SL# প্রশ্ন উত্তর
2901 স্যার, সিলেট বিভাগে, কোন জেলায় বর্তমানে কত টি এফ.এ(এ/আই) পদ খালি আছে যদি বলতেন? এটা প্রশাসনের বিষয়।
2902 গাভী হিটে আসছে না কি করব কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
2903 আমার একটা গাভীকে তিনবার কৃতিম বীজ দেওয়া হইছে,,,, আবারও গাভীটা হিট আচ্ছে,,,এখন কি করলে গাভীটা কনসেপ করবে পরামর্শ দিবেন ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
2904 সুত্রাপুর অফিচ এর TLO sirsir এর মোবাইল নাম্বার দেওয়া যাবে? সুত্রাপুর অফিসে এর TLO sir নেই, চর্জে আছে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোবাইল নাম্বার 01324290343, 01716205144
2905 Gavir govopat জ্বরায়ুতে লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
2906 আমি কি দিনাজপুর প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে জগাজগের জন্য কনো ফোন নাম্বার পেতে পারি? জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিনাজপুর এর নম্বর 01324289096, 01715748327
2907 আমার গরু খাবার প্রতি আগ্রহ কম খাবার দিলে তেমন খাচ্ছে না। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
2908 KOBOTORER TAL AND SOBUL PAIKHANA DUR KORAR SAMDHAN CHAI. vit-E jemon E-sel ba E-vit othoba manuser osodh E-cap khaoaben.
2909 আমার একটা বকনা গতকাল থেকে হিটে আচ্ছে ...আজকে বীজ দেওয়া যাবে কি পরামর্শ চাই বকনা হলে 24 ঘণ্টা পর এবং গাভী হলে ১২-১৮ ঘণ্টা পর ইনসেমিনেশন করতে হবে।
2910 গরুর ওজন১৯২ কেজি। গরুটি দানাদার খাবার খায় কিন্তু খর অনেক কম খায়। এক *text missing* প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাচা ঘাস ও স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
2911 দুই মাস বয়সী বাচুরের লাম্পি হয়েছে। কি চিকিৎসা নেওয়া যেতে পারে? Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
2912 গরুর পায়খানা হলে কি করব Streptosulpha ট্যাবলেট প্রতি ৩৫ কেজির জন্য ০১ টি হিসাবে ৩-৫ দিন খাওয়াবেন ।
2913 ১৪ মাস বয়সের বকনা বাছুরের পা ফুলা/হাটু, খোর ও খোরের উপরি অংশ ফুলার চিকিৎসা ও প্রতিকার কি? চিকিৎসা পদ্ধতিসহ বিস্তারিত জানতে চাই। ক্ষত হলে ডক্সিভেট/টাইরোসেফ পাউডার লাগাবেন, গরুর পা ফুলে গেলে Arthrivet injection 1 ml/25 kg তিন দিন।
2914 Sorkari haspatale ki chagol er titinas er veksin paya jabe... টিটেনাস সরকারি টিকা নেই।
2915 গাভীকে কলিজা কৃমির জন্য ইনজেকশন দিছি কালকে কিন্তু আজকে গাভীর দুধ নষ্ট হয়ছে।এখন করণীয় কি? কৃমির ঔষধের সাথে দুধ নষ্ট হওয়ার কোন সম্পর্ক নেই।
2916 দেশি হাস মুরগী অস্থু কি করনীও বুলুন Enrocin 2ml/ltre water 3-5 day.
2917 amr ekta boknar 2bosor ekhono hite ase nai,,ki osud khawyale taratari hite asbe? কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
2918 24 Dls Circular 2016Circular no-1066, circular date-25-05-2016,OFFICE ASST. CUM-COMPUTER OPERATOR, এই পরীক্ষার প্রবেশপত্র যেন স্থায়ী ঠিকানায় পাঠানো হয়। এগুলো অনলাইনে কনভার্ট করে প্রবেশপত্র অনলাইন থেকে পাওয়ার ব্যবস্থা করা হতে পারে।
2919 আমার হাঁস আছে 150 টি, এখন দুই দিন থেকে 2 থেকে তিনটি হাঁস কাশিতেছ, কিন্তু হাঁস গুলো খাওয়া, চলা ফেরা ঠিক আছে, ঝিমরিয়ে ও নেই,,,?? এখন আ *text missing* Enrocin 2ml/ltre water 3-5 day.
