি বিজ দিতে পারবো?? অবশ্যই পারবেন। আপনি উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বগুড়া 01713739753 অথবা উপজেলার ULO 01761511441 এর সাথে যোগাযোগ করবেন।
4218 আসসালামু আলাইকুম, আমার সালাম নিবেন, আমার ৫ টা গাভী গরু আছে, একটা firigian বাছুর ২ বছর ৪ মাস হলো হিট আসে না, কি করবো বলবেন কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
4219 আসসালামু আলাইকুম, স্যার আমার জিজ্ঞেসা হলো,আমার ৫ টা গরু আছে সেগুলে কে, কৃমির ট্যাবলেট খাওয়াবো না কি ইনজেকশন দিবো কোন টা ভালো হবে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি খাওয়ালে হবে, যদি কলিজা কৃমি সনাক্ত হয়ে থোকে তাহলে নাইট্রোনেক্স ইনজেকশন দিতে পারেন।
4220 কয়টা ছাগল দিয়ে খামার করলে প্রানী সম্পদ থেকে রেজিঃ পাওয়া যায়? এবং গরু কয়টি? কমপক্ষে ২০ টি ছাগল থাকলে রেজিঃ পাওয়া যায়
4221 স্যার সালাম নিবেন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ সারা দেশ একসঙ্গে কবে থেকে হবে প্রকল্প রিভাইজ করলে হতে পারে, এখনও কোন সিদ্ধানত হয়নি।
4222 স্যার, ভি এফ এ নিয়োগ বিজ্ঞপ্তি কি এই বছরের মধ্যে হতে পারে। হলে কবে নাগাদ হতে পারে? প্লিজ স্যার একটু জানাইয়েন। এ ধরণের কেন সিদ্ধান্ত এখনও হয়নি।
4223 আমার একটা ৩০০+ ওয়েটের ফ্রিজিয়ান গাভী আছে,২য় বার বাচ্চা দিছে।তার দুধ পাই না বললেই চলে।৩,৪ কেজির বেশি দুধ কখনো পাইনি,Milk pro,Pro milk,cal c care এ কাজ হয়নি। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাঁচা ঘাস ও স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
4224 আমার একটা ৩০০+ ওয়েটের ফ্রিজিয়ান গাভী আছে,২য় বার বাচ্চা দিছে।তার দুধ পাই না বললেই চলে।৩,৪ কেজির বেশি দুধ কখনো পাইনি,Milk pro,Pro milk,cal c care এ কাজ হয়নি।।।।।। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাঁচা ঘাস ও স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
4225 গির জাতের গরু কি সরকারিভাবে নিষিদ্ধ? সরকারি প্রজনন নীতিমালায় অন্তর্ভূক্ত নয়।
4226 আমার ছাগলকে কুকুরে কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়েছে,, এখন আমি কি চিকিতসা নিবো। এবং কত খরচ হবে জানালে উপক্রিত হতাম,,, জলাতংক রোগের টিকা দিতে হবে। ক্ষতস্থানে পভিসেপ দিয়ে ড্রেসিং করে দিতে হবে দিনে ২-৩ বার।
4227 দেশী মুরগীর পাখনা খাওয়া রোগ।একটি মুরগীর অন্য মুরগীর পাখনা খেয়ে ফেলছে।খামারে ১৮ টা মুরগী বিদ্যমান।এই রোগের সমাধান চাই,কি কি মেডিসিন ব্যবহার করলে ফল পাব,জানাবেন। সুষম (প্রেটিন পরিমান মতো) খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন
4228 আমার একটি গরু 4 মাসের গর্ভবতী শরীরে গুটি গুটি (গামাছির মত) হইছে কতক্ষণ পর পর চুলকায়। কি চিকিৎসা করতে পারি? সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
4229 I want pure black Bengal goat from government farm..how many I can buy at a time and where can I contact?what is the price for each?thanks. পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বরাবর আবেদন করতে হবে, অনুমতি পেলে ও মজুদ থাকলে অফিস চলাকালীন যেকোন সময়ে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে সরবরাহ নিতে পারবেন।