2920 স্যার আমার একটা বিদেশী গাভী ৭মাসের গর্ভবতী, এখন এলার্জি হয়ে গেছে, এখন চিকিৎসা কি করবো Inj parasitin vet 1ml/ 50kg repeat after 7 days, inj Histavet
2921 আমার ছাগলের পিপিআর হয়েছে অনেক পায়খানা করছে এখন কি করবো??? Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
2922 ki medicine khauwale gavir dudh bridhi pai? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে কাচা ঘাস ও স্বাভাবিক সুষম খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
2923 একটি গাভির গাভ আছে।গাভিটির এক থেকে দেড় বছর ধরে কাশি হয় মানটোস সিরাপ *text missing* হিস্টাভেট ইনজেকশন ও সাথে কম্বিপেন ইনজেকশন দেয়া যাবে।
2924 আমার কবুতরের কৃমি সমস্যা তিন মাস পর পর এভিপার/ ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ খাওয়াবেন। কৃমির টিকা হয় না।
2925 2016 Circular no-1181 Circular date-09-06-2016, Post: OFFICE Shahayok-61 Persons, এই পরীক্ষার প্রবেশপত্র যেন স্থায়ী ঠিকানায় পাঠানো হয়। এগুলো অনলাইনে কনভার্ট করে প্রবেশপত্র অনলাইন থেকে পাওয়ার ব্যবস্থা করা হতে পারে।
2926 আমি একজন অবঃ সরকারি কর্মকর্তা । আমি একটি ব্রয়লার খামার পারিবারিকভাবে স্হাপন করতে আগ্রহী,এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ প্রদানে বাধিত করবেন । লিংক থাকলে দিবেন । আপনি ULO এর সাথে যোগাযোগ করুন. নম্বর 01324290691, 01613431971
2927 গাভী ডাকে আসার হরমোন ইনজেকশনের নাম ডোজ? ওভারি ডেভেলপ না হলে প্রসলবিন হরমোন, আর এমনি হিটের জন্য ফাটাজিল বা ফারটিলন হরমোন দিতে হবে।
2928 KOBOTORER THANDA AND PAIKHANA SOBUJ O HALKA PANI TAIP REMOV KORAR SOLUTION Enrocin 2ml/ltre water 3-5 day.
2929 office phone no Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
2930 কৃমি সমস্যা কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি খাওয়ালে হবে, যদি কলিজা কৃমি সনাক্ত হয়ে থোকে তাহলে নাইট্রোনেক্স ইনজেকশন দিতে পারেন।
2931 আমার কোয়েল পাখির খামারে মাঝে মাঝে পাখির ডিম পাড়ার সাথে ভিতর থেকে একটা লাল অংশ বাহির হয়ে এ টা আর ভিতরে যায় না পাখিটা ৪ দিন মারা যায় প *text missing* টাইলোসিন পাউডার পানির সাথে অথবা মাইকোস্টপ দিবেন ৩-৫ দিন।
2932 Goru-sagoler kimir injection satha vitamin Prothome krimir osudh Endex/Renadex 1 tab /75 kg khaoaben, pore ‍savabic khabarer sathe abong Acivit DB Gold khaoan
2933 *text missing* শন নাম কি সার ওভারি ডেভেলপ না হলে প্রসলবিন হরমোন, আর এমনি হিটের জন্য ফাটাজিল বা ফারটিলন হরমোন দিতে হবে।
2934 আসসালামুআলাইকুম, ৭৫টি খাকি ক্যাম্বেল হাঁস আছে। বয়স ৬ মাস, সব টিকা দিয়েছি। কিন্ত ডিম দেয় না।পরামর্শ দিবেন। সুষম খাদ্য দিবেন এবং সাথে ভিটামিন ই পাউডার দিবেন।
2935 Goru hit a aser jonno ki medicine কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
2936 KOBOTOR TAL RUGER SOMADAN KI vit-E jemon E-sel ba E-vit othoba manuser osodh E-cap khaoaben.
2937 অাচ্ছালামু অালাইকুম,স্যার ভিএফএ, এফ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগো। এইচএসসি বিজ্ঞান পাশ হতে হবে।
2938 Murgir tandha_patlapaikhana Enrocin 2ml/litre water e mishie khoate hobe.
2939 Sir assalamualikum, Sir dekhlm Vfa, Fa shunno poder talika chaoa hoyeche.. Sir circular kobe hote pare.. Amr boyos r 2.5 month ache.. Er moddhe ki hte pare. সার্কুলার কবে হবে, এরকম কোন তারিখ এখনো হয়নি। সার্কুলার হলে ওযেবসাইটে দেয়া থাকবে।
2940 Cow hit ar jonno কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
2941 গরুর স্বাবাবিক তাপমাএা কত? গরুর স্বাবাবিক তাপমাএা ১০২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত
2942 আমি খাকি কেমবেল হাঁস পালন করতে চাই দৌলতপুর, খুলনা খামার থেকে খাকি ক্যাম্পবেল জাতের বাচ্চা নিবেন।
2943 ছাগলের বয়স আট মাস পাতলা পায়খানা পাতলা পায়খানা হলে Streptosulpha ট্যাবলেট প্রতি ৩৫ কেজির জন্য ০১ টি হিসাবে ৩-৫ দিন খাওয়াবেন + Glucolyte ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন ।
2944 আসসালামুআলাইকুম। আমার একটি বাচ্চি গরু আছে। গরু হিট আসার পর পর পর ৩ বার বীজ দেওয়া হইছে কিন্ত বীজ কনসেপ্ট করছে না এখুন আমার করনিয় কি? ডাকে আসলে জ্বরায়ু লুগলস সুপার সলুশন দিয়ে ওয়াশ করে ভিতরে এসপি ভেট দিতে হবে এরপর একই ইনজেকশন মাংসে ৩-৫ দিন। ২১ দিন পর ডাকে আসলে ১২ ঘন্টা পর পর সিমেন ২ বার দিবেন।
2945 গরুর মাল্টিভিটামিন কি যে কোন ডিবি ভিটামিন দানাদার খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন।
2946 হরমোন ইনজেকশন নাম কি সার কিসের জন্য হরমোন লিখতে হবে।
2947 আমার 1 টা ছাগল পায়ে আঘাত পেয়েছে,কি চিকিৎসা দিব pa fule gele Arthrivet injection 1 ml/25 kg i/m for 3 days
2948 is it right to use injection for fattening cow? For example Katafox. ত্যাটাফস ইনজেকশন ভিটামিন মিনারেল, এটা দিলে কোন ক্ষতি নেই।
2949 Dls Circular 2016Circular no-1066, circular date-25-05-2016, kromik-12, Post: OFFICE ASST. CUM-COMPUTER OPERATOR-38, EXAM DATE. এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে।
2950 এক বছর বয়সি একটি ছাগল১৫-২০দিন ধরে কাশে,সকালে নাক দিয়ে পানি পরে,দুপুরে ভালো থাকে,খাবার ঠিকমতই খায় কী চিকিৎসা দেবো sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
2951 গরুর পাতলা পায়খানার জন্য কী ট্যাবলেট খাওয়াবো? Streptosulpha ট্যাবলেট প্রতি ৩৫ কেজির জন্য ০১ টি হিসাবে ৩-৫ দিন খাওয়াবেন ।
2952 আমার একটা গরু খুব শুকনো কী ঔষধ দিব প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