4230 রঙ্গিন মাছ চাষে করনীয় কী কী ও খাবার সম্পর্কে কিছু ধারণা মৎস্য বিভাগে যোগাযোগ করুন।
4231 গরুর এলার্জি কি চিকিৎসা করতে পারি? Inj parasitin vet 1ml/ 50kg repeat after 7 days, inj Histavet
4232 ছাগলের চোখে silver nitrate drup কয় ফোটা করে দিনে কয়বার দিতে হবে সিলভার নােইট্রেট ড্রপ দুই ফোটা করে দিনে ২ বার ৭ দিন দিতে হবে।
4233 গরুর গর্ভবতী চেক করার সময় রক্ত আসে, AIবলছে 4 মাসের গর্ভবতী, এক সপ্তাহ যাবৎ কিছুই খাচ্ছে না শুকিয়ে যাচ্ছে ভেটের্নারি সার্জন বলছে ,AI বলতে পারবে এখন কী করতে পারি? Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
4234 Sir. ছাগলের বাচ্চার bactaril infection hoise. Khaite pare kom.valovabe bose thakte pare na.mati te matha dia soia thake আপনার উপজেলার VS এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01722180308
4235 আমি একটা ছোট গরুর খামার করতে চাই। আমি বর্তমানে কাজী পোল্ট্রি ফার্মে চাকরি করি টেকনিশিয়ান পদে এখন আমার করনীয় কি আর কিভাবে শুরু করব আপনার উপজেলার ULO এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01711309164
4236 মুরগী সাদা পায়খানা করছে।গা প্রচন্ড গরম।কি ঔষধ খাওয়াব চুনা পায়খানা করলে, Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই।
4237 পুকুরের পানিতে মাছের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি করার উপায় কি মৎস্য বিভাগে যোগাযোগ করুন।
4238 আমি সাভারে ছাগল পালন এর উপর ট্রেনিং নিতে চাই। কি করতে হবে। আপনার জেলা ADLO এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01716205144
4239 আমি পল্লী প্রানি চিকিৎসক হতে চায় করনীয় কী? আপনার উপজেলার ULO এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01712708928
4240 আমার গাভীর বান দিয়ে ফোটা ফোটা দুধ পরে এর কারন কি ও তার চিকিৎসা আপনার উপজেলার VS এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01719470722
4241 Ami Ak ta Cagol Ar Khamar Korta Chi Kintu Ki vaba Korbo Kicu Poramoso Nita cai . Kicu Sujog Subida Cai Apnadar Kaca Thaka .. আপনার উপজেলার VS এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01774287605
4242 আমার গরুর ওলান ফুলে শক্ত হয়ে গেছে। এখন কি করা উচিত। injection cefixon 1gm vial per 50kg b.wt. dine 1 bar 3-5 din abong pheniravet 5ml per 50kg b.wt dine 1 bar 3 din abong keto-a vet 5ml per 50kg b.wt 3din
4243 ৯ই সেপ্টেম্বর, ২০১৯ প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “১টি এপিডিমিওলজি সেল ও ২৪টি কোয়ারেন্টাইন স্টেশন” এর জন্য অস্থায়ী রাজস্বখাতে সৃজনকৃত পদে কবে পরীক্ষা হতে পারে? পরীক্ষা হয়নি, তবে হবে, একটু দেরী হতে পারে।
4244 পুকুরের পানিতে মাছের জন্য প্রাকিতিক খাদ্য তৈরি করার উপায় কি? পুকুর ৫৫ শতাংশ মৎস্য বিভাগে যোগাযোগ করুন।
4245 স্যার, সালাম নিবেন। আমার গরুর লোম খাড়া ও জ্বর...কি ওষধ দিব? Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo + Histavet injection 1ml/10 kg 5 days diben