2953 গরু শরীর দূর্বল এর পাতলা পায়খানা ভালো হচ্ছেনা? Inj.Triject 2gm দিয়ে কয়েক দিন ভালো থাকে পরে আবার একই আবস্থা হয় এর প্রতিকার কী? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
2954 GORUR TAPMATTARA KOM স্টেরয়েড ইনজেকশন দিয়ে তাপমাত্রা বাড়বে।
2955 2016 Circular no-1181 Circular date-09-06-2016, Post: OFFICE Shahayok-61 Persons, when will be held on এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে পরীক্ষার পূর্বে নেটিশ পাবেন। www.dls.gov.bd ওয়েবসাইটে থাকবে।
2956 কবুতরের চোখে ছানি পড়েছে,ভেট কেমিষ্ট চোখের ড্রপ দিয়েছিলাম ভালো হয়নি Silver Nitrate eye drop 1 fota kore dine 2 bar 7 din dite hobe
2957 সালাম নিবেন,দয়া করে ডিএলএস এর রনজিত স্যার এর নাম্বার দিয়ে সাহায্য করবেন প্লিজ।্ রনজিত এর নাম্বার 01711444131
2958 Goru kom kasce প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ২+০+২ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
2959 30 কেজি ওজন ছাগল কে কি ক্রমির ওষুধ দিব কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন।
2960 স্যার,আমার একটা গাভীর এলার্জি হয়েছে।চিকিৎসা কি Inj parasitin vet 1ml/ 50kg repeat after 7 days, inj Histavet
2961 গরুর খোরা রোগ Gorur khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
2962 স্যার সালাম নিবেন, স্যার যারা প্রি সার্ভিস কোর্সে প্রশিক্ষণরত আছে। তাদের কবে নাগাদ পোস্টিং হতে পারে? জানাবেন প্লিজ সাধারণতঃ ১ মাসের মধ্যে যোগদানের জন্য অফিস আদেশ জারী করে থাকে।
2963 স্যার, ১ বছর মেয়াদি প্রি সার্ভিস প্রশিক্ষণ শেষ হওয়ার কতদিন পরে যোগদানের জন্য বলা হয়? সাধারণতঃ ১ মাসের মধ্যে যোগদানের জন্য অফিস আদেশ জারী করে থাকে।
2964 সরকারি Fa(a/i) দের সাভার কত দিনের ট্রেনিং করতে হবে? কোন প্রকল্পের সংস্থান অনুযায়ী হবে।
2965 স্যার বর্তমান প্রি সার্ভিস প্রশিক্ষণার্থীরা পোস্টিং এর পর কবে ডিপ্লোমা কোর্স করার অনুমোদন পাবে? ডিপ্লোমা করার পর তারা কি ১০ম গ্রেডভুক্ত হবে? বর্তমান প্রি সার্ভিস প্রশিক্ষণার্থীরা পোস্টিং এর ৫ বছর পর ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবে। ডিপ্লোমা করার পর তারা কি ১১ম গ্রেডভুক্ত হবে।
2966 ছাগল এর খাওয়ার রুচি নাই প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে Anorexon ds ০.৫+০+০.৫ ট্যাবলেট ৫ দিন ও ভিটামিন ডিবি গোল্ড ও জাইমোভেট পাউডার ২-৫ দিন খাওয়াবেন।
2967 আমার মোট ১২টা হঁাস যার থেকে ২টা কয়েক দিন ধরে হালকা সবুজ পায়খা করে। সুবজ পায়খানা কলেরা রোগের ণক্ষণ। Renamycin পাউডার অথবা ট্যাবলেট গুড়া করে খাওয়াবেন।
2968 ২০০ গ্রাম প্রোটিন সমৃদ্ধ ১ কেজি দানাদার খাদ্য কিভাবে তৈরি করা হয় এসব প্রশ্নের উত্তর এসএমএস এর মাধ্যমে দেয়া সম্খব নয়।
2969 আমার কোয়েল পাখির খামারে পাখির ঠান্ডা লাগছে কী ঔষধ দিবো Enrocin 2ml/litre water e mishie khoate hobe.
2970 কবুতরের মুখে ঘা হইছে এটার ব্যাবস্থা কি Pox rog hole potash pani die gha dhue diben. pow. anidox 20gm 1gm/ 1liter water fed once daily for 7days
2971 Amar akta cow 2 bochor hoyche hit ase na ki korbo sar কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট ৭৫ কেজি ওজনের জন্য খাওয়াবেন, পরে কাচা ছোলা পানিতে ভিজিয়ে খাওয়াবেন, ভিটামিন ই খাওয়াবেন, না হলে হরমোন ইনজেকশন দিতে হবে।
2972 Vai Amar Cow Gorboboti To Akhon Ami Ki Korbo সুষম খাবার দিবেন এবং পরিস্কার পরিচ্ছন্ন জীবানুমুক্ত স্থানে রাখবেন, কোন আঘাত যাতে না পায় সেদিকে খেয়াল রাখবেন।
2973 Gorur pa fule gese. Ki koronio? আঘাত জনিত কারনে হলে ব্যথানাশক ট্যাবলেট দিলেই হবে।
2974 উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তার আসলে উনাকে কি ফি দিতে হয়। বাড়ীতে নিয়ে গেলে দুরত্ব কিমি হিসাবে ফি দিতে হয়।
2975 ১ শতাংশ জমিতে নেপিয়ার ঘাস চাষ করতে, কতগুলো কাটিং লাগবে ২৪০ টির মতো নেপিয়ার কাটিং লাগবে।
2976 3330 Gorur jor Gorur Jor hole Fevasole injection 1 ml/10 kg body weight jor komle oshud bondo + Histavet injection 1ml/10 kg 5 days diben
2977 আমি প্রতি সেলফে ৩টি করে মুরগি রেখেছি , বয়স ৬ মাস ,ডিম দেয় । গরম রাখতে ওদের কত ওয়াট বাল্ব দেয়া যাবে ? ঘরের তাপমাত্রা ৭০ ডিগ্রি ফারেনহাই রাখতে হবে।
2978 খাসির হাছি সর্দি এবং খাবার রুচি কম । এখন করনিয়ো কি sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
2979 ছাগলের পেট ফিকছে ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
2980 গরুর খুর ব্যারাম Gorur khura roag hole FMD Cure dia pa o muk duaben 5-7 din + SP vet injection diben
2981 আমার গরুটি কিছুদিন ধরে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। খাবার ঠিকমত খাচ্ছে। কিন্তু কেন শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। জানালে খুব উপকৃত হবো। প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
2982 ছাগলের পেট ফিকছে খাওয়ার রুচি নাই ঝিম অবস্থায় থাকে ছাগলের পেট ফাপা হলে stomavet powder ০.৫ প্যাকেট করে ০৩ দিন খাওয়াবেন। ভাত, খুদ খাওয়াবেন না এবং দানাদার খাবার একত্রে বেশী দিবেন না।
2983 গরুর সাদা আমেশা রোগের উপায় বা কি কি ওষুধ খাওয়া লাগবে, এই রোগের সামাধান খুবই তাড়াতাড়ি পাওয়ার আশা করতেছি Streptosulpha ট্যাবলেট প্রতি ৩৫ কেজির জন্য ০১ টি হিসাবে ৩-৫ দিন খাওয়াবেন ।
2984 gorur koliza kimri hoise ki tablet khauyabo r koto kg r jonno koita khawyabo কলিজা কৃমির জন্য ফ্যাসিনেক্স-৯০০ ট্যাবলেট, ০১ ট্যাবলেট/৭৫ কেজি ওজনের জন্য বা নাইট্রোনেক্স ইনজেকশন দিলে ভাল হবে।
2985 উন্নত মানের গরুর বীর্য Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
2986 মুরগী মলদ্বার বাইরে আসে কন? কি উপায় Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন।
2987 Gato 15 .12.2021 eng tarikhe gavi tar bachcha prosober por tar gorvofull kheye felche ekhon ki koronio ? খেয়ে ফেললে করার কিছু নাই। ভবিষ্যতে যাতে এরকম না হয় সে ব্যবস্থা করতে হবে। এ কারনে দুধ উৎপাদন কমে যেতে পারে।
2988 আমার গাভী ৮ মাসের গাভিন। ১ মাস আগে গাভির যোনি পথ দিয়ে জরায়ু বের হয়। ডক্টর দেখানোর পরে এখন ঠিক আছে। এখন এই জরায়ু কি আবার বের হওয়ার ঝুঁকি আছে নাকি আর আমি কি করবো আবার যদি বের হয় আগের মতো চিকিৎসা করবেন।
2989 গরুর ১.৫ বছর বয়স ওজন ৬০ কেজি। গরুটির সামনে পায়ের ডান পাশে অস্বাভা *text missing* বং ডা বলছে ল্যাম্পিইস স্কিন ডিজিস । এখন কি করণিয় সম্ভবতঃ লাম্পি স্কিন ডিজিজ হয়েছে এর জন্য Trizon vet বা যেকোন কোম্পানীর সেপ্ট্রিএ্যাকজন ইনজেকশন দিবেন ৫ দিন। আসলে এই রোগের স্পেসিফিক কোন ট্রিটমেন্ট নেই।
2990 গরু পানি খাচ্ছে না Apnar Upojelar ULO ba VS er sathe jogajog korun. tader phone number paben www.dls.gov.bd website theke