4246 বিগত ২২-০৪-২০২১ইং তারিখে দুইটি আনুমানিক ৯-১১মাসের ষাড়গরু ক্রয় করেছি। আমার গরু দুটোকে কি খাবার দেয়া যায় এবং কোনো ঔষধ দিব কিনা(যেমন কৃমির)দিলেও কিসের এবং কিভাবে? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক কাঁচা ঘাস ও দানাদার খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
4247 Gorur gira fula r jono ki korta hobey ইউএলও এর সাথে যোগাযোগ করুন 01712223920
4248 গাভীর কাঙ্ক্ষিত বয়স হওয়ার আগেই রক্তক্ষরণের কারণ কি। গাভির পেটের বাচ্চার বয়স ৭ মাস , এখন কি করবো Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4249 গরুর গায়ে গুটি গুটি বস্তুর মতো সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
4250 স্যার,, যারা ভিএফএ,,FA/Al,, কম্পাউন্ডার ইত্যাদি পদে প্রি সার্ভিস ট্রেনিংরত, ১ বছর ট্রেনিং করার পরও কেউ অকৃতকার্য/ বাদ যায়????? প্রশিক্ষণে ফেল করলে বাদ হবে, তবে কেউ ফেল করার রেকর্ড নাই।
4251 গরুর গায়ে গুটি গুটি বস্তুর মতো সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
4252 মুরগি কেন একে অপরের পালক বা পশম ছিঁড়ে খায় সুষম খাবাবের সাথে রক সল্ট/বীট লবন ও সাধারণ লবন মিশিয়ে দিবেন। মাঝে মাঝে শাক পাতা ঝুলিয়ে রাখবেন।
4253 আমার একটা বকনা গরু হঠাৎ করে খাওয়া-দাওয়া বন্ধ করে দিছে এর কারন কি ও তার চিকিৎসা কি প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
4254 আমি ভিএফএতে ট্রেনিং এ আছি।এখন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্রাফট ইনস্ট্রাক্টর ১৩ গ্রেড এ টিকছি। এখন কোনটাতে যোগদান করব? পরামর্শ দিবেন দয়া করে। এটা আপনার সিদ্ধান্তের বিষয়।
4255 Deshi murgir faul pox tika koy din boyose dite hobe ? And faul pox tikar bostar dos koy din por dite hobe ? ১ মাস বয়সের বেশী বা ৩৫ দিন হলে পক্স টিকা দিতে হবে।
4256 Deshi murgir faul pox tika koy din boyose dite hobe ? And faul pox tikar bostar dos koy din por dite hobe ? ১ মাস বয়সের বেশী হলে ড়ক্স টিকা দিতে হবে।
4257 আমি মাসরুম চাষের জন্যে আগ্রহি। আমি আপনাদের সহযোগিতার কামনা করছি। কৃষি বিভাগ এর সাথে যোগাযোগ করুন
4258 সোমালী মুরগীর জন্য প্রথম থেকে কি কি ভ্যাকসিন, ওষধ দিতে হবে ৩-৭ দিন বিসিআরডিভি ও গামবোরো ১৪ দিন পর বুস্টার ডোজ, ২ মাসে আরডিভি এরপর প্রতি ৬মাসে একবার, ৩ মাসে কলেরা টিকা দিতে হবে।
4259 ছাগল মোটাতাজা করণের জন্য কি খাওয়াতে পারি? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
4260 ছাগলের শরীর কাঁপলে উঠে দাঁড়াতে না পারলে কি চিকিৎসা করা উচিত ,ছাগলটি বাচ্চা হওয়ার এক মাস আগে থেকেই এই রোগ ,আজ বাচ্চা হয়েছে কিন্তু উঠে দাঁড়াতে পারছে না, Cal ci vit plus i/v, with dextrose 5%
4261 গরুর গলা ফুলা রোগ Gentamycin এবং Histacin ইনজেকশন দিবেন। আসলে সুস্থ্র প্রাণিকে এ রোগের টিকা দেয়া উত্তম।
4262 ব্রয়লার মুরগি সবুজ পায়খানা করছে। সুবজ পায়খানা কলেরা রোগের ণক্ষণ। Renamycin পাউডার অথবা ট্যাবলেট গুড়া করে খাওয়াবেন।
4263 গাভীর দুধ বাড়ানোর জন্য কি কি দিতেহবে ? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
4264 SAGOLER PET POLE GACE.KI KORONIO. ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