2991 Deshi murgir chokh mukh fule jaoya ki rog Enrocin 2ml/litre water e mishie khoate hobe.
2992 ছাগলের ঠান্ডা প্রায় ৬/৭ দিন থেকে লক্ষ করা হচ্ছে, বিশেষ করে সকালে না *text missing* নাক দিয়ে ও কাশে, এখন তাদের কি চিকিৎসা দিবো.?? তিনটা খাসি (বয়স ৭ + মাস) *text missing* sagoler sardi kashi hole injection steronvet 2 ml kore i/m dine 1 bar 3 din ebong combipen 8 lac injection i/m dine 1 bar kore 3 din dite hobe
2993 কবুতরের রক্ত আমাশয় ও চুনা সবুজ পায়খানা।কী ঔষধ দিব।কিভাবে? রানীখেত হলে Ciprocin/Cipro A vet syrap ১ মিলি ১-২ লিটার পানিতে ৩-৫ দিন দিবেন। প্রকৃতপক্ষে এর কোন চিকিৎসা নেই। টিকা দিতে হয়।
2994 একটি ছাগলের গর্ভকালিন সময় ১-১৪৫ দিনের এই সময়ে কি কি ঔষুধ ব্যাবহার করলে গর্ভের বাচ্চা সস্থ সবল হবে.... কোন প্রকার ঔষধ না দিয়ে সুষম খাবার দিবেন ও দানাদার খাবারের সাথে ডিবি ভিটামি মিশিয়ে খাওয়াবেন।
2995 ছাগলে নাদের সাথে কৃমি পরে *এজন্য ফেনবেনডাজল কৃমির ঔষধ খাওলে চলবে? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৬০ কেজি
2996 উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ভ্যাকসিন খামারে আনার প্রক্রিয়া টা কি রকম? এটা কি ভ্যাকসিন কুলিং ম্যানটেন করতে হয়। কয়টি ছাগলের জন্য ভ্যাকসিন দিবে? ধন্যবাদ । ফ্লাস্কে বরফ দিয়ে ঠান্ডা অবস্থায় পরিবহন করবেন।
2997 ছাগলের মোটাতাজা করণ কিভাবে করব,, এবং ভিটামিন জাতীয় ওষুধ কি খাওয়াতে হবে? প্রথমে কৃমির ওষুধ Endex/Renadex ১ টা ট্যাবলেট/৭৫ কেজি, পরে স্বাভাবিক খাবারের সাথে ভিটামিন ডিবি গোল্ড খাওয়াবেন।
2998 কবুতরের মাথা নেতিয়ে পড়ে কয়েক দিন পর মরে যায়। vit-E jemon E-sel ba E-vit othoba manuser osodh E-cap khaoaben.
2999 Sir dls er Dhaka head office e vfa,fa(ai) pod koita ace doya kore jodi bolten...thanks... হেড অফিসে পদ ৩ টি।
3000 DLS এর নতুন অর্গানোগ্রাম এর PDF Copy পেলে উপকৃত হতাম। dls.gov.bd ওয়েবসাইটের মেনুতে আমাদের সম্পর্কের ওখানে দেয় আছে।