4265 গাভিন ছাগলকে পাতলা পায়খানার জন্য কি ঔষধ খাওয়াতে হবে Streptosulpha othoba Sulphadin-S bolus 1/35 kg for 3 days + Glucolyte 1gm/litre water
4266 গরুর পেট ব্যথা বা পেট কামড়ানো রোগ হলে কি ঔষধ খাওয়াবো। Rumen on powder khaoate paren othoba Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4267 I am Arif,My age is 41.i want to start training about goat farming .how can I apply and when I have to go for more information.thanks.arif@01670242948 Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4268 বকনা গরু বয়স ১৪ থেকে ১৫ মাস দূত মোটা তাজা করনের উপায় ও টিটমেন প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
4269 Circular no-1066, circular date-25-05-2016, kromik-12, Post: OFFICE ASST. CUM-COMPUTER OPERATOR-38 Persons, when will be held EXAM. পরীক্ষা হবে প্রক্রিয়া চলছে।
4270 Circular no-1181, Circular date-09-06-2016, Post: OFFICE Shayok,Persons-61, when will be held EXAM. পরীক্ষা হবে প্রক্রিয়া চলছে।
4271 গরুর আচুল এর চিকিৎসা Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4272 খামার রেজিষ্ট্রেশন করতে কি কি লাগে। এবংএনআইডি কার্ড না থাকলে তার নামে কি খামার রেজিষ্ট্রেশন করা যাবে। Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4273 গবাদি পশু হৃষ্টপুষ্টকরণের ধাপসমুহ কি কি? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
4274 আমার একটি ২.৫ মাস বয়সের গর্ভবতী ছাগীকে পাতলা পায়খানা জনিত কারনে ২-৩ দিন মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ খাওয়াইছি,সে ক্ষেত্রে গর্ভপাতের ঝুকি *text missing* িত ভাবে বলবেন স্যার। গর্ভপাত হওয়ার সম্ভাবনা নেই
4275 দুগ্ধবতী গাভীকে কি ইউরিয়া ও চিটাগুড় মাখানো খড় খাওয়ানো যাবে। সকল গাভীকে ইউএমএস খাওয়ানো যাবে।
4276 আমার হাঁসের বয়স ২ মাস ৭ দিন।আমি ডাকপ্লেগ ২ ডোজ দিয়েছি।ডাক কলেরা দেওয়া হয় নাই।কয়েকটা হাঁস শরীর দূর্বল হয়ে গিয়ে উঠতে এবং হাটতে না পেরে মারা গেছে।এখন কি করতে পারি? ভিটামিন বি১ ও বি২ পাউডার খাওয়াবেন।
4277 বাট দিয়ে রক্ত আসলে কি করনিয় injection cefixon 1gm vial per 50kg b.wt. dine 1 bar 3-5 din abong pheniravet 5ml per 50kg b.wt dine 1 bar 3 din abong keto-a vet 5ml per 50kg b.wt 3din
4278 দেশী মোরগ ১ টি, মুরগী ২ টি একসাথে পালন করি। গত ৫/৬ দিন ধরে মোরগ টা কম খায়। ২/৩ দিন ধরে মোরগটার পায়খানা পাতলা এবং সবুজ হচ্ছে। মুরগী ২ টা ভালো আছে। সুবজ পায়খানা কলেরা রোগের ণক্ষণ। Renamycin পাউডার অথবা ট্যাবলেট গুড়া করে খাওয়াবেন।
4279 ছাগলের পি পি আর। Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
4280 আমার ২মাস ১৬ দিনের গাভীন ছাগীর গলা ফুলে শক্ত হয়ে গিলটারর মতো হয়েছে আজ অনেক দিন হলো ভালো হচ্ছেনা, আশো পাশে ভালো ডাক্তার নেই, আর পশু হাসপাতালো দূরে,এখন কি করবো? আপনার উপজেলার ULO এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01710517953
4281 তৃতীয় ধাপের প্রণোদনার টাকা কবে নাগাদ পেতে পারি? Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4282 আমি একটা গাভী পালন করতে চাই আমি আগে দেশের বাহিরে ছিলাম এখন সংসার চালানো জন্য কেমন গাভী পালন করলে ভালো হবে পরামর্শ চাই Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4283 ছাগলের বাচ্চার বয়স দুই মাস। পায়খানার মধ্যে সাদা পোকা করনিয় কী কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন
4284 প্রোট্রি টেকনিশিয়ান এর প্রধান কাজ কি? পোল্ট্রি টেকনিশিয়ান এর প্রধান কাজ খামারের হাঁস-মুরগির টিকা ও ঔষধ প্রদান করা।
4285 আসালামুঅলাইকুম। সারা গাই কৃমিনাশ লিভারটনিক খাওয়ানো হয়েছে। মল শকত চিকিৎসা দিন আর কৃমিনাশক দেওয়ার কত দিন পরে জিংক/লিভারটনিক খাওয়াতে হয় ? কৃমিনাশক দেওয়ার পরে ভিটামিন খাওয়াতে পারেন, জিংক/লিভারটনিক প্রয়োজন না হলে খাওয়াতে হয় না।
4286 আমি একজন ক্ষুদ্র খামারি অনেক কষ্টে খামার করেছিলাম কিন্তু ভালো মানের গাভী না থাকায় আজ আমার খামার ধ্বংসের দিকে চলে যাচ্ছে প্রতি নিয়ত ক্ষতি গুনতে হচ্ছে,শুনেছি আমাদের কেন্দ্রীয় গো প্রজজন কেন্দ্র, সাভার, থেকে সুলভ মূল্যে ভালো মানের গাভী/গাভ গরু প্রদান করা হয়,এর জন্য মন্ত্রী মহোদয়ের অনুমতি প্রয়োজন,,,আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে মন্ত্রী *text missing* Contact with DD Khamar 01764470325
4287 Please rool agine my lone Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4288 গরু পালনের জন্য লোন কি ভাবে পেতে পারি Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4289 Fmd oshud Gorur khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
4290 মুরগির শরীলে গুটি উঠলে কি ওষুধ খাওয়াবো। Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
4291 ভেটেনারি সার্জিক্যাল ইকুইপমেন্ট ঢাকার কোথায় পাবো। তোপখানা রোড বিএমএ ভবনের সাথে, হাট খোলা রোডে পাওয়া যাবে।
4292 জ্বর হলে কি করনিয় Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo + Histavet injection 1ml/10 kg 5 days diben
4293 Amr pathar boyos 8 mas.hotath gaye jor,prosab paykhana,khawa savabik.akn ki owsod khawate pari Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo
4294 দুধ দুহনকারী গাভির বাট ফেটে গেছে কি করব ইউএলও, 01913187759 এর সাথে যোগাযোগ করুন।
4295 আমরা ঢাকা ওয়াসার একটা প্রজেক্টে আছি, আমাদের প্রজেক্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আমাদের প্রজেক্ট এর ভিতর ইদানিং অনেকগুলো কুকুর দেখা যাচ্ছে। Contact with Dhaka City Corporation
4296 ছাগলের পেট ফাপা ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.২৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
4297 LDDP প্রযেক্টের মেয়াদ বাড়বে কি? প্রজেক্টের মেয়াদ বাড়লে সেটা শেষ হওয়ার পরে।
4298 Ami E-cap , animal hospital onujai amino plus vet, vita-3, chefa-1, lysovit, gloconit, UB-LACK , Rolex powder, solozink vet, Rena-ws sob khaoailam tob *text missing* Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
4299 আমার ব্লাক বেংগল ছাগী বাচ্চা প্রসবের ৪ মাস পরেও হিটে আসচে না করনিয় কি কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
4300 Haser Khub Sordi Lagche. Jor O Ace..... Ki Ousod Khaoyate Hobe Enrocin সিরাপ ২ মিলি প্রতি লিটার পানিতে ৩-৫ দিন হবে